The diary game 25/09/2021

in Steem Bangladesh3 years ago

received_395815515384330.jpeg

received_2990823677851581.jpeg

আসসালামুয়ালাইকুম আমি আরিফুল ইসলাম প্রতিদিনের মত আপনাদের মাঝে ডায়েরি লিখতে আসছি।প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা পানি করে ঘুরাঘুরি করি আজকে আমি আমার ফোন থেকে টাকা বের করার জন্য দোকানে যাই সেখান থেকে আমি আবার বাড়ি ফিরে আসি।

received_378590733907899.jpeg
বাড়ী ফিরার পর আমি আবার বাইরে আছি বাইরে এসে পুকুর পাড়ে বসে থাকি আমি আমার নিজের কাজ শুরু করতে থাকি তো কাজ শেষে আমি আবার বাড়ি ফিরে যাই বাড়ি ফেরার পর সকালের খাবার খেয়ে নেই পরিবারের সঙ্গে।তারপরে বাড়ির গাছের নারকেল পারার কাজ শেষ করে গোসল করলাম তার পরে বগুড়া রওনা দিলাম বগুড়া ঘোড়াঘুড়ি করে তারপরে বাড়িতে ফিরে আসি।

received_393481469045648.jpeg

বাসায় ফিরে এসে গোসল টোসল করে একটু রেস্ট নিয়ে বাড়িতে তেহেরী রান্না হয়েছিল সেটা খেলাম। খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম ঘুমানোর শেষে বাহিরে ঘুরাঘুরি করলাম ঘোরাঘুরি সময় সুন্দর দেখি ফটো উঠালাম আকাশের তারপর বাসায় ফিরলাম।

received_407357651109073.jpeg

সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে ঘরে ওঠে টিভি দেখতে শুরু করলাম টিভি টানা নয় দিন কোনটা টিভি দেখতাম টিভি দেখা শেষে রাতের ডিনার করলে ডিনার শেষে আমি আমার নিজের রুমে আসলাম সেখানে কাজ করলাম কাজ করা শেষে ঘুমিয়ে পরলাম।

এই ছিল আজকে আমার ডায়েরী পরবর্তীতে আমি আবার আসব আপনাদের মাঝে নতুন কোন ডায়েরি লিখতে এর ভিতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম

Sort:  

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102419.62
ETH 3707.14
USDT 1.00
SBD 3.24