The diary game 01/10/2021

in Steem Bangladesh3 years ago

received_4509864555738564.jpeg

আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আমিও প্রতিদিনের মত আপনাদের মাঝে ডায়রি লিখতে এসেছি। আজ সকালে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা পানি করে অনেক কাজ করলাম বাড়িতে ডাব গাছের ডাল নিজে ঝুরে দিলাম।

received_406682714355698.jpeg

এই সব কাজ হয়ে যাওয়ার পরে রেস্ট নিয়ে সকালের খাবার খেলাম আমার পরিবারের সঙ্গে খাওয়া শেষে তার একটু ঘুরাঘুরি করলাম তার মধ্যে একটু আকাশের ফটো উঠালাম। ঘোরাঘুরি করার পর একটু মোবাইলের কাজ করতে লাগলাম কাজ করতে করতে দুপুর হয়ে গেল গোসল করে জুমার নামাজ পড়তে গেলাম।

received_824192094917109.jpeg

নামাজ পড়া শেষ হলে বাসায় এসে দুপুরের খাবার সবাই একসঙ্গে খেয়ে নিলাম খাওয়া শেষে টিভি দেখলাম টিভি দেখার শেষ হলে বন্ধুর সাথে তার বাসায় চলে আসলাম তার কবিতোর আছে সেগুলো দেখার জন্য। কবুতরের খাওয়া হলে দুই বন্ধু বাজারে ঘোরাঘুরি করি ঘোরাঘুরির সময় দোকানে বসে চা খাওয়া শেষে বাড়ীতে ফ্রি বাড়িতে ফেরার পর বাড়ির কাছে একটা খাট ছিল সেখানে বসে দুই বন্ধু মোবাইলে কাজ করি।

মাহি রে দুই বন্ধুর কাজ শেষে বাড়িতে যায় হাত মুখ ধুয়ে দুই বন্ধু ঘরে গিয়ে নাস্তা পানি করে টিভি দেখতে শুরু করি টিভি দেখা শেষ হলে রাতের ডিনার করে নিজের রুমে গিয়ে শুয়ে মোবাইলে ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলি। বন্ধুদের সাথে কথা বলা শেষ হলে দুই বন্ধু একসঙ্গে ঘুমিয়ে পড়ি। এই ছিল আজকে আমার ডায়েরি লেখা এর ভেতর কোন ভুলত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামুআলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.040
BTC 101672.76
ETH 3666.48
USDT 1.00
SBD 3.15