The diary game 23/09/2021

in Steem Bangladesh3 years ago

received_222885263212828.jpeg

আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম প্রতিদিনের মত আপনাদের মাঝে ডাইরি লিখতে এসেছি। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে একটু ঘুরাঘুরি করি তারপরে হাটে যায় সেখানে অনেক কিছু বাজার করি।

received_382918786789561.jpeg

বাজারে গিয়ে প্রথমে তরিতরকারি কিনলাম তারপরে তেলের দোকানে গিয়ে তেল চিনি এইসব কিনলাম। সব বাজার শেষে আমিও কলার দোকানে গেলাম সেখানে কিছুক্ষণ দেরি হলো কলা কিনা শেষ করে আরেকটা মিঠাই দোকানে গেলাম সেখানে চানাচুর কিনলাম। সবকিছু বাজার শেষে আরেকটি কিছু কিনা ছিল সেটা পিয়াজি কেনার পরে আমি গাড়ি চড়ে বাড়িতে রওনা দিলাম বাড়িতে এসে হাতমুখ ধুয়ে টিভি দেখতে শুরু করলাম।

received_1030297804414126.jpeg

টিভি দেখা শেষ হলে ডুব গোসল দিয়া দুপুরের খাবার খেয়ে দুপুরে ঘুম দিলাম বিকালে উঠে বাইরে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি মধ্যখানে আকাশের ফটো তুললাম ফটো তোলা শেষ এবার আবার বাড়ি ফিরে আসলাম সন্ধ্যার আগে এসে কিছু খাবার খেলাম একটু আবার বাইরে গেলাম বাইরে থেকে এসে মায়ের সাথে রাতের টিভি দেখা শুরু করি। রাতে টিভি দেখা শেষে রাতে ডিনার করে নিজের ঘরে গিয়ে একটু কাজ করি কাজ করা শেষে মোবাইল একটু গান শুনি গান শুনে ঘুমিয়ে পড়ি।

এই ছিল আজকে আমার ডায়েরি লেখা এর ভিতরে কোন ভুল-ত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102367.04
ETH 3705.53
USDT 1.00
SBD 3.23