Steem Bangladesh Contest - Macro Photography || 20% beneficiaries goes to - @steemit-bd || by @alamin000 || club5050

in Steem Bangladesh2 years ago

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @alamin000 🇧🇩 বাংলাদেশ থেকে


আশাকরি সবাই ভালোই আছেন। Steem Bangladesh কর্তৃ্ক আয়োজিত Photography Contest এ অংশ গ্রহণ করতে যাচ্ছি।আমি আজকে এই কনটেস্টে mecro photography নিয়ে হাজির হয়েছি।সারাদিনের চলার পথে ছোট ছোট ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।আপনারাও আনন্দের সাথে এই কমিউনিটিতে কাজ করে যান এই প্রত্যাশা আমার। তো চলুন আমার করা ফটোগ্রাফিগুলো দেখে আসা যাক-

IMG_20220510_084818.jpg

plus code: MXC7+3Q


ধান ক্ষেত দেখতে গিয়ে চখে পড়লো এক চোখ ধাধানো ফুল।কাছে গিয়ে দেখতে পেলাম সাদা রঙের ফুল সবুজ ঘাসের উপর এক অপরুপ সৌন্দর্যের সৃষ্টি করেছে।পাচটি পাপড়ি বিশিষ্ট এই ফুলটি পানিযুক্ত স্যাতস্যাতে মাটিতেই হয়ে থাকে। দেরি না করেই পকেট থেকে ফোনটা বের করেই একটা ফটোগ্রাফি করে নিলাম।কিন্তু দুঃখের বিষয় এই যে ফুলটার নাম কেউ বলতে পারেনি।আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।


IMG_20220508_105152.jpg

plus code: MX4H+H9


এরপর গেলাম বন্ধুর সাথে খোলাহাটিতে ঘুরতে। এরপর রাস্তার পাশে একটা ৪ ফিট আন্দাজ ঝোপ- ঝাড়ের গাছে এত্তো সুন্দর সুন্দর কতোকগুলো ফুল দেখতে পেলাম।ফুলের পাপড়ি গুলো ডিম্বাকৃতির এবং এখানে দুইটি রঙ দৃশ্যমান।একটি হলুদ আপরটি লাল। এতো সুন্দর ফুল দেখে নিজের চোখের প্রতি তৎক্ষনাৎ বিশ্বাস হারিয়ে ফেললাম। কিভাবে এতো সুন্দর ফুলের গাছ রাস্তার পাশে পড়ে থাকে বুঝতে পারলাম না।সাথে সাথে সেই ফুলগুলার কয়েকটি ফটোগ্রাফি করে নেই।


IMG_20220510_094639.jpg

plus code:MX96+VV


এরপর আমি আমাদের বাড়ির পাশের চিরচেনা পুকুরটিতে ""কচুরিপানার খাল""গেলাম। সেখানে গিয়ে কয়েকটি ফটোগ্রাফি করে নেই।কচুরিপানার রঙ সচরাচর নিলাভ সাদা হয়ে থাকে।এর বহুসংখ্যক পাপড়ি হয়ে থাকে।পাপড়ির মাঝখানে নীল রঙের আস্তরণ আছে।


IMG_20220417_175805 (1).jpg

plus code: MXC7+WV


তারপর বিকেলবেলা আমি বাজার যাওয়ার পথে একটা কড়ি ফুলের গাছ দেখতে পেলাম।এই ফুলের পাপড়ি সংখ্যা ৫ টি এবং এটি ধবধবে সাদা হয়ে থাকে।আর এটি যেখানে লোক সমাগম কম সেখানেই বেশি হয়ে থাকে। সেখান থেকে একটা ফুল ছিড়ে হাতে নিলাম।তারপর যেতে যেতেই আমি সেই ফুলটার একটা ছবি তুলে নিলাম।


IMG_20220429_160531.jpg

plus code: MXC8+Q2


এরপর সন্ধ্যা বেলায় বাড়ির উঠানে বেড়ে ওঠা মরিচ গাছটির ফুলের ফটোগ্রাফি করি।এর পাপড়ি সংখ্যা ৫ টি।এর মাঝখানে একটা কলি রয়েছে যেখান থেকেই উক্ত সস্যের পরাগায়ন ঘটে থাকে।


আমার দুইজন ভিনদেশী বন্ধু @ana07 এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!


*****ধন্যবাদ *****

Sort:  
 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। তারসাথে সুন্দর বর্ণনা দিয়েছেন।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57097.85
ETH 3049.62
USDT 1.00
SBD 2.30