Steem Bangladesh Contest -Technology || by @alamin000 || 30% beneficiaries goes to hive -138339 || club5050 ||

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম


আসা করি সবাই ভালোই আছেন।Steem Bangladesh কর্তৃক আয়োজিত Science, Technology and computing Contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি।আমি আজকে Technology :Computer নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।তো চলুন কম্পিউটার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসি-

🕵️‍♀️কম্পিউটারের ধারণা🕵️‍♀️


কম্পিউটার হলো অনেকগুলো বৈদ্যুতিক যন্ত্রের সমাহার যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে যৌক্তিক কার্যাবলি সম্পাদন করে থাকে।এটি বৈদ্যুতিক তরঙ্গকে নিজের নিজের সংকেত বানিয়ে ব্যবহারকারী কর্তৃক তৈরি সমস্যার সমাধান করে থকে।এই কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কম্পিউট থেকে।যার অর্থ হলো গণনা করা।তার এর আভিধানিক অর্থ হলো গণনা করার যন্ত্র। কিন্তু এখন এই কম্পিউটার শুধু গণনার কাজেই ব্যবহার হয় না।বিপুল পরিমাণ উপাত্তকে তার সৃতিতে ধরে রাখার কাজ, তথ্য বিশ্লেষণের নির্ভূল ক্ষমতা এবং প্রোগ্রাম অনুযায়ী কাজ করার ক্ষমতা এই কম্পিউটারের থাকে।কম্পিউটারের তিনটি সুস্পষ্ট অংশ হলো - সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট, ইনপুট ও আউটপুট। কম্পিউটারের কার্যপদ্ধতিকে প্রোগ্রাম বলে আর যেসব তথ্য নিয়ে কাজ করে তাকে ডেটা বলে।


ordinateur-de-bureau-pc-1456070535WEH.jpg

Source


🧭কম্পিউটার আবিষ্কার 🧭


কম্পিউটারের নাম আসলে সবার আগে নাম আসে তিনি হলেন ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। তিনি হলেন আধুনিক কম্পিউটারের জনক। কিন্তু কম্পিউটার তৈরির ইতিহাস আজ থেকে প্রায় ৫ হাজার বছরের পুরনো। তখনকার গ্রীক সভ্যতায় 'অ্যাবাক্যাস'নামের প্রথম গণনা যন্ত্র আবিষ্কার হয়।

22596344850_a1072a6bf3_b.jpg

Source

তারপর ১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী 'ব্লেইজ প্যাসকেল 'যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।তখন চার্লস ব্যাবেজের মাথায় ধারনা আসে এটাকে কিভাবে আরো ভালো কোনো কাজে লাগার।তখন তিনি ১৮৩৩ সালে ' অ্যানালিটিক্যাল ইঞ্জিন 'গণনা যন্ত্র আবিষ্কার করেন।ব্যাবেজের ধারনার ভিত্তিতে ১৯৬৪ সালে 'ইনিয়াক' নামক প্রথম কম্পিউটার আবিষ্কার হয়।


action-blur-close-up-computer.jpg

Source


কম্পিউটারের প্রকারভেদ


প্রচলন এবং আকৃতির দিক থেকে কম্পিউটার ৩ প্রকার হয়ে থাকে

-

যথাঃ
১)অ্যানালগ কম্পিউটার
২)ডিজিটাল কম্পিউটার এবং
৩)হাইব্রিড কম্পিউটার।

দাম, আকার আর ব্যাবহারের উপর ভিত্তি করে কম্পিউটার ৪ ধরনের হয়ে থাকে, যথা-

১)মিনি কম্পিউটার
২)মাইক্রো কম্পিউটার
৩)সুপার কম্পিউটার ও
৪)মেইনফ্রেম কম্পিউটার।

এর মধ্যে মাইক্রো কম্পিউটার ২ ধরনের হয়ে থাকে,যথা-

১)ডেস্কটপ ও
২) ল্যাপটপ।


💡কম্পিউটারের প্রয়োজনীয়তা💡


বর্তমান সময়ে আধুনিক মানুষের সবচেয়ে বড় বন্ধু হলো কম্পিউটার। এটি খুব বড় বড় হিসাব খুব সহজেই করে দিয়ে পারে।অনেক মানুষের কাজ কম্পিউটার একাই খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে।দৈনন্দিন জীবনে সব কাজেই কম্পিউটারের প্রয়োজন পড়ে। ব্যাংকের কাজ, সরকারি -বেসরকারি অফিসের কাজ, আদালতের কাজ,শিক্ষাক্ষেত্রে নানান কাজ(অনলাইনে ক্লাস করা, পরিক্ষার ফল জানা,ইত্যাদি) অনলাইনের কাজ(বিভিন্ন ধরনের নকশা, বহুতল ভবনের ডিজাইন, আউটসোর্সিং ইত্যাদি) কাজ কম্পিউটারের দ্বারা করে হয়ে থাকে।এছাড়া শিশুদের চিত্রাঙ্কন, চিকিৎসা বিজ্ঞানের নানান কাজে এই কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে।


Keyboard-Technology-Acer-Laptop-Computer-Netbook-791029.jpg

Source


কম্পিউটার ও বেকারত্ব🧟‍♀️

কম্পিউটার বর্তমান যুকে মানুষের কাজকর্মগুলোকে খুব সহজ করে দিয়েছে।জনবহুল এই দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি।অনেকেই মাধ্যমিক পাশের পরপরই লেখাপড়া ছেড়ে দিয়ে কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছে।এতে করে বেকারত্ব দূর হচ্ছে।ঘরে বসেই অনেকেই ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে।


👁️কম্পিউটারের অপকারীতা👁️

সবকিছুরই ভালো ও মন্দ দুটো দিক আছে।তেমন করে কম্পিউটারের ক্ষেত্রেও ব্যাতিক্রম না।যেকোনো কিছুর অপব্যবহার সেটিকে মানব জাতির জন্য অভিশাপ করে ফেলতে পারে।অনেক খারাপ মনোভাবের মানুষ এই কম্পিউটারের অপব্যবহার করে নানান সাইবার অপরাধ, হ্যাকিংয়ের মতো জঘন্য কাজ করছে।


51222553311_2a443cf738_b.jpg

Source

এভাবে মানুষের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে অর্থ লুটে নিচ্ছে তারা। তাছারা নানা রকমের ব্লাক মেইল করে তারা কালো টাকা উপার্জন করছে।এছাড়া দীর্ঘসময় কম্পিউটারের সামনে বসে থাকলে পিঠে ব্যাথা, চোখের সমস্যাসহ নানান শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে।


images.jpeg

Source


✍️উপসংহার ✍️


ভালো মন্দ দুটো দিক বিবেচনা করলে দেখা যাবে কম্পিউটারের ভালো দিকের সংখ্যা অনেক বেশি।আমাদের সবার উচিত এর খারাপ দিকটি পরিহার করার। বাংলাদেশের মতো জনবহুল দেশকে সামনে এগিয়ে যেতে হলে অনলাইনের নানান কাজকে বেশি প্রাধান্য দিতে হবে।যেহেতু সকল যন্ত্রাংশ আমাদের ক্রয় করতে হয় তাই সরকারের উচিত বিশেষ প্রনদনা দেওয়ার।যাতে এই ক্ষাতে মানুষের আগ্রহের জন্ম নেয়।


good-bad-opposite-choice-preview.jpg

Source


***********************************


আমার দুইজন ভিনদেশী বন্ধু @ana07 এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!


------ধন্যবাদ ------

Sort:  
 2 years ago 

বাংলাদেশের মতো জনবহুল দেশকে সামনে এগিয়ে যেতে হলে অনলাইনের নানান কাজকে বেশি প্রাধান্য দিতে হবে।

অনেক সুন্দর একটি কথা বলেছেন। আসলেই
বেকারত্ব দূরীকরণে অনলাইনে আউটসোর্সিং এর বিকল্প নেই। আপনার উপস্থাপনাও সত্যিই অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 55863.62
ETH 2927.13
USDT 1.00
SBD 2.28