🎨🖌️CONTEST-NATURAL ART-||{প্রকৃতির সাথে একটি সুন্দর বাড়ি}||By-@ahosan01🎨🖌️

in Steem Bangladesh3 years ago (edited)

* আসসালামু আলাইকুম👳‍♀️🎨🖌️

* সকল শিল্পপ্রেমী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • আমি মোঃ আহসান হাবিব। @steem-bangladesh কমিউনিটির একজন সদস্য।

  • আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, এই কমিউনিটির সকল সৃষ্টাচারদের যারা এত সুন্দর কনটেস্টের আয়োজন করেছেন এবং আমাদেরকে এই কনটেস্ট অংশগ্রহণ করার সুন্দর সুযোগ করে দিয়েছেন।

  • আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত।

  • @steem-bangladesh কর্তৃক আয়োজিত যে প্রতিযোগিতা দেয়া হয়েছে। আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আমার শিল্পকলা টি আপনাদের খুবি মনোরঞ্জন হবে।

  • আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে "প্রকৃতির সাথে একটি সুন্দর বাড়ি" যা প্রকৃতির সঙ্গে সুন্দর্য ফুটে উঠেছে। আমি খুবই সুন্দরভাবে ছবিটি অংকন করেছি।আপনাদের মন মুগ্ধ করার আশায়।আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং ছবিটি আমি কিভাবে অঙ্কন করেছি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার পোস্টটি সম্পুর্ণ প্রদর্শন করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন আশা করি।

IMG_20210619_185640.jpg

* আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন যে আমি কিভাবে ছবিটি এঁকেছি তা নিচে দেখুন⤵️

IMG_20210619_194032.jpg

* ছবিটি অংকন করার জন্য যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেছি।⤵️🖌️🎨

★সাদা কাগজ
★রং পেন্সিল
★রাবার
★স্কেল
★কলম।

*আমি ছবিটি আঁকার জন্য কয়েকটি ধাপ অবলম্বন করেছি।নিচে দেখুন⤵️

Step 1🎨🖌️

IMG_20210619_194128.jpg

IMG_20210619_194032.jpg

  • প্রথমে আমি একটি সাদা কাগজ এবং কিছু রং পেন্সিল নিয়েছি যা দিয়ে আমি ছবিটি আঁকতে সক্ষম হবো।

Step 2

IMG_20210619_190210.jpg

IMG_20210619_190154.jpg

  • দ্বিতীয় ধাপে দেখুন আমি ঘরটি তৈরি করার জন্য কিছু দাগ কেটে নিয়েছি, সাদা কাগজের উপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন।

Step 3🎨🖌️

IMG_20210619_190140.jpg

IMG_20210619_190124.jpg

  • তৃতীয় ধাপে দেখুন কি করেছি আমি ঘরটি সুন্দরভাবে তৈরি করেছি এবং ঘরটির সামনে একটি সুন্দর পথ তৈরি করেছি এবং এক পাশে একটি বেড়া দিয়ে দিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে।বেড়াটি দুই দিকেই দিব।

Step4

IMG_20210619_190332.jpg

IMG_20210619_190054.jpg

IMG_20210619_190040.jpg

  • চতুর্থ ধাপে আমি কি করেছি দেখুন ঘরটির দুই পাশে দুটি গাছ তৈরি করার জন্য সুন্দরভাবে তার একটি আকৃতি এঁকেছি এবং দুটি গাছ সুন্দরভাবে সম্পন্ন করেছি
    এবং বাড়িটির সামনে যে পথ তার পাশে একটি সুন্দর নদী এঁকেছি।পরবর্তীতে আমি এই নদীতে একটি নৌকা এঁকে দেবো।

Step 5

IMG_20210619_180305.jpg

IMG_20210619_175536.jpg

IMG_20210619_174512.jpg

  • তারপর কি করেছি দেখুন। আমি 5 নম্বর ধাপে তে আমার আঁকা ছবি গুলোতে কিছুটা রং পেন্সিল দিয়ে রং করে তুলেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে দেখতে আমার ছবিটি।

Step 6 final 🎨🖌️

IMG_20210619_220105.jpg

IMG_20210619_183814.jpg

  • 6 নম্বর ধাপে দেখুন আমি সম্পূর্ণ রং করার কাজ শেষ করেছি। আমার ছবিটিতে যে বাড়ির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে একটি সুন্দর পথ এবং পাশে একটি নদীর দু'পাশে গাছপালা আকাশের নিচে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন কিছু পাখি উড়ে যাচ্ছে সব মিলিয়ে একটি সুন্দর একটি দৃশ্য ফুটে উঠেছে প্রকৃতিটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।

  • আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আন্তরিক ভাবে আপনাদের কে অভিনন্দন আশা করি আমার পোস্ট আমারটি দেখুন আপনারা অনেকেই এমন একটি প্রকৃতির দৃশ্য আঁকতে সক্ষম হবেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন প্রকৃতির সাথে একটি সুন্দর বাড়ির দৃশ্য কত সুন্দর ভাবে ফুটে উঠেছে বাড়িটির সামনে সুন্দর পথ দুপাশে গাছপালা এবং আকাশের দেশে কিছু পাখি উড়ে যাচ্ছে এবং বাড়ির সামনের যে পথ তার পাশে একটি নদী নদীতে নৌকা বাঁধা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য আশা করি আপনাদের অনেক মনোরঞ্জন হয়েছে ছবিটি দেখে।

* আমার পোস্টটিতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা আপনাদের সুন্দর সুদর্শন দৃষ্টিতে আমাকে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলে আপনাদের মাঝে আমার আন্তরিক আহ্বান।🔚

*steem-bangladesh & bd-charity, 8% & 2% কমিশন দেওয়া হয়েছে।

   ❇️★★★STEEM-BANGLADESH★★★❇️🔝✅

Thanks all..

@ahosan01

🙋‍♂️🔝 Thanks a lot...⤵️
@toufiq777
@nahidhasan23
@masumrbd
@abuahmad

Sort:  
 3 years ago 

Onek sundor hoece vae

 3 years ago 

🙋‍♂️🔝Thank u so much brother 🌹🌹🙋‍♂️🔝💜💜✅

 3 years ago 

অংকনটা বেশ ভালো লাগলো ভাই ❤️

 3 years ago 

✅👌thank u so much brother 🙋‍♂️💜

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25