My village in 10 pics. 11→02→2021. My village Goshaidangi

in Steem Bangladesh4 years ago

IMG_20210206_192033.jpg
★W3W:https://w3w.co/misgivings.steamiest.costless

এখানে একটা মহিষের গাড়ি সাথে,দুইটা মহিষ বাঁধা রয়েছে।দুইটা মহিষ এই গাড়িটিকে টেনে নিয়ে যায়। আর এই গাড়ির উপর একজন লোক বসে মহিষের গাড়ি কন্ট্রোল করে।

IMG_20210208_080839.jpg
★W3W:https://w3w.co/tyrant.roster.coordinated

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইকেল মেকার।সাইকেল মেকার বাইসাইকেল টির টিউব মেরামত কোরছে,বাইসাইকেলটি চালানোর উপযুক্ত করার জন্য।

IMG_20210209_085710.jpg
★W3W:https://w3w.co/adoring.blackboard.fetching

এই ট্রাকটার নদী থেকে বালি নিয়ে এসে,এই পুকুরে ফেলছে,এই পুকুরটি ভরার জন্য।এই বড় পুকুরে প্রতিদিন ৩০থেকে ৪০গাড়ি বালি ফেলা হচ্ছে,এই ট্রাকের মাধ্যমে।

IMG_20210209_145019.jpg
★W3W:https://w3w.co/overbuilt.dominantly.cursing

এখানে একটি ইলেকট্রিক পোলে একটি ট্রান্সফর্মার উঠানো হচ্ছে।আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন লোক,রশি টেনে ট্রান্সফর্মার টিকে ইলেকট্রিক পোলে উঠাচ্ছে। আর উপরে ইলেকট্রিক পোলে দুইজন লোক ট্রান্সফর্মার লাগানোর জন্য সবকিছু প্রস্তুত করছে।

IMG_20210209_144822.jpg
★W3W:https://w3w.co/overbuilt.dominantly.cursing

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ট্রান্সফর্মার।এই দুইজন লোক ট্রান্সফর্মার টিকে রশি দিয়ে বাঁধছে,ইলেকট্রিক পোলে উঠানোর জন্য।

IMG_20210207_073903.jpg
★W3W:https://w3w.co/window.marker.devouring

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,দুইটা তালগাছ।দুইটা তাল গাছের মোধ্যে বড় তাল গাছটিতে প্রত্যেক বছর প্রচুর তাল ধরে। কিন্তু পাশের ছোট তালগাছের কনো তাল ধরে না। এই দুইটা তালগাছ একসাথে নিচ থেকে দেখতে খুব সুন্দর লাগছিল।

IMG_20210203_210613.jpg
★W3W:https://w3w.co/fool.whisked.empires

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,এই ছোট দোকানে পিয়াজি, বাদাম,সিঙ্গারা, ইত্যাদি বিক্রি করা হচ্ছে। এই দোকান থেকে মানুষের প্রয়োজন অনুযায়ী সিঙ্গারা,পিয়াজি,বাদাম ইত্যাদি কিনে নিয়ে যায়।

IMG_20210209_085156.jpg
★W3W:https://w3w.co/inordinate.doing.couplings

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,একটি ট্রাক্টর বালির ভিতর গেড়ে আছে।পুকুর ভরাট করার জন্য এই ট্রাক্টর এখানে বালি ফেলছিল। এই ট্রাক্টর পুকুরটিতে বালি ফেলতে এসে এই বালির ভিতর গেরে গেছে।

IMG_20210211_175514.jpg
★W3W:https://w3w.co/parade.economic.patisserie

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি পাম্পতেলের গাছ।এই পাম্প তেলের গাছগুলো কয়েক মাস আগেই লাগানো হয়েছে।আশা করা যায় কিছু দিনের মধ্যেই এই গাছে পাম্প ফল ধরবে।

IMG_20210211_181558.jpg
★W3W:https://w3w.co/deepens.diverse.sacrifices

আপনারা দেখতে পাচ্ছেন,একটি ছেলে মাঠ থেকে ঘাস তুলছে।এই ছেলেটি মাঠ থেকে ঘাস তুলছে কারণ, এই ঘাসগুলো বাড়ি নিয়ে গিয়ে ছাগলের খাওয়াবে।


THE END

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98660.01
ETH 3484.72
USDT 1.00
SBD 3.23