মাছ ব্যবসায়ীদের জীবন যুদ্ধ
আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777
আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাছ ব্যবসায়ী দেখতে পাওয়া যায়৷ মাছ ব্যবসায়ীদের মধ্যে অনেকে জেলে হয়ে থাকেন৷ আবার অনেকে মাছ আরত থেকে কিনে এনে বিক্রি করে থাকেন৷ মাছ ব্যবসা লাভজনক একটি পেশা। তবে রিক্সও আছে৷ মাছ অল্প সময়ে পঁচে যায়৷ মাছ সঠিক সময়ে বিক্রি করতে না পারলে সমস্যা হয়ে যায়৷ তবে আমাদের সৈয়দপুর শহরে দুপুরের আগেই সব দোকানের মাছ বিক্রি শেষ হয়ে যায়৷ এই সব দোকান থেকে হোটেল মালিকরাই বেশি মাছ কিনে থাকেন৷ সৈয়দপুর শহরে বেশ কিছু বাজার আছে৷ প্রত্যেকটি বাজারেই মাছের দোকান লক্ষ্য করা যায়৷ পাঁচমাথা মোড়ে দুটি মাছের বাজার আছে৷ এখানে প্রায় ২০-৩০ টি দোকান আছে মাছের৷ কিছু ছোট দোকান আবার কিছু বড় দোকান আছে৷ বড় দোকান গুলোয় মাছ কাটার জন্য আলাদা লোক আছে৷ তবে ছোট দোকান গুলোয় দোকানের মালিকই মাছ কেটে ক্রেতার কাছে হস্তান্তর করেন।
কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম৷ এক দোকানে বেশ কিছু পাঙ্গাশ মাছ দেখলাম৷ এই মাছ পুকুরে চাষ করা হয়৷ পাঙ্গাশ মাছ অল্প সময়ে অনেক বড় হয়৷ আর বাজারে এর প্রচুর চাহিদা। কারণ এই মাছের দাম অন্য মাছের তুলনায় তুলনামূলক কম৷ এই মাছ অনেকেই খেয়ে থাকেন৷ এই মাছে নাকি কাটা কম৷ আমি কখনও খাই নি৷ তবে অনেকের মুখে শুনছি৷ অনেক মানুষের পছন্দের মাছ এটি৷ এই মাছ গুলো প্রায় পুকুরেই চাষ করা হয়ে থাকে৷ মাছ চাষ অতন্ত্য লাভ জনক৷ মাছ ৫-৬ মাসে বিক্রির উপযুক্ত হয়ে যায়৷ অল্প জায়গা থাকলেই পুকুর খনন করে মাছ করা যায়৷ এতে পরিবারের মাছের চাহিদা পূরণ হয় পাশাপাশি বাজারেও বিক্রি করা যায়৷ নিজের পুকুরের মাছ ভেজালমুক্ত হয়। গ্রামের প্রায় বাড়িতেই পুকুর দেখতে পাওয়া যায়৷ তবে শহরে পুকুর নাই বললেই চলে৷ তাই সকলকে মাছ ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হতে হয়। মাছ ব্যবসায়ীরা আছে বলেই আমরা মাছ ক্রয় করে খেতে পারতেছি।
যে কেউই মাছ ব্যবসা করতে পারবেন না৷ মাছের ব্যবসা করতে হলেও অবিজ্ঞতা প্রয়োজন৷ পাঁচমাথা মোড়ে ছোট বড় যে মাছের দোকান গুলো আছে। সেখানে দেশী মাছ বেশি বিক্রি হয়৷ এছাড়া সমুদ্রের মাছও বিক্রি হয়৷ তবে দেশি মাছের প্রতি মানুষের চাহিদা একটু বেশিই থাকে। তাই ব্যবসায়ীরা সবসময় দেশি মাছ কালেকশন করেন৷ এতে করে তাদের বিভিন্ন স্থানে গিয়ে দেশীয় মাছ সংগ্রহ করতে হয়৷ তাই বলছি মাছ ব্যবসায়ীরাও আমাদের জন্য যুদ্ধ করতেছেন৷ তারা আছেন বলেই আমরা এখনও শহরে থেকে দেশীয় মাছের স্বাদ গ্রহণ করতে পারতেছি।
Vote for @bangla.witness
ধন্যবাদ
@toufiq777
জি ভাই ঠিক বলেছেন মাছ বিক্রি লাভজনক ব্যবসা, তবে রিক্স ও অনেক। এখন জেলেদের মাছ বিক্রি করতে কম দেখা যায়। জেলেরা মাছ এনে আড়ৎ এ বিক্রি করে দেয়, সেখান থেকে মাছ ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিটি বাজারে বিক্রি করে। সুন্দর উপস্থাপন করেছেন ভাই অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে প্রিয় মাছ পাঙ্গাস ভাইরাল হওয়া সেই পাঙ্গাস মাছের দারুন ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
মাছ ব্যবসা আসলেই একটি লাভজনক ব্যবসা। কিন্তু যারা প্রান্তিক মাছ চাষী তাদের অনেক খাটাখাটনি করতে হয়।মাছের ব্যবসায় অনেক অভিজ্ঞতা সম্পন্ন হওয়া দরকার।মাছের ব্যবসায় নিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
https://twitter.com/Toufiqrahul/status/1681159607685877760?t=srPgLDwYPgnx_OzaOVuiCQ&s=19
Thank you
বর্তমানে মাছের দাম বেশি। মাছ ব্যবসায়ী সাধারণত জেলে হয়ে থাকেন। জেলেরা মাছ নদী বা পুকুর থেকে তুলে বাজারে বিক্রি করেন। পাঙাস মাছ খেতে বেশ ভালো লাগে। তবে আগেকার তুলনায় পাঙাসের মাছের দাম বেশি।
ধন্যবাদ
উপরের কথাটি একদম ঠিক বলেছেন ভাই। এটি অনেক লাভজনক আবার ঝুঁকি রয়েছে। বর্তমানে আমাদের দেশে সব জায়গায় মাছের দাম অনেক বেশি। ভালো লিখেছেন শুভকামনা রইল ভাই
ধন্যবাদ
জেলেরা সাধারণত অনেক কষ্ট করে থাকে। শীতকালীন সময়ে তো আরো বেশি কষ্ট করে থাকে জেলেরা। তাদের এই মাছগুলো সময় মতো বিক্রি না হয়ে গেলে তারা ফ্রিজে রাখে যা পরবর্তীতে অল্প দামে বিক্রি করে থাকে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ
যারা মাছ ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত তারা মুলত নিজের অথবা কারো লিচ নেওয়া পুকুরে মাছ চাষ করে তা বাজারে নিয়ে আসে। আবার অনেক সময় অন্যের পুকুর মাছ তারা পাইকারি দামে ক্রয় করে বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। তা থেকে যা লাভ হয় তা দিয়ে তাদের সংসার চলে।
ধন্যবাদ
মাছ বিক্রির ক্ষেত্রে একটি রিস্ক রয়েছে। কারণ মা স্বল্প সময়ের মধ্যেই পঁচে যায়। তাই এটি সঠিক সময়ে বিক্রি করতে হয়। সময় মাছ পৌঁছে যাওয়ার কারণে দাম কমে যায়। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ।
ধন্যবাদ
যাদের জীবন আছে তারা সবাই বেঁচে থাকার জন্য যুদ্ধ করেন। তবে পেশা অনুযায়ী তাদের যুদ্ধ করার ধরণ আলাদা আলাদা হয়ে থাকে। পাঙ্গাস মাছ নিয়ে আপনি সুন্দর পোস্ট করেছেন। আমি শুনেছি যারা পাঙ্গাস মাছ খান তারা সবাই জীবিত পাঙ্গাস কিনে এনে তারপর খান অর্থাৎ বাজার থেকে কেউ মরা পাঙ্গাস কিনে এনে খান না। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ