আরএমই দাদার বিবাহ বার্ষিকী উপলক্ষে গরীব-অসহায় মানুষদের আহার বিতরণsteemCreated with Sketch.

in Steem For Tradition2 years ago (edited)

আচ্ছালামুয়ালাইকুম


IMG_20221205_225954.jpg

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

আপনারা জানেন যে দাদা @rme বেশ কয়েক বছর থেকেই স্টিমিট সোশ্যাল প্ল্যাটফর্মের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। আমরাও তার কাজে সহযোগী হতে পেরে খুবই আনন্দিত। তিনি সর্বদা আমাদেরকে স্টিমিটে কাজ করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন এবং এখানে আমাদের কাজের ব্যপারে উৎসাহিত করেছেন। সবার প্রতি তাঁর সহানুভূতি এবং বন্ধুসুলভ আচরণের কারণে আমরা একটি বিশাল পরিবার হয়ে স্টিমিটে কাজ করতে পারছি। এককথায় দাদা আমাদের পরিবারটাকে আগলে রেখেছেন। আর দাদার এক বিশেষ দিন উপলক্ষেই আমাদের আজকের কার্যক্রম। ৪ ডিসেম্বর @rme দাদা ও @tanuja বৌদির ৪র্থ তম বিবাহ বার্ষিকী ছিলো, এই দিনটি দাদার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন। এই বিশেষ দিন উপলক্ষে দাদাকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাই এবং দোয়া করি তাঁর পরিবারের জন্য।

যেহেতু দাদা আমাদের থেকে হাজার মাইল দূরে থাকেন, তাই সামনে থেকে তাঁকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর সৌভাগ্য হচ্ছে না। তাঁর জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবং তাঁর পরবর্তী জীবন যেন সুখের হয় সেজন্য আমরা কিছু স্টিমিট সদস্যদের সাথে নিয়ে দাদার বিবাহবার্ষিকী উপলক্ষে গরীব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করি। কালকেই আমরা এ কর্মসূচির আয়োজন করতে পারতাম। তবে কালকে আমাদের একটু সমস্যার কারণে আজকে খাবার বিতরণ করেছি৷ আজ দুপুর বেলা আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত কিছু গরীব মানুষকে খাবার বিতরণ করেছি।

IMG-20221205-WA0016.jpg

IMG-20221205-WA0030.jpg

IMG-20221205-WA0029.jpg

IMG-20221205-WA0020.jpg

IMG-20221205-WA0019.jpg

IM1205-WA0017.jpg

image.png

আমাকে সাহায্য করেছেন৷ আমাদের কমিউনিটি সদস্যবৃন্দ।

1@sohanurrahman
2@shamimhossain
3@riyan1020
4@rahul989
5@shihab24
6@pea07

image.png


Vote for @bangla.witness

Sort:  
 2 years ago 

@rme দাদা ও @tanuja বৌদির ৪র্থ তম বিবাহ বার্ষিকীতে তোমাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। দোয়া করি যেন আপনাদের জীবন যেন সুন্দর এবং সুখের হয়। আমার জন্যেও দোয়া রাখবেন। ♥

 2 years ago 

দাদা ও বৌদির জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা অবিরাম। দাদা ও বৌদির চতুর্থতম বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনারা ভাল একটি উদ্যোগ গ্রহণ করেছেন।

 2 years ago 

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। দাদাও বৌদির আগামী পথ চলা আরো সুন্দরময় হোক এই কামনাই করি।🥰🥰🥰

 2 years ago 

দাদা ও বৌদির বিবাহ বার্ষিক উপলক্ষে জানাই হাজার হাজার শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের ভালোবাসায় পরিপূর্ণ হোক আগামীর পথচলা।

 2 years ago 

আর এম ই দাদার বিবাহ বার্ষিকীতে আপনাদের কার্যক্রম আসলেই প্রশংসনীয়। আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব গর্বিত।

 2 years ago 

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 2 years ago 

শিহাব আমাকে বলেছিলো আপনাদের এই কাজগুলো। আসলে আমি খুব খুশি আপনারা খুবই সুন্দর কাজ করতেছেন।এগিয়ে যাও সবাই দোয়া করি। সবসময় মানুষের পাশে থাকবেন আর মানুষকে সাহায্য করেন এতে আমাদের চারপাশের সমাজটা খুবই সুন্দর হবে। ধন্যবাদ সকলকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 96371.40
ETH 3383.73
USDT 1.00
SBD 3.17