আমাদের কমিউনিটির পক্ষ থেকে বাংলাভাষা-ভাষী সকল সদস্যদের নিয়ে একটি মিটআপ এর আয়োজন করতে চাইতেছিsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমাদের স্টীম ফর ট্রেডিশনাল কমিউনিটির পক্ষ থেকে বাংলাভাষা-ভাষী সকল সদস্যদের নিয়ে একটি মিটআপ এর আয়োজন করতে চাইতেছি

20230818_170701.jpg

আমি স্টীমিট প্লাটফর্ম চালু হওয়ার পর থেকে কাজ করতেছি স্টীমিটে৷ দীর্ঘ ৬-৭ বছর ধরে৷ এর মাঝে আমি অনেকের সাথে কাজ করেছি৷ এর মধ্যে অনেকে স্টীমিটে কাজ করেছেন৷ আবার অনেকে কাজ বন্ধ করে দিয়েছেন। উনাদের প্রায় প্রত্যেককেই আমি চিনি৷ কিন্তু তাদের সাথে আমার কখনই সামনা-সামনি দেখা হয় নি৷ খালি কথাই হয়েছে৷

আজকে আমরা আমাদের কমিউনিটির মেম্বারদের সাথে নিয়ে একটি মিটআপের আয়োজন করেছিলাম৷ আমাদের কমিউনিটিটি মূলত অনেক ছোট৷ এখানে বাইরের কিছু মেম্বার কাজ করেন৷ আর পার্বতীপুর এর সদস্যরা কাজ করেন৷ বাইরের মেম্বাররা অংশ নিতে পারেন না আমাদের সাথে৷ তাই ১১-১৫ জন সদস্য নিয়ে আমাদের প্রতিবার মিটআপ করতে হয় 😐।

আজকে আমরা মিটআপ করার সময় কথার ছলে একটা প্লান করলাম যে সবাই মিলে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে একটি মিটআপ+পিকনিকের আয়োজন করবো৷ এতে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো৷ সবার সাথে দেখা হবে৷ এতে সবার সাথে আমাদের একটি সেতুবন্ধন তৈরি হবে৷ হয়তো অনেক সময় ঝগড়া হয়েছিলো৷ সেটিও এর মাধ্যমে কেটে যাবে ইনশাআল্লাহ৷ সবাই একসাথে সারাদিন সময় কাটালে অনেক মজা করা যাবে৷ এরকম মজা তো সারাবছর হয় না৷

20230818_171040.jpg

পরে আমরা ডিসিশন নিলাম এবার মিট-আপ আমরা শুধু আমাদের কমিউনিটির ভেতর সীমাবদ্ধ রাখবো না৷ এবার অল স্টীমিটের সকল বাংলাভাষী সদস্যদের আমরা আমন্ত্রণ করবো৷ আমাদের স্টীমিট প্লাটফর্মে হয়তো ৫০০+ লোক বর্তমান কাজ করেন৷ হয়তো একেক জনের বাসা একেক জায়গায়৷ কিন্তু একটি দিন যদি তারা কষ্ট করে আমাদের সাথে সময় দিতে পারে৷ তাহলে হয়তো অনেক ভালো হবে৷ এ অনুষ্ঠানটি ঢাকা'য় করলে সবার জন্য হয়তো ভালো হইতো৷ কিন্তু ঢাকা'র ঢ আর ক আমরা কিছুই ভালোমত চিনি না 🙄। আমাদের এলাকায় হলে আমরা সব কিছু যথাযথ ভাবে আয়োজন করতে পারবো৷ তারপরেও আপনাদের ডিসিশন জানতে চাইতেছি।

আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ, পিকনিক স্পট সবই কাছাকাছি রয়েছে৷ যে স্থান ভালো লাগে সেখানেই আয়োজন করা যাবে৷ গ্রাম্য পরিবেশে আয়োজন করলে বেস্ট হবে৷ গ্রামের পরিবেশে পিকনিক খাওয়ার মজাই আলাদা রকম হয়৷

যাই হোক আমি সবার কাছে আবেদন, অনুরোধ পেশ করলাম৷ সবাই যদি ডিশিসন দিতেন৷ সবাই যদি কষ্ট করে আমাদের জন্য একটি দিন ব্যায় করতে পারতেন৷ অনেক ভালো হইতো সবার অনেক ভালো লাগতো৷ এরকম সুযোগ হয়তো জীবনে কখনও হবে না৷ সবার সুবিধা মতই একটি তারিখ ঠিক করবো৷ এবং এক মাস আগেই তারিখ জানিয়ে দিবো৷

Cc:- @rme, @blacks, @shuvo35, @rex-sumon, @nusuranur, @moh.arif, @hafizullah, @winkles, @ayrinbd, @tangera, @alsarzilsiam, @rupok, @kingporos @swagata21, @sagor1233, @engrsayful, @msharif, @enamul17, @ripon0630, @solaymann, @mdkamran99, @mostofajaman, @selimreza1, @rahul989, @sohanurrahman, @md-sajalislam, @shamimhossain

সকল কমিউনিটি এ্যাডমিন মডারেটরদের মতামত জানতে চাইতেছি। পরে সকল কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলবো৷ এখানে আপনারা ডিসিশন দিতে পারেন৷ আসলেই আমি এরকম একটি মিটআপের আয়োজন করার সুযোগ পেতে পারি কিনা। আর কোন জায়গায় করলে ভালো হবে। আপনাদের সুবিধামত আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাই। সকল প্লাটফর্মে কাজ করা সবার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো। তাই এই মিট-আপ অনেক জরুরী। কালকে দারুণ একটি মুহূর্ত কেটেছে আমাদের। অসংখ্য ধন্যবাদ ভাই উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি অতি শীঘ্রই এই আয়োজনটি করা হবে।

 last year 

ডিসেম্বরের পর করবো।

 last year 

আশা করি বাংলা ভাষাভাষী সকল স্টিমিট ব্লগার একত্রে হতে পারলে আমাদের অনেক ভালো লাগবে। পিকনিক করার জন্য আমাদের এলাকায় অনেক ভালো মানের জায়গা রয়েছে যেখানে আমরা সবাই একত্রে হতে পারি। আমি কিছু জায়গার নাম সাজেস্ট করছি: স্বপ্নপুরী, কয়লারখনি, সৈয়দপুর ইকো পার্ক, ভিন্ন জগত ইত্যাদি।

 last year 

এসব জায়গায় লোক বেশি হয়। ফাঁকা জায়গা প্রয়োজন।

 last year 

তাহলে কয়লার খনির দোলায় জাবো। লোকজন কম হবে।

 last year 

এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন ভাইয়া। আমিও অনেক দিন যাবত স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতেছি। অনেক মানুষের সঙ্গে কথা হয় কিন্তু সরাসরি দেখা হয় না। এই মিটআপ এর মাধ্যমে যদি দেখা হয় সত্যি বিষয়টা অনেক ভালো লাগবে। আমি এই মিটআপ এর অপেক্ষায় থাকলাম ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য। ভালোবাসা অবিরাম।

 last year 

🙂

 last year 

আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ, পিকনিক স্পট সবই কাছাকাছি রয়েছে৷ যে স্থান ভালো লাগে সেখানেই আয়োজন করা যাবে৷

অপেক্ষায় থাকবো ভাই। অবশ্যই একমাস আগে জানিয়ে দিবেন যাতে আমি ঢাকা থেকে আসতে পারি। কালকে আপনাদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যি অসাধারণ ছিল।

 last year 

❤️

 last year 

সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আপনি ভাইয়া। এর মাধ্যমে অনেকেই অনেক কিছু বুঝতে পারবে। এবং কালকে মিট আপ এর সময় গুলো অসাধারণ ছিল সবার একসঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।

 last year 

❤️

 last year 

ইনশাআল্লাহ ভাই। আপনারা অনেক সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন ভাই। ডিসেম্বর বা জানুয়ারির সময়টাতে কম বেশি সবাই ফ্রি থাকে। তাই অনেকেরই উপস্থিত থাকা সম্ভবনা আছে।আশা করি আপনাদের নেয়া উদ্যোগটি সফল হলে অবশ্যই সবার সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

এটা একটা খুব সুন্দর উদ্যোগ।কারণ আমরা এই প্লাটফর্মে অনেক মানুষ কাজ করি যারা বাংলা ভাষায় কথা বলি।কিন্তু আমাদের কখনো দেখা-সাক্ষাৎ হয়নি শুধুমাত্র ডিসকর্ড বা কমেন্ট এর মাধ্যমে কথাবার্তা বলি।যাই হোক আশা করি সবাই এত সহযোগিতা করবে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

এইটা সামনের বছর ছাড়া হবে না৷ আবার সাথে কথা বলতে হবে।

 last year 

এক সাথে সবাইকে দেখে খুব ভালো লাগলো। আমি মিটআপে উপস্থিত হতে চাইছিলাম। কিন্তু সমস্যার কারনে যাইতে পারি নাই। আমি আশা করি আমাদের ছোট একটি পরিবার খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যাবে।সামনের মিটআপের সফরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।সবাই এক সঙ্গে একত্রিত হলে সবাইকে ভালো লাগবে।আমি তৌফিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি এতো সুন্দর একটা মিটআপের পরিকল্পনা করছে।ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23