ছোট বাচ্চাদের খেলনা ফোমের তৈরী পাখি

in Steem For Tradition10 months ago (edited)
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম বন্ধুগণ।কেমন আছেন স্টিমবাসীরা?আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি ছোট বাচ্চাদের খেলনা ফোমের তৈরী পাখি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবার ভাল লাগবে।

IMG-20230827-WA0009.jpg
ফোমের তৈরি খেলনা পাখি

ছোট বাচ্চারা মূলত খেলনাপাগল হয়ে থাকে।যেকোনো খেলনা দেখলে তারা সেগুলো কেনার বাহানা করে।আসলে এটি তাদের স্বভাবগত বৈশিষ্ট্য।তারা বিভিন্ন ধরনের খেলনার প্রতি আকৃষ্ট হয় বেশি। ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। এদের কোনো কোনো খেলনা প্লাস্টিকের তৈরী। আবার কোনো খেলনা কাঠের তৈরী, কোনোগুলো আবার মাটির তৈরী।মাটির ও কাঠের তৈরী খেলনাগুলো একটু ভারী হয়ে থাকে। তাই বাচ্চাদের এগুলো নিয়ে খেলতে একটু অসুবিধা হয়। তবে এখন প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা বের হয়েছে, যেগুলো দিয়ে বাচ্চারা সহজেই খেলতে পারে।আর এগুলো দিয়ে তাদের ক্ষতির আশংকাও কম থাকে।ফোম দিয়েও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা তৈরী করা হয়। তার মধ্যে ফোমের তৈরী পাখি অন্যতম।আজ আমি ফোমের তৈরী পাখি নিয়ে আলোচনা করব।

IMG-20230827-WA0001.jpg
IMG-20230827-WA0019.jpg

কিছুদিন যাবৎ এই পাখিগুলো আমি বাজারে খেলনার দোকানে দেখতে পাচ্ছি। অনেকেই আবার এই পাখিগুলো নিয়ে হাটে বাজারে বা গ্রামে ফেরি করে বেড়াচ্ছেন।তারা শুধু ছবিতে দেখানো পাখিগুলোই নয় বরং মোরগ,কবুতরসহ বিভিন্ন ধরনের পাখি জাতীয় ফোমের প্রাণী বিক্রয় করছেন।কিছুদিন আগে এমন এক বিক্রেতা আমাদের এলাকায় ফোমের পাখি বিক্রয় করতে এসেছিলেন। তখন আমার আম্মু আমার ভাগিনার জন্য দুটি পাখি কিনে নেন।আমরা যখন ছোট ছিলাম তখন শোলার গাছ দিয়ে একগুলো বক জাতীয় পাখি তৈরী করে বিক্রি করা হত।সেগুলো মেলা ছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া যেত না।আমরা আগে ঈদের মেলায় বকগুলো কিনতাম।তবে ওই পাখিগুলো বেশিদিন টিকতো না।খুব তাড়াতাড়ি ভেঙে যেত।পাখিগুলোর পেটের নিচের অংশে বাঁশের পাতি বাঁকিয়ে পা তৈরী করা হত।সেগুলো একটি সুতা দিয়ে বাঁধা থাকত।পা গুলোতে আঙ্গুল দিয়ে চাপ মারলে বকের মাথা নিচে নেমে যেত, ছেড়ে দিলে আবার আগের জায়গায় যেত।এভাবে বারবার চাপ দিলে ও ছেড়ে দিলে একপ্রকার শব্দের সৃষ্টি হত।তবে এই ফোমের পাখিগুলো এই বকগুলো থেকে সম্পূর্ণ আলাদা।

IMG-20230827-WA0013.jpg

এই পাখিগুলোর ওজন খুবই হালকা।তাই বাচ্চারা এগুলো একটু বেশিই পছন্দ করছে।ছবিগুলোতে দুই ধরনের পাখি দেখানো হয়েছে। একটি হল কাকাতুয়া পাখি আর একটি হল টিয়া পাখি।আমরা সবাই জানি যে কাকাতুয়া পাখির রং সাদা। কিন্তু কারিগররা কি ভেবে যে এই পাখিটির গায়ে হলুদ রঙের ফোম ব্যবহার করেছেন তা আমি বুঝছি না।এই পাখিটির মাথায় গোলাপি রঙের মুকুল বসিয়ে দেওয়া হয়েছে এবং এর লেজটিও বেশ লম্বা। পাখিটির এ বৈশিষ্ট্যের কারণে আমি একে কাকাতুয়া হিসেবে গণ্য করেছি।এই পাখিটির গায়ে লাল রঙের ফোটা দিয়ে নকশা করা হয়েছে।এর লেজেও নকশা করা হয়েছে। পাখিটির গোলাপি রঙের ডানাও লাগানো হয়েছে। পাখিটির মাথায় লাল রঙের পুঁথি দিয়ে চোখ বসানো হয়েছে। তবে এই পাখিটির মুখে আলাদা কোনো ঠোঁট লাগানো হয়নি।

IMG-20230827-WA0015.jpg
IMG-20230827-WA0012.jpg
IMG-20230827-WA0013.jpg
IMG-20230827-WA0011.jpg
IMG-20230827-WA0008.jpg
IMG-20230827-WA0007.jpg

সবুজ রঙের পাখিটি হল টিয়াপাখি। এই পাখিটির গাঁয়ে খুব বেশি নকশা করা হয়নি।হলুদ রঙের ডানা ও লেজে সবুজ রঙের হালকা দাগ কেটে দেওয়া হয়েছে। এই পাখিটির মুখে আলাদা করে লাল রঙের ঠোঁট ও লাল রঙের পুঁথির চোখ লাগানো হয়েছে। এই পাখিটিকেও খুব সুন্দর লাগছে।দুটো পাখির মধ্যে আমার হলুদ রঙের কাকাতুয়াটিকেই বেশি ভাল লেগেছে। সবথেকে মজার বিষয় এই পাখিগুলোর ভিতরে কিন্তু ফোম নেই।এগুলো ভিতরে খড় দিয়ে ফোলানো হয়েছে। আর পাখিগুলোর বুকে মাটির একটি গোল চাকতি বসানো হয়েছে যাতে এটি বসে থাকতে পারে।নাহলে কিন্তু এগুলো উল্টে যাবে।তাছাড়া এই পাখিগুলোর পিঠে ইলাস্টিকের সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।এতে করে এগুলো যেকোনো জায়গায় ঝুলানো যাবে এবং ঝুলানোর সময় ঝাঁকি পেয়ে এগুলো একবার উপরে উঠছে একবার নিচে নামছে।এগুলো হল পাখিগুলোর বৈশিষ্ট্য।

IMG-20230827-WA0004.jpg

এই পাখিগুলোর মূল্য প্রতিপিছ ৪০ টাকা করে বিক্রতা চেয়েছিলেন। কিন্তু দরদামে পটু আমার মা দুইটি পাখি ৫০ টাকা দিয়ে কিনেছেন।লোকটির কাছে নাকি ভারভর্তি পাখি ছিল।তারা মূলত এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।আমার মনে হয় এই পাখিগুলো দিয়ে খেললে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। বর্তমানে বিভিন্ন কারখানায় নিম্নমানের প্লাস্টিক দিয়ে খেলনা তৈরী করা হচ্ছে। সেগুলোতে ক্ষতিকারক কেমিক্যাল থেকেই যায়।এই খেলনা বাচ্চারা মুখে দিলে শরীরে বিষক্রিয়া শুরু হতে পারে। তাই আমাদের বাচ্চাদের খেলনা নির্বাচনে সতর্ক হওয়া উচিৎ।

ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ
ডিভাইসরেডমি ১০ সি
ক্যামরা৫০ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@tamannafariah
লোকেশনভবের বাজার,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 10 months ago 

বাচ্চাদের খেলনা হিসেবে ফোমের তৈরি এই পাখিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এই পাখি গুলো খুবই পাতলা। তবে এই পাখিগুলো তে খুবই নিম্নমানের রং ব্যবহার করা হয় বলে বাচ্চাদের এগুলো না দেওয়াই ভালো বলে আমি মনে করি। তবে যে সকল বাচ্চারা বোঝে এবং এগুলো মুখে দেয় না তাদের কাছে নিঃসন্দে এটি চমকপ্রদ একটি খেলনা।ধন্যবাদ আপনাকে

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ।

 10 months ago 

খেলনা হিসেবে পাখিগুলো ছোট বাচ্চারা খুব পছন্দ করে। পাখিগুলো বিভিন্ন রঙের ফোম দিয়ে তৈরি যেগুলো দেখতে অনেক সুন্দর হয়। রংবেরঙেরই পাখি গুলো ছোট বাচ্চাদের খুব সহজেই আকর্ষিত করে। আপনার ফটোগ্রাফিতে দেখানো পাখিগুলো অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ আপু।

Loading...
 10 months ago 

ফোমের বানানো খেলনা গুলো অন্যান্য খেলনার থেকে অনেক পাতলা হয়ে থাকে। এমন ফোমের বানানো পাখি গুলো আমি মেলায় দেখেছিলাম।কাকতাড়ুয়া বললে খুব একটা ভুল হবে না। ৪০ টাকা পিস চাওয়া পাখি ২৫ টাকায় দিয়ে দিলো। আপনার মা কিন্তু বেশ চালাক আছে। আপনি ঠিক বলেছেন প্লাস্টিকের খেলনা থেকে অনেক জীবানু ছড়িয়ে পড়েছে যা বাচ্চাদের জন্য ক্ষতিকর।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

Regards
@sohanurrahman (Moderator)
Steem For Tradition

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

বাহ চমৎকার পোস্ট উপস্থাপন করেছেন আপু। বাচ্চার অনেক খেলনা পছন্দ করে, তবে ফোমের তৈরী এসব খেলনা দেখতে একদম টিয়া পাখির মতো। এ পাখিগুলো বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য ফোমের ভিতরে রং ব্যবহার করা হয়। বাহ ২ টি পাখির দাম ৮০ টাকা সেখানে আপনার মা ৫০ টাকা দিয়ে কিনেছে। আপনার মা তো অনেক ধরদাম করতে পারে। সেই জন্য আপনিও অনেক চালাক আপনাকে দেখেই বুঝা যায়। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন আপু। অনেক ধন্যবাদ আপু সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

মুই বোকা মানুষ। ধন্যবাদ।

 10 months ago 

ফোমের তৈরি খেলনা গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়ে থাকে। এবং বাকি অন্যান্ন খেলনা গুলোর থেকে খুবই পাতলা হয়ে থাকে। কিন্তু দেখ খুবই চমৎকার হয়ে থাকে। এছাড়াও গাছের পাতায় খেলনা গুলো রেখে সুন্দর ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর বুদ্ধি খাটিয়েছেন। পোস্টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19