পরিবেশ দূষণ সম্পর্কে একটি দেয়ালিকা

in Steem For Tradition10 months ago (edited)
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম বন্ধুগণ।আশা করি সকলে ভাল আছন।আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি পরিবেশ দূষণ সম্পর্কে একটি দেয়ালিকা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি সবার ভাল লাগবে।

IMG-20230825-WA0010.jpg
পরিবেশ দূষণ দেয়ালিকা

আমাদের চারিপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। মাটি,পানি,বায়ু সবকিছু মিলিয়ে পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের আশেপাশের সকল উপাদান নিয়ে পরিবেশ গঠিত হয়।পরিবেশ দূষণ বলতে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণকে বোঝায়।আর বর্তমানে আমাদের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। যার ফলে আমরা দিনের পর দিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি।সৃষ্টিকর্তা আমাদের একটি সুন্দর পৃথিবী দান করেছেন। তার পাশাপাশি আমাদের বসবাস উপযোগী করে তোলার জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশও সৃষ্টি করেছেন যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি।আমরা সকল প্রাণীরাই পরিবেশের উপর নির্ভরশীল।তাই জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ৫ জুন সারাবিশ্বে বিশ্ব পরিবেশ দিবস(World Environment Day)পালিত হয়।তবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল "প্লাস্টিক দূষণে সবাই সচেতন হই"।এই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পালিত হয়।তেমনি ভাবে দিনাজপুর সরকারি কলেজেও প্রতিবছর পরিবেশ দিবস পালিত হয়।এ দিবসে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও পরিবেশ ও বিজ্ঞান ক্লাব কর্তৃক প্রতিবছর একটি দেয়ালিকা উন্মোচন করা হয়। এবারের দেয়ালিকাটি ছিল নিচের ছবির মতো।

IMG-20230825-WA0013.jpg

পরিবেশ দূষণ একটি মারাত্মক সমস্যা।এর কারণে আমরা নানামুখী সমস্যায় ভুগছি।বর্তমানে প্লাস্টিকের দূষণ একটি বড় সমস্যা এজন্যই এবারের প্রতিপাদ্য বিষয়টিও প্লাস্টিক দূষণ সম্পর্কেই ছিল।দেয়ালিকাটি একটি শোলার বোর্ডের উপর তৈরী করা হয়েছে।এর উপর বিভিন্ন নকশা ও পরিবেশ ও প্লাস্টিক দূষণ সম্পর্কে বেশ কয়েকটি প্রবন্ধও লেখা ছিল।দেয়ালিকাটির ঠিক মাঝখানে মানুষের হাতের উপরে পৃথিবী আঁকা ছিল এবং তাতে অনেক বড় করে লেখা ছিল "সুস্থ পৃথিবীর অপেক্ষায়"। এই লেখাটির উপর গাছের দুটো সবুজ পাতা আঁকা ছিল।এই চিত্র এবং লেখাটি শোলা কেটে তৈরী করা হয়েছে। এটা খুবই সৃজনশীল একটি কাজ।

IMG-20230825-WA0011.jpg

দেয়ালিকাটির ডান দিয়ে কাগজের উপর একটি সুন্দর ধরণী আঁকা ছিল।যেখানে পাহাড় থেকে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। তারপাশে মানুষের একটি চোখ আঁকা ছিল যেখানে চোখের একপাশে একটি দূষণমুক্ত পৃথিবী ও অন্যপাশে প্লাস্টিক দ্বারা দূষিত একটি পৃথিবী আঁকা আছে।তার নিচে লেখা আছে সুস্থ হও ধরণী।এর নিচে সমুদ্রে প্লাস্টিক ফেলা নিয়ে একটি চিত্র ও একটি প্রবন্ধ লেখা আছে।তার নিচেও চারটি প্রবন্ধ লেখা আছে।

IMG-20230825-WA0014.jpg

দেয়ালিকাটির ডান দিকে কলকারখানার বর্জ্য থেকে দূষিত একটি প্রকৃতি দেখানো হয়েছে। এর পাশে একটি শুকিয়ে যাওয়া গাছ এর ছবি অংকন করা হয়েছে এবং একটি প্রবন্ধ লেখা হয়েছে। তারপাশে আরও একটি প্রবন্ধ লিখে দেওয়া হয়েছে। এর নিচে একটি বিষন্ন পৃথিবীর চিত্র আঁকা হয়েছে। যেখানে প্রকৃতিতে গাছপালা কম কিন্তু শিল্পকারখানা বেশি এটা বোঝানো হয়েছে।এর নিচেও দুটো প্রবন্ধ লেখা রয়েছে। দেয়ালিকাটির সবার নিচের দিকে নির্মল প্রকৃতির কয়েকটি চিত্র আঁকা রয়েছে। দেয়ালিকাটির ব্যাকগ্রাউন্ডে সবুজ রঙ করা হয়েছে। আমার মনে হয় যেহেতু এখানে পরিবেশ নিয়ে লেখা তাই সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কেনো চিত্র বা প্রবন্ধ সরাসরি বোর্ডে লেখা হয়নি।সবকিছুই কাগজে এঁকে বা লিখে নিয়ে তারপর আঠা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এজন্যই দেয়ালিকাটি দেখতে খুবই সুন্দর লাগছে।এই দেওয়ালিকাটি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে রাখা আছে।

IMG-20230825-WA0007.jpg
IMG-20230825-WA0008.jpg
IMG-20230825-WA0003.jpg
IMG-20230825-WA0004.jpg
IMG-20230825-WA0005.jpg
IMG-20230825-WA0002.jpg
IMG-20230825-WA0009.jpg

এই দেয়ালিকাটি তৈরীর উদ্দেশ্য হলো আমরা যেন পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হই।শহরে ও গ্রামে বর্তমানে সবথেকে বেশি প্লাস্টিকের ব্যবহার বেড়ে গিয়েছে। বাজারে যেকোনো খরচ করতে গেলে দেখা যাই যে সবাই প্লাস্টিকের ব্যাগে খরচ দেয়।আবার বিভিন্ন প্রক্রিয়াজাতকৃত খাবারও প্লাস্টিকের মোড়কের ভিতর দেওয়া থাকে। আর এখন আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে প্লাস্টিকের ওয়ান- টাইম-প্লেট ও ওয়ান-টাইম-গ্লাস ব্যবহার করি।আগে বিভিন্ন অনুষ্ঠানে কলাগাছের পটুয়ায় ভাত খাওয়ানো হত।যেগুলো ফেলে দিলে পঁচে যেত। কিন্তু এখনকার এই ওয়ান টাইম প্লেট ও গ্লাসগুলো প্লাস্টিকের হওয়ার কারণে পঁচে যায় ।কারণ এগুলোকে পঁচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো ভক্ষণ করতে পারে না।তাছাড়া প্লাস্টিকের বোতলে পানি বা সফট ড্রিংস পান করার পর আমরা বোতলগুলো যত্রতত্র ফেলে দেই। বাড়িতে গৃহস্থালির কাজেও আমরা প্লাস্টিকের দিকে বেশি ঝুঁকে পড়ছি।আর এগুলো পরে আমরা ফেলে দেই।প্লাস্টিক জাতীয় পদার্থ রিসাইকেল করে আবার বিভিন্ন সামগ্রী তৈরী করা যায়। একটি প্লাস্টিক জাতীয় পদার্থ পঁচতে ২০০ বছর সময় লাগে। তাছাড়া এগুলো সাগরে ফেলার ফলে পানি দূষিত হয় এবং সমুদ্রের তলদেশের প্রাণীদের জীবন সংকটে পড়ে।তাই আমাদের উচিৎ পরিবেশ বান্ধব পদার্থ ব্যবহার করা।

ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ
ডিভাইসরেডমি ১০ সি
ক্যামরা৫০ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@tamannafariah
লোকেশনভবের বাজার,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 10 months ago 

আমাদের চারপাশে যা আছে তাই আমাদের পরিবেশ। পরিবেশ দূষণ একটি মারাত্মক সমস্যা, আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন আপু, অনেক বিস্তারিত আলোচনা করেছেন। জনসচেতনতায় দোয়ালিকা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

প্রথমেই বলতে চাই পরিবেশ দূষন সম্পর্কে আপনি অনেক সুন্দর লিখেছেন।এমন দেয়ালিকা প্রত্যেক স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে করা হয়ে থাকে।আপনি যে দেয়ালিকাটির কথা লিখেছেন সেটা অনেক সুন্দর হয়েছে।ঠিকই বলেছেন প্লাস্টিকের ব্যবহার এ দেশে অনেক বছর ধরে চলে আসছে,পলি থেকে শুরু করে ওয়ান টাইম প্লেট বা গ্লাসের ব্যবহার দিনে দিনে বেড়েই যাচ্ছে।নিত্যদিনের কাজে সব কিছুতেই আমরা প্লাস্টিকের দিকে ঝুঁকে যাচ্ছি।যা আমাদের জীবনের জন্য ঝুঁকি।বাংলাদেশের প্রত্যেক নাগরিককে উচিৎ পরিবেশ দূষণ নিয়ে সচেতন থাকা।আপনি দেয়ালিকাটি নিয়ে ধাপে ধাপে সব গুলো অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন।আপনার উপস্থাপন ও ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ আপু।

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

Regards
@sohanurrahman (Moderator)
Steem For Tradition

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। পরিবেশ দূষণ রোধে আমাদের প্রত্যেকেরই উচিত প্লাস্টিক এর ব্যবহার কমিয়ে পাটজাত দ্রব্য বা দ্রুত পচনশীল কোন দ্রব্যের ব্যবহার করা। এসব ওয়ান টাইম প্লেট ও গ্লাস এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা আমাদের জন্য হুমকি স্বরূপ। প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্যের ক্ষতি সমূহ জেনেও আমরা এসব প্লাস্টিক পণ্যগুলো ব্যবহার করছি। যা থেকে আমাদের বিরত থাকা উচিত।আপনার পোস্টটি আমার অনেক ভালো লাগলো আপু। দেয়ালিকা চিত্রগুলো প্রতিটাই অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে।

Loading...
 10 months ago 

পরিবেশ দূষণ মানব সমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।পরিবেশ সথেকে বেশি দূষণ করে থাকে প্লাস্টিকের পন্য সমূহ।প্লাস্টিকের পাত্রে করে খাবার সংরক্ষণ করলে খাবারের মান অনেক কমে যায়। বর্তমানে নদী নাড়া গুলোতে প্রচুর ভাবে বোতল এবং পলিথিন ফেলার জন্য পানি দূষন হচ্ছে এর কারনে মৎস্য প্রজাতির অনেক ক্ষতি হচ্ছে। দেয়াল চিত্রের মাধ্যমে এই গুলো অনেক সহজ ভাবে মানুষকে বুঝানো যায়। আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপু।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15