স্বুস্বাদু ও মুচমুচে নারিকেল বড়ার রেসিপি

in Steem For Tradition10 months ago
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম বন্ধুগন।আশা করি সকলেই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি নারিকেলের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশা করি সবার রেসিপিটি পছন্দ হবে।

IMG-20230823-WA0012.jpg
নারিকেল বড়া

আমরা সবাই সাধারণত নারিকেলের পিঠা বা নারিকেলের নাড়ু খেয়ে থাকি। তবে নারিকেলের যদি বড়া বানানো হয় তাহলে কেমন হবে?হুম!আজ আমি নারিকেলের বড়ার একটি রেসিপি নিয়ে এসেছি।এই বড়াটি মিষ্টি স্বাদের হয়ে থাকে।আমার মা প্রায়ই বাসায় এ রেসিপিটি তৈরী করেন।এটি সাধারণত গরম গরম খেতে বেশি ভাল লাগে।নারিকেলের পিঠা তৈরী করা খুবই কষ্টকর ও সময়সাপেক্ষ একটি কাজ। তাই যারা কম সময়ের মধ্যে নারিকেল পিঠার স্বাদ পেতে চান তারা এই রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পারেন।সবথেকে মজার ব্যাপার হল এখানে নারিকেল আপনাকে ভেজেও নিতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক:

উপকরণসমূহঃ
উপাদানপরিমাণ
নারিকেল৩ টি
চালের শুকনো আটা৩ বাটি
চিনি১ বাটি
লবন১ চা চামুচ
কালোজিরা১ চা চামুচ
সয়াবিন তেল২৫০ গ্রাম
কার্যপদ্ধতিঃ
ধাপঃ১

প্রথমে নারিকেল গুলো কুরিয়ে নিতে হবে। এখানে আমি ৩ টি নারিকেল কুরিয়ে নিয়েছি এবং একটি পরিষ্কার পাত্রে রেখেছি।কুরানোর সময় আমি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখে নারিকেলগুলো কুরিয়েছি।

IMG-20230823-WA0037.jpg
ধাপঃ২

এরপর আমি এতে ৩ বাটি পরিমাণ শুকনো চালের আটা দিয়েছি।আটাগুলো প্রথমে একটু কম কম করে দিয়েছি।কারণ শুরুতেই বেশি আটা হয়ে গেলে বড়াটি খেতে ভাল হবে না।তাই সর্বমোট আমি ৩ বাটি আটা দিয়েছি।

IMG_20230823_175913.jpg
ধাপঃ৩

এরপর আমি এতে ১ বাটি পরিমাণ চিনি দিয়েছি।

IMG-20230823-WA0032.jpg
ধাপঃ৪

এরপর আমি এতে ১ চা চামুচ পরিমাণ লবন দিয়েছি।আমি যেকোনো মিষ্টি খাবারেই সামান্য হলেও লবন দেওয়ার চেষ্টা করি।এতে করে খাবারের স্বাদ বেড়ে যায়।

IMG-20230823-WA0031.jpg
ধাপঃ৫

এরপর আমি এতে এক চামুচ পরিমাণ কালোজিরা দিয়েছে। পিঠা জাতীয় খাদ্যে কালোজিরা দিলে সুন্দর একটি স্মেল আসে।

IMG-20230823-WA0028.jpg
ধাপঃ৬

এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণও পানি ব্যবহার করব না। কারণ নারিকেল থেকে যে দুধ বের হবে আর চিনি থেকে যে পানি বের হবে তা দিয়েই পিঠাটির খামির নরম হয়ে যাবে।ব্যাস পিঠা প্রস্তুতের সবগুলো ধাপ প্রায় শেষের দিকে এখন শুধু ভেজে নেওয়ার পালা।

IMG-20230823-WA0030.jpg
ধাপঃ৭

বড়া গুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম।এরপর কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম।কড়াই গরম হয়ে গেলে এতে আমি সয়াবিন তেল ঢেলে দিলাম।

IMG-20230823-WA0025.jpg
ধাপঃ৮

তেল গরম হয়ে গেলে আমি এতে বড়াগুলো ছেড়ে দিব।এখানে আমি বড়ার সাইজ গোল ও চ্যাপ্টা করে নিয়েছি।আপনারা চাইলে বিভিন্ন আকৃতির করে নিতে পারেন।

IMG-20230823-WA0026.jpg
ধাপঃ৯

বড়াগুলো তেলে দেওয়ার পর নিচের দিকে যখন লাল লাল ভাব চলে আসবে এখন এগুলো উল্টে দিতে হবে।

IMG-20230823-WA0021.jpg
ধাপঃ১০

দু'পাশেই এভাবে লাল লাল করে উল্টে দিতে হবে। দুই থেকে তিন মিনিটের মধ্যে বড়া গুলোর মধ্যে নিচের মতো সুন্দর একটি কালার চলে আসবে।তখন এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে।তুলে নিয়ে একটি পরিষ্কার শুকনো পাত্রে রাখতে হবে।

IMG-20230823-WA0019.jpgIMG-20230823-WA0018.jpg
IMG-20230823-WA0015.jpg
পরিবেশনঃ

সবগুলো বড়া একই উপায়ে ভেজে নেওয়ার পর আমি এগুলো একটি বাটিতে তুলে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য ছবি তুলে নিলাম। এরপর এগুলো আমি পরিবারের সদস্যদের সাথে গরম গরম উপভোগ করলাম। এই রেসিপিটির সবথেকে বড় সুবিধা হল এতে বেশি উপকরণ লাগে না এবং বাচ্চারাও এটা খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।

IMG-20230823-WA0010.jpg
রান্নার উপকারীতাঃ

নারিকেলে রয়েছে ভিটামিন- সি ও ভিটামিন-বি।তাছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম।নারিকেলে রয়েছে ফাইবার যা দীর্ঘসময় পেট ভরা রাখে।নারিকেল রক্তে ইনসুলিনের মাত্রা সঠিক রাখে।তবে বেশি নারিকেল খেলে সুগার লেভেল বেড়ে যেতে পারে।নারিকেলে ক্যালরি প্রচুর রয়েছে। তাই এটা অল্প সময়েই শরীরে শক্তি যোগায়।নারিকেল মাথার খুশকি কমায়।এটি ত্বকে নরমও রাখে।তাছাড়া এতে আমি কালোজিরা ব্যবহার করেছি।নবিজী বলেছেন, কালোজিরা হল মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। তাই এর উপকারিতা সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার দরকার নেই।

ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ
ডিভাইসরেডমি ১০ সি
ক্যামরা৫০ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@tamannafariah
লোকেশনভবের বাজার,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 10 months ago 

নারিকেলের পিঠা খেয়েছে এবং নাড়ু খেয়েছি। তবে নারিকেলের বড়া হয় এটা আমার কখনো জানাই ছিল না। আপনি ঠিকই বলেছেন ভাজা ছাড়াই অল্প সময়ে অনেক সুন্দর করে নারিকেলের বড়া রেসিপি তৈরি করেছেন। নারিকেলের এই রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই আমি বাসায় এই রেসিপিটি একদিন ট্রাই করবো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

নারিকেলের বড়া সত্যি অনেক মজাদার হয়ে থাকে, আমার খুবই পছন্দের খাবার এটি।মেহমানের সামনে উপস্থাপন বা নিজেরা উপভোগ করার আনন্দই অন্য রকম।আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে রেসিপি দিয়েছেন।যারা এটি পারেনা তাদের জন্য অনেক উপকারে আসবে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ।

 10 months ago 

নারিকেল দিয়ে বড়া বানানো হয়, আমিতো ভাবসি নারিকেল দিয়ে তেল পিঠা। মনে হয় অনেক সুস্বাদু হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন আপু। দেখেই খেতে ইচ্ছে করছে। একদিন আপনার রেসিপি ফলো করে বাসায় বানানোর চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

নারকেল এর নাড়ু ও বড়া খেতে আমার অনেক ভালো লাগে। আমার নানা বাড়িতে আমি প্রথম বার এর মতো এই বড়া খাই। আপনি আপনার রেসিপি পোস্টটি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপে ধাপে সাজিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন আপু।গরম গরম বড়া খেতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

Feedback / Observation

নারিকেলের বড়ার রেসিপি টা আমার খেতে অনেক ভালো লাগে। আমার মা মাঝে মাঝে এই নারিকেল বড়া তৈরি করে থাকেন। যা খেতে অনেক সুস্বাদু ও মজাদার।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 10 months ago 

ধন্যবাদ।