বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন

in Steem For Tradition2 years ago
আসালামু আলাইকুম
ঐতিহ্যমূলক পোস্ট
🤗Hello Bloggers 🤗

🌟 বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন🌟
🚅 কমলাপুর রেলওয়ে স্টেশন🚅

IMG20230222221759.jpg

আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর স্টেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

বাংলাদেশের একমাত্র এবং সবথেকে বড় স্টেশন এটি বাংলাদেশের একমাত্র বড় স্টেশন হয় এই স্টেশনে রয়েছে প্রায় আটটারও অধিক প্ল্যাটফর্ম। স্টেশনের প্রবেশ মুখে রয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে কয়েকজন পুলিশ। তারা নিয়মিত স্টেশনে আসা যাত্রী এবং অন্যান্য মানুষদেরকে তদারকি এবং নিরবতা প্রদান করতেছে।

IMG20230222221855.jpgIMG20230222221915.jpg

আমি থাকি হচ্ছে ফার্মগেট এলাকায় এবং ফার্মগেট এলাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন বেশি দূরে না হওয়ায় যেতে প্রায় কম সময় লাগে। তবে ফার্মগেট এলাকা থেকে স্টেশনে দূরত্ব মোটামুটি ৫ কিলোমিটার এবং বাসে করে যেতে সময় লাগে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট। ঢাকা শহরের যে রকম যানবাহনের জাম লাগে সে অনুযায়ী যেতে মোটামুটি একটু সময় লাগে। তবে বাসের ভাড়া জনপ্রতি 15 টাকা।

IMG20230222222641.jpg

IMG20230222221955.jpg

বাংলাদেশ রেল যোগাযোগে বর্তমানে অনেক নতুন নতুন ট্রেনের বগি যুক্ত হয়েছে। যার ফলে দূরের সফর গুলো মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় হাজারো মানুষ তাদের নিজ নিজ গন্তব্য এবং কর্মস্থলে পৌঁছে যাচ্ছে। ট্রেনের মাধ্যমে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক আন্তঃনগর ট্রেন প্রবেশ এবং এই স্থান থেকে ছেড়ে যায়।

আপনাদের সুবিধার জন্য আমি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেসব ট্রেন তাদের গন্তব্যস্থলে এবং সময়সূচী একটা স্ক্রিনশট দিয়ে দিলামঃ

IMG_20230327_022515.jpg

Screenshot taken from this website:

তবে আমার কাছে ট্রেন জার্নি খুবই ভালো লাগে। কারণ ট্রেনের মধ্যে খোলামেলা হাঁটা চলাফেরা এবং খাবার দাবার শহর প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। তবে বাসের মধ্যে সেই সব সুবিধা পাওয়া যায় না। আমার মতে সব থেকে সুন্দর এবং সেভ জার্নি হচ্ছে এই ট্রেন। আমি মোটামুটি ঢাকা থেকে যখন দিনাজপুরে যাই তখন ট্রেনের মাধ্যমেই যাতায়াত করি। যার ফলে ট্রেনের সকল সুবিধা এবং ট্রেন বিষয়ক বেশ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করতে পারতেছি।

IMG20230222222549.jpgIMG20230222222602.jpg

IMG20230222222544.jpg

ধন্যবাদ সকলকে আমার পোস্টে করার জন্য। আশা করি আজকের পোস্টে আপনাদের ভালো লাগবে। সবাইকে বিদায় জানিয়ে আমি আমার পোস্ট এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
 2 years ago 

বাংলাদেশের সবচেয়ে জনবহুল ও বড় স্টেশন হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন। যা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত।এই স্টেশন থেকে বলা চলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাওয়া যায়। কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ছবিগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

কমলাপুর বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। বছরে বেশ কয়েকবার সেখানে যাওয়ার সুযোগ হয়। সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগে ষ্টেশনটি। সবচেয়ে বড় স্টেশন নিয়ে অনেক ভালো লিখেছেন ভাই।শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

কমলাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই স্টেশনে আটটি প্ল্যাটফর্ম রয়েছে। তবে এই স্টেশন আমার নিজ চোখে কখনো দেখা হয়নি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন ভাই। অসাধারণ হয়েছে আপনার পোস্ট। ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

কমলাপুর রেলওয়ে ষ্টেশন হচ্ছে খুবই জনবহুল এবং বড় মূল স্টেশন, এখান থেকেই সমস্ত ট্রেন চলাচল এর শেষবিন্ধু মানে কেন্দ্রবিন্ধু। সমস্ত আন্তঃনগর সমস্ত ট্রেন কমলাপুর থেকেই ছেড়ে যায় এবং কমলাপুর এসেই শেষ হয়। যেমন, সিলেট অভিমুখী জয়ন্তীকা এক্সপ্রেস এবং খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস এবং চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস এবং রাজশাহী অভিমুখী বনলতা এক্সপ্রেস এবং পঞ্চগড় অভিমুখী, দ্রুতযান এক্সপ্রেস ও লালমনি অভিমুখী লালমুনি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়মিত চলাচল করে, আমি শুধু একটি করে ট্রেন এর নাম বললাম, এগুলোর মূল গন্তব্য হচ্ছে কমলাপুর এখান থেকেই যাত্রা এর সুত্রপাত এবং ওখানেই সমাপ্তি। সাড়া বাংলাদশে ২২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে এবং লোকাল তো আছেই। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 
কমলাপুর রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। এখান থেকে প্রচুর যাত্রী বিভিন্ন জেলায় যায়। আপনার মত আমারও ট্রেনের জার্নি পছন্দ। ট্রেনে জার্নি করতে অপেক্ষাকৃত কম সময় লাগে। এবং চারিদিকে পরিবেশ ও খুব সহজে দেখা যায়। ট্রেনের জার্নি অনেক আরামদায়ক হয়। কমলাপুর রেলস্টেশন বাংলাদেশের সকল ট্রেন থামার ও চলার কেন্দ্রস্থল। কমলাপুর রেলস্টেশন নিয়ে আপনি অনেক সুন্দর একটি কনটেন্ট তৈরি করেছেন। আপনার তোলা ছবিগুলো অসম্ভব সুন্দর। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।
 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

কমলাপুর রেইলস্টেশন দেখতে অনেক সুন্দর ভাইয়া।অনেক মানুষের সমাগম দেখতে পাওয়া যায়।বাংলাদেশের ট্রেন জার্নি সবথেকে সেভ ধরা হয়ে থাকে ভাই। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন ভাইয়া। অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন হলো কমলাপুর রেলস্টেশনে। ট্রেনের জার্নি আমার বেশ ভালোই লাগে। আমি অনেক কয়েকবার ট্রেনে জার্নি করেছি।তবে কমলাপুর রেলস্টেশনে আমি কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে আমি কমলাপুর রেলস্টেশনে সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আপনার তোলা ছবি গুলো ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

কমলাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে আপনার তোলা ছবিগুলো অনেক চমৎকার হয়েছে। আপনার পোস্ট গুলো বরাবরই অনেক ভালো হয়ে থাকে। পোস্ট কোয়ালিটি বলতে গেলে অসাধারণ। কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। শুভকামনা রইলো আপনার জন্য 🖤

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

কমলাপুর রেলস্টেশন নিয়ে আপনি খুবই সুন্দর একটি পোস্ট করেছেন। বর্তমানে এই রেল স্টেশনটি অত্যন্ত পরিপাটি এবং পরিচ্ছন্ন। আমি যে কয়েকবার এই স্টেশনে গিয়েছি সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আপনার তোলা ছবিতে খুবই কম ভীড় দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন। আমাদের মাঝে অনেকে রয়েছে যারা জানে না আমাদের দেশের মধ্যে সবথেকে বড় স্টেশন কোনটি। আপনার পোস্টের মাধ্যমে তারা অনায়াসে জানতে পারবে আমাদের দেশের সব থেকে বড় স্টেশন সম্পর্কে। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উপস্থাপনা পেশ করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61963.30
ETH 2416.68
USDT 1.00
SBD 2.67