সোনারগাঁও এবং পানাম নগর ইতিহাস

in Steem For Tradition2 years ago
সোনারগাঁও এবং পানাম নগর

image.png

Source

সোনারগাঁও এবং পানাম নগর ইতিহাসের সব থেকে পুরনো এবং প্রাচীন একটি শহর। যেগুলোতে বাংলার ইতিহাস জড়িত রয়েছে এবং বাংলাদেশের মানুষের জন্য তাদের আদি ইতিহাস হিসেবে এটিই একমাত্র প্রাচীন শহর।

একসময়ের বাংলার রাজধানী এই সোনারগাঁও।বাংলাদেশের প্রাচীন শহর গুলোর মধ্যে সোনারগাঁও পানাম নগর অন্যতম। একসময় এই জায়গাটি বাণিজ্য নগরী হিসেবে খ্যাত ছিল। তখনকার সময়ের বড় বড় ব্যবসায়ীরা এই অঞ্চলের থাকতো। সোনারগাঁওয়ের মসলিম শাড়ি সারা দুনিয়ায় খুবই খ্যাতি অর্জন করেছিল। প্রাচীন এই নগরটির নামকরণ হয়েছে সুবর্ণগ্রাম নাম থেকে। তবে অনেকের মতে বার ভুঁইয়ার প্রধান ঈসাখার বিবি সোনা বিবির নামে নামকরণ করা হয়েছে।

সোনারগাঁয়ে দেখার মতো বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। লোক ও কারুশিল্পের জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল এবং জয়নুল আবেদীনের স্মৃতি জাদুঘর। বাংলার তাজমহল ছাড়া সবকিছুই মোটামুটি কাছাকাছি সুতরাং অল্প সময়ের মধ্যে তিনটি স্থানে ভ্রমণ করা সম্ভব।

image.png

Source

সোনারগাঁও এবং পানামনগর এসবে কখনো যাওয়া হয়নি। তবে একবার হলেও ভ্রমণ করার ইচ্ছা আছে। তবে জায়গাটা দেখতে খুবই সুন্দর এবং প্রাচীন জায়গায় হিসেবে ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর। প্রতিদিন প্রায় হাজারো ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে ভ্রমণ করে।

আমার মতে এই জায়গাটি একবার হলেও ভ্রমন করা দরকার। কারণ এক সময়ে এই অঞ্চলটি বাংলার রাজধানী ছিল এবং ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক অঞ্চলে সমৃদ্ধ। বাংলার রাজধানী হিসেবে জায়গাটি অনেক সুন্দর এবং প্রাচীন সময়ের অনেক নিদর্শন এই জায়গাটিতে পাওয়া যায়। তবে বেশিরভাগ জিনিসপত্র এখন জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

Sort:  
 2 years ago 

অনেক চমৎকার কিছু বিষয় তুলে ধরেছধরেছেন এই পোস্টটির মাধ্যমে। সোনারগাও নিয়ে এত কিছু জানা ছিল না আজকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

সোনারগাঁও ও পানাম নগরের ইতিহাস পড়ে অনেক ভালো লাগলো। প্রাচীনকালে এখানে বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীরা সোনারগাঁও থাকত। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আমার জানামতে মূলত মোঘল আমল থেকে এই সোনারগাঁও বাংলাদেশের বলতে গেলে বাংলার সব থেকে বড় রাজধানী ছিল। এছাড়াও সোনারগাঁও দুইবার বঙ্গদেশের রাজধানী ছিল। আমার মনে হয় পড়েছিলাম সোনার গাঁয়ের রাস্তার পাশাপাশি স্থাপত্য শিল্প গুলো খুব অনন্য ও অমায়িক। সোনারগাঁও রাজধানী থাকা কালে সব থেকে বড় ব্যবসা যেগুলো ছিল সেগুলো হলো মুসলিম কাপড় ও বিভিন্ন প্রকার মসলা। খুব সুন্দর লিখেছেন আপনি খুব ভালো লাগলো পোস্টটি পড়ে ভাই ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub75 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

অনেক সুন্দর একটি জায়গা। আমার ও অনেক ইচ্ছে এই জায়গা থেকে ঘুরে আসার কিন্তু সময় পাচ্ছি না। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago (edited)

সোনারগাঁও এবং পানাম নগর এর ইতিহাস পড়ে অনেক ভালো লাগলো। অনেক অজানা বিষয় জানতে পারলাম। এসব ইতিহাস পড়ে ভালো লাগার পাশাপাশি অনেকসময় আবেগ কাজ করে। খুব সুন্দর লিখেছেন ভাই শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

সোনারগাঁও ও পানাম নগর এর ইতিহাস পড়ার পর অনেক ভালো লাগলো।এত সুন্দর তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

সোনারগাঁও এবং পানামনগর এসবে কখনো যাওয়া হয়নি। তবে একবার হলেও ভ্রমণ করার ইচ্ছা আছে।

একই কথা আমারও, আমার বাংলাদেশের অনেক দর্শনীয় জায়গায় কখনও যাওয়া হয় নি৷ একবার যাওয়ার ইচ্ছে আছে সব জায়গায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67