বিভিন্ন ধরনের ফল নিয়ে সিলেট শহরে কাটানো মুহূর্ত

in Steem For Tradition2 years ago
আসালামু আলাইকুম
সিলেট শহর
🤗Hello Bloggers 🤗

🌟 সিলেট শহর🌟

Black & Beige Minimalist Elegant Monogram Initials Logo.png

আসসালামু আলাইকুম ও আদাব। সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমি সিলেটের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি এবং আমার পোস্টের মাধ্যমে সুস্পষ্টভাবে সুন্দর সুন্দর স্থানের বর্ণনা দিয়েছে। আজকে আমি একটি ফলের দোকান সম্পর্কে আপনাদের সামনে বলব আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।

সিলেটে ঘুরতে ঘুরতে আমি এক ফলের দোকানে যাই।সেখানে গিয়ে আমি কিছু ফল কিনে নেই।ফলের দোকানটি একদম রাস্তার ধারে ছিল।আমাদের দেশে বিভিন্ন প্রকার পেশার মানুষ থাকে তাদের মধ্যে এই ফল বিক্রেতা তারা হল অন্যতম।ফল বিক্রেতার সঙ্গে আমি সেখানে কিছুক্ষণ কথোপকথন করলাম ফল নিতে নিতে। তিনি আমাকে জানালেন যে তিনি সকাল প্রায় আটটার দিকে দোকান খুলেন এবং রাত দশটার দিকে দোকান বন্ধ করে যান।

received_3179782382315187.jpegreceived_120722184308759.jpeg

সিলেট শহরে আমি বেশ ভালো সময় কাটিয়েছি, কয়েকদিন ধরে।তার ভিতরে কিছু ফল খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই ফলের দোকানে গিয়েছিলাম।সেখানে আমি বেশ ভালো ভালো ফল দেখতে পাই।লোকটি আমাকে জানিয়ে ছিলেন যে সেখানকার অনেকগুলো ফল ওই নাকি পাহাড় থেকে নেওয়া হয়েছে।আসলে এসব পাহাড়ে নাকি অনেক ফল উৎপন্ন বা উৎপাদন করা হয়।সিলেট শহর চায়ের জন্য বিখ্যাত আমি জানতাম না যে এখানে ফল ও উৎপাদন করা হয় বেশ ভালই।

received_899270291342430.jpegreceived_532707535689342.jpeg

সেই ফল বিক্রেতার দোকানে এক কোনায় আমি কিছু তিন ফল দেখতে পাই। তিম ফল আমাদের ভেতর অনেকেই চিনেন এটি হলো মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআনে বর্ণিত একটি ফল।এই ফলের অনেক গুণ রয়েছে অনেক রোগের চিকিৎসায় এই তিন ফল ব্যবহার করা হয়। যেমন,পাইলস। আবার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে তিন ফল খাওয়া যায়।এতে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায়।যাইহোক আমি একটি তিন ফল হাতে নিলাম এবং সেখানে একটি ছবি তুলে নিলাম।


received_2448253732011295.jpegreceived_547914714097065.jpeg

দোকানটিতে আরো বেশ বাহারি রকমের ফল ছিল। ফলগুলো দেখে খেতে ইচ্ছে করতেছিল খুব।কিছু ফল আমি সেখান থেকে কিনে নিলাম।আসলে সিলেট শহরের এইদিকে রাস্তার ধারে বেশ অনেকগুলোই ফলের দোকান রয়েছে। এসব ফল খেতে খুব মিষ্টি ও সুস্বাদু হওয়ার কারণে অনেকেই এসব দোকানগুলো থেকে ফল কিনে নিয়ে যায় বাড়িতে।


এই ছিল সিলেট শহরের ফল ও একটি ফলের দোকান সম্পর্কে কিছু বিবরণী। আসলে সিলেট শহর হল এক অন্যরকম নান্দনিক ও অপরূপ সৌন্দর্যের একটি জায়গা।আর এখানকার জিনিসগুলো অনেক ভালো।


ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
 2 years ago 

সিলেট শহরের এই ফলের দোকান সম্পর্কে আপনি খুব সুন্দর পোস্ট করেছেন আমাদের মাঝে। এসব ফলের দোকান আমাদের আশেপাশে অনেক দেখা যায় বিশেষ করে রাস্তার ধারে। ফলের দোকানগুলোতে বিভিন্ন রকম ফল পাওয়া যায়।সিলেট শহরের এসব ফল নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

😀 আর কিছু বলব নাহ থাক 😀

 2 years ago 

সিলেটের পাহাড়ি অঞ্চলের ফল খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু। রাস্তার ধারে ফলের দোকানের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি ফল মূল নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন। এসব ফলমূল সবাই খেতে ভালোবাসে। বিশেষ করে আমি শুকনা খেজুর খেতে ভালোবাসি। আপনার পোস্টের মাধ্যমে তিন ফল দেখতে পাইলাম।তিন ফল এর আগে কখনো দেখা হয় নাই। এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ ভাই

 2 years ago 

চা এর শহরে ফল, শুনতেই ভালো লাগলো। ফল নিয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ভাই , সিলেটে যে ফল উৎপাদন হয় তা আজ প্রথম জানলাম, জেনে অনেক ভালো লাগলো। অবশ্যই ফলগুলো মনে হয় অনেক সুস্বাদু লেগেছিল। অসংখ্য ধন্যবাদ ভাই সিলেটের ফল নিয়ে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 2 years ago 

চায়ের রাজ্য সিলেট বলে সকলে জানি আমরা। এই স্থানে সব থেকে বেশি চা উৎপাদিত হয়ে থাকে। তবে চায়ের পাশাপাশি যে ফলমুলও উৎপাদিত হয় এটি আমার জানা ছিল না। সিলেট একটি অসাধারণ স্থান যা ভ্রমণের জন্য উপযোগী। ভ্রমণ রশিকরা এই স্থান সকলে বেশ পছন্দ করে থাকে।ফলমূল পছন্দ করে নাই এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। সকলে ফলমূল খেতে বেশ পছন্দ করে রাস্তার ধারে এই ফলের দোকানগুলো দেখতে অসাধারণ লাগে। এই দোকানগুলোতে সব ধরনের ফলমূল পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 2 years ago 

বিভিন্ন ধরনের ফল দেখতে এবং খেতে অনেক ভালো লাগে। সিলেটের বিভিন্ন ফলের দোকান নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। তিন ফল সম্পর্কে অনেক কিছু লিখেছেন আপনি।খুব ভালো লাগলো শুভকামনা রইল ভাই আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বিভিন্ন ধরনের ফল মুল নিয়ে অসাধারণ একটা পোস্ট করেছেন,সিলেটের ফল মুল খেতে অনেক সুস্বাদু হয়, আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই, আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

সিলেট শহরের সবথেকে সুন্দরতম দৃশ্য হলো তাদের দোকান নিয়ে কেউ কোনো প্রকার টেনশন করেনা।তাদের সবকিছুই হেফাজতে থাকে। সিলেটের মানুষ ইসলাম প্রেমিক হওয়ায় কেউ অন্য কারো জিনিস চুরি করে না। দোকান গুলো অনেক সকালবেলা খুলে থাকে যেমন আপনি বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর দোকান সম্পর্কে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61963.30
ETH 2416.68
USDT 1.00
SBD 2.67