,,,,চুন দিয়ে জন্ডিস নিরাময়ের উপায়,,

in Steem For Tradition10 months ago

আসলাম আলাইকুম
আমি @shahin05

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একেবারেই নতুন একটি বিষয়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক:


সাধারণত সবার এ জন্ডিস নামক রোগটা হয়ে থাকে। তবে এটি ভিতরে ভিতরে হয়ে থাকে। কিন্তু আমরা সেটা বুঝি না। কয়েকদিন পর সেটা আসলে বোঝা যায়। এরকম অবস্থা আমারও হয়েছিল।। হওয়ার পর ডাক্তারের চিকিৎসা মতো ঔষধ নিছিলাম। কিন্তু গ্রামের অনেক মানুষ এ বলতো জন্ডিস নাকি ঘসলে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই তাদের কথা মতো খুব সকালবেলা আমাদের পাশের গ্রামের একটি বাড়িতে গেলাম। কারণ সেখানে জন্ডিস ঘসা হয়। সেখানে যাওয়া পর দেখলাম কিছু চুন একটি পাতিল এর মধ্যে আছে।


20230812_220200.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সেই চুনগুলো দেখতে প্রায় সাধারণ চুন এর মতো এ দেখা যায়। কিন্তু আসলে সেগুলো সাধারণ চুন হলেও তার মধ্যে কি জানি দিয়ে দেয় তারা। যেটার মাধ্যমে শরীল এ লাগালে শরীল এর মধ্যে যদি মাটিয়া জন্ডিস হয় । তাহলে খোলা পানি বের হবে। আর যদি এমনি হয় তাহলে নাকি হলুদ পানি বের হবে। সেটা শুনে আমার প্রথমে বিশ্বাস হয় নাই। কিন্তু পরে নিজের চোখে সেটা দেখলাম।

20230812_220913.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সেখানে প্রথমে একটি মানুষ বসে পড়লো। মানুষটি বসার সাথে সাথে চুনগুলো তার দুহাত এ লাগিয়ে নিলো। কিছুসময় সেগুলো ডলাডলি করতে থাকলো। একটু পর সেখানে পর্দা করা একটি মহিলা চলে আসলো।

20230812_220916.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সেখানে আসার পর কিছু দোয়া পড়ার সাথে সাথে তার হাতে পানি দিতে থাকলো। তার সাথে সেগুলো ভালোভাবে ধুয়ে ফেলতে লাগলো। হাতদুটো যখন সম্পূর্ণ ভাবে পরিষ্কার করা হলে তখন মানুষটি

20230812_221002.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তার মাথার মধ্যে চুন দিয়ে ঘষতে লাগলো কিছু সময় ঘষার পর আবার ও তার মাথা ভালোভাবে ধুয়ে দিলো। এইরকম ভাবে সাতদিন ধুয়ে দেয়। ধুওয়ার সাথে সাথে বাড়িতে খাওয়ার জন্য কিছু গাছগাছড়া ঔষধ দিয়ে থাকে।এভাবেই সাতদিনের মধ্যে জন্ডিস কিছুটা হলেও কমে যায়।

SamsungA03s
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার দেখানো পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থ দান করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


সবাইকে ধন্যবাদ
Sort:  
 10 months ago 

চুন দিয়ে জন্ডিস ঝারা আমাদের এলাকা তে প্রচলিত আছে। তবে এই পদ্ধতিতে ঝাড়লে জন্ডিড ভাল হয়ে যায়। গোটা শরীরে চুন লাগিয়ে ঝারা হয়। চুন দিয়ে জন্ডিস ঝারা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 10 months ago 

ধন্যবাদ ভাই,,,

 10 months ago 

চুন দিয়ে জন্ডিস প্রতিরোধ করা হয় গ্রাম অঞ্চলে কবিরাজ দিয়ে। আমাদের এদিকে ও এই চুন দিয়ে জন্ডিস প্রতিরোধ করা হয়। সমস্ত শরীরে চুন মেখে পরে তা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এতে গায়ে চুন মেখে পানি দিলে তা হলুদ রং এর হয়ে যায়।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

চুন দিয়ে জন্ডিস প্রতিরোধের অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাইয়া। এই পদ্ধতি আমার কাছে একবার এই নতুন। এভাবে যে জন্ডিসের চিকিৎসা করা হয় সেটা আমার জানা ছিল না। আমার বড় আব্বু ও জন্ডিসের চিকিৎসা করে তিনি দুবা ঘাস এবং কচুর পাতা দিয়ে জন্ডিস ঝেরে দেয়। নতুন একটি পদ্ধতি জানতে পেড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

চুন দিয়ে জন্ডিস নিরাময় এটি গ্রামের একটি পুরাতন কবিরাজি চিকিৎসা। কবিরাজ চুন দিয়ে জন্ডিস রোগীকে চিকিৎসা করে থাকে, এমন কি আমার দেখা মতে অনেকে শুনেছি ভালো হয়েছে কিন্তু কতটা সত্য সেটা আমার জানা নেই।ডিজিটাল যুগে সে অনেকে এগুলো বিশ্বাস করে থাকে। তবে আমার এই চিকিৎসা বিশ্বাস হয় না।এই ভ্রান্ত ধারণা থেকে মানুষের বের হয়ে আসা উচিত।ডাক্তারের কাছে না গিয়ে গ্রামের কিছু বৃদ্ধ লোক আছে এই কবিরাজকে বিশ্বাস করে, বিশ্বাস করার ফলে তাদের ভূল চিকিৎসায় নিয়ে অনেকে মৃত্যু শরণাপন্ন হয়ে পড়ে। আপনি অনেক দারুন লিখছেন অনেক ধন্যবাদ ভাই।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

চুন দিয়ে জন্ডিস নিরাময়ের উপায় সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমার মনে হয় এ ধরনের ধারণা ভিত্তিহীন। কেন জানি এই বিষয়টি আমার কাছে অসম্পূর্ণ মানে হচ্ছে। আসলে জন্ডিস হলে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের কুসংস্কারের আশ্রয় নেওয়া হয়। তবে এতে ফল আদৌ পাওয়া যাবে কিনা এ সম্পর্কে আমার কোন ধারণা নেই। আমি কোনদিনও সামনাসামনি এ ধরনের কাজ দেখিনি।তবে এ সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ

ভাই আপনি সময় করে আমাকে এক সময় নক দিয়েন।

 10 months ago 

ওকে ভাইয়া,,

 10 months ago 

বর্তমান সময়ে মানুষ আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করতে বেশি আগ্রহী। অনেক প্রাচীনকালে এই পদ্ধতি প্রচলিত থাকলেও এখন মানুষ এই পদ্ধতি মানতে চায় না। এই ধাপ গুলো আমাদের গ্রামের একজন অবলম্বন করে চিকিৎসা করেন কিন্তু আমার কোনো বিশ্বাস হয় না। তারা বলে সাত দিনে জন্ডিস ভালো হবে কিন্তু আমার কাছে মনে হয় এই পদ্ধতির থেকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাই ভালো।

 10 months ago 

ধন্যবাদ ভাই

 10 months ago 

আমার মতে এগুলো সব কুসংস্কার। বর্তমানে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে আর এই বিজ্ঞানের যুগে এসব বিশ্বাস করা কুসংস্কার ছাড়া আর অন্য কিছু না। আর আমি আপনার কাছে এই পদ্ধতি প্রথম শুনলাম গ্রামে অবশ্য অনেকবারই শুনেছি যে এইভাবে জন্ডিস ধরা হয়।কিন্তু জানতাম না যে ঠিক চুন দিয়ে করা হয়। তবে চুন দিয়ে জন্ডিস ঝাড়ার পদ্ধতি নিয়ে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14