SFT-school এর তৃতীয় ক্লাস মার্কডাউনের ব্যবহার
মার্কডাউনের ব্যবহার
Teacher: @shihab24
মার্কডাউন সাধারণত পোষ্টের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আমরা সবাই মোটামুটি পোস্ট করতে পারি কিন্তু পোস্টের সৌন্দর্য বৃদ্ধিতে মার্ক ডাউন খুব একটা ব্যবহার করতে পারি না। তবে অনেক ক্ষেত্রে হয় মার্কডাউন কি সেটাই বুঝিনা। একটি পোস্ট শুধু লিখলেই হবে না সেটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনার ফলে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং পোষ্টের মান বৃদ্ধি পায়। তাই আমাদের সকলেরই পোষ্টের মান এবং সৌন্দর্য বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার শিখতে হবে।
হেডলাইন
লেখা শুরুতে শিরোনাম এবং হেডলাইন দেওয়ার জন্য হ্যাশ ট্যাগ # ব্যবহার করা হয় এবং এই ত্যাগের মাধ্যমে আপনি যেই বাক্যটিতে এটি প্রয়োগ করবেন সেটি সাধারণের চেয়ে একটু বড় এবং গাঢ় হবে। যার ফলে আপনি সেটিকে পাঠকের সামনে ভালোভাবে উপস্থাপন এবং ফুটিয়ে তুলতে পারবেন। আপনি ধীরে ধীরে যতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন তার মাধ্যমে সেই লেখাটি ধীরে ধীরে ছোট হতে থাকবে। তবে খেয়াল রাখতে হবে ছয়টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না হ্যাশট্যাগ দেওয়ার পর একটা স্পেস দিতে হবে।
উদাহরণস্বরুপ:
হেডলাইন ১
হেডলাইন ২
হেডলাইন ৩
হেডলাইন ৪
হেডলাইন ৫
হেডলাইন ৬
উপরোক্ত হেডলাইন গুলি নিম্নোক্ত ভাবে তৈরি করা হয়েছে:
# হেডলাইন ১
## হেডলাইন ২
### হেডলাইন ৩
#### হেডলাইন ৪
##### হেডলাইন ৫
###### হেডলাইন ৬
হেডলাইন তৈরির আরেকটি উপায় (শুধুমাত্র H1 এবং H2)
< h1>হেডলাইন </ h1>
টেক্সট
আপনি অনেকগুলি জিনিস টেক্সটের সাথে করতে পারেন। স্টিমিট সম্পর্কিত প্রবন্ধ লেখার সময় আপনি আপনার টেক্সটকে জাস্টিফাই করতে পারেন।
জাস্টিফাই টেক্সট
<div class="text-justify">
মার্কডাউন সাধারণত পোষ্টের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আমরা সবাই মোটামুটি পোস্ট করতে পারি কিন্তু পোস্টের সৌন্দর্য বৃদ্ধিতে মার্ক ডাউন খুব একটা ব্যবহার করতে পারি না। তবে অনেক ক্ষেত্রে হয় মার্কডাউন কি সেটাই বুঝিনা। একটি পোস্ট শুধু লিখলেই হবে না সেটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনার ফলে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং পোষ্টের মান বৃদ্ধি পায়। তাই আমাদের সকলেরই পোষ্টের মান এবং সৌন্দর্য বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার শিখতে হবে। আউটপুট হবে: (টেক্সট জাস্টিফাই কমান্ড ছাড়া: > ) মার্কডাউন সাধারণত পোষ্টের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আমরা সবাই মোটামুটি পোস্ট করতে পারি কিন্তু পোস্টের সৌন্দর্য বৃদ্ধিতে মার্ক ডাউন খুব একটা ব্যবহার করতে পারি না। তবে অনেক ক্ষেত্রে হয় মার্কডাউন কি সেটাই বুঝিনা। একটি পোস্ট শুধু লিখলেই হবে না সেটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনার ফলে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং পোষ্টের মান বৃদ্ধি পায়। তাই আমাদের সকলেরই পোষ্টের মান এবং সৌন্দর্য বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার শিখতে হবে। কোনসময় আপনার কোনোকিছু দুটি ভাষায় অথবা দুটি ঘরে লেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করবেন:
</div>
মার্কডাউন সাধারণত পোষ্টের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আমরা সবাই মোটামুটি পোস্ট করতে পারি কিন্তু পোস্টের সৌন্দর্য বৃদ্ধিতে মার্ক ডাউন খুব একটা ব্যবহার করতে পারি না। তবে অনেক ক্ষেত্রে হয় মার্কডাউন কি সেটাই বুঝিনা। একটি পোস্ট শুধু লিখলেই হবে না সেটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনার ফলে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং পোষ্টের মান বৃদ্ধি পায়। তাই আমাদের সকলেরই পোষ্টের মান এবং সৌন্দর্য বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার শিখতে হবে।
দুটি ঘরে টেক্সট সারিবদ্ধ করার ক্ষেত্রে কমান্ড:
<div class="pull-left">
মার্কডাউন সাধারণত পোষ্টের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আমরা সবাই মোটামুটি পোস্ট করতে পারি কিন্তু পোস্টের সৌন্দর্য বৃদ্ধিতে মার্ক ডাউন খুব একটা ব্যবহার করতে পারি না। তবে অনেক ক্ষেত্রে হয় মার্কডাউন কি সেটাই বুঝিনা। একটি পোস্ট শুধু লিখলেই হবে না সেটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনার ফলে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং পোষ্টের মান বৃদ্ধি পায়। তাই আমাদের সকলেরই পোষ্টের মান এবং সৌন্দর্য বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার শিখতে হবে।
</div>
<div class="pull-right">
মার্কডাউন সাধারণত পোষ্টের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আমরা সবাই মোটামুটি পোস্ট করতে পারি কিন্তু পোস্টের সৌন্দর্য বৃদ্ধিতে মার্ক ডাউন খুব একটা ব্যবহার করতে পারি না। তবে অনেক ক্ষেত্রে হয় মার্কডাউন কি সেটাই বুঝিনা। একটি পোস্ট শুধু লিখলেই হবে না সেটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনার ফলে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং পোষ্টের মান বৃদ্ধি পায়। তাই আমাদের সকলেরই পোষ্টের মান এবং সৌন্দর্য বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার শিখতে হবে।
</div>
ফলাফল:
কিভাবে মাঝখানে টেক্সট লেখবেন:
আপনাকে এই কমান্ডটি যোগ করতে হবে
<center>এখানে টেক্সট লিখুন</center>
কিভাবে লিংক যোগ করবেন
আপনি চাইলে ক্লিক করতে সক্ষম এমন লিংক যোক করতে পারেন। এতে আপনার পোস্টের সৌন্দর্য বাড়বে এবং পোস্ট তথ্যবহুল হবে।
- যখন আমরা স্টিমিটে কোন নাম যোগ করি, সেই নামের পূর্বে
@
, ব্যবহার করি। এরফলে আমরা নামে ক্লিক করলেই আমরা সেই একাউন্টে ভিজিট করতে পারব। (sft-school এর স্টিমিট পেজে ঢুকতে) @sft-school - আমরা যখন কোনও লিঙ্ক যুক্ত করি তখন এটি স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃত হয় এবং ক্লিকযোগ্য হয়
https://steemit.com/@sft-school
> > https://steemit.com/@sft-school - আমরা শব্দের অথবা বাক্যের পিছনে লিংক লুকাতে পারি
[এক শব্দের লিংক](https://steemit.com/@sft-school)
ফলাফল >>
এক শব্দের লিংক
টেবিল
আপনি দুটি পদ্ধতিতে টেবিল তৈরি করতে পারেন। আমি আপনাকে সহজ উপায়টি দেখাব
টেবিল তৈরির সহজ উপায়
নিচে প্রদত্ত কমান্ডটি কপি পেস্ট করুন এবং প্রয়জনমতো হেডার এবং সেল বসিয়ে নিন।
হেডার ১ | হেডার ২
--------- | ----------
সেল ১ | সেল ২
ফলাফল >>
হেডার ১ | হেডার ২ |
---|---|
সেল ১ | সেল ২ |
লাইন ব্রেক
কিছু সময় আছে যেখানে আমাদের বাক্যের মধ্যে একটি অতিরিক্ত লাইন বিরতির প্রয়োজন।
আমরা <br>
এই কোডটি ব্যবহার করতে পারি অতিরিক্ত লাইন বিরতির জন্য।
যেভাবে ভিডিও যোগ করবেন:
আমাদের মাঝে মধ্যেই পোস্ট ভিডিও অথবা গিফস যোগ করার প্রয়োজন পড়ে
ইউটিউব
ইউটিউব ভিডিও এর ক্ষেত্রে তেমন কিছু করার প্রয়োজন পড়েনা। ইউটিউবের ভিডিও লিংক পোস্টে যোগ করলে তা একাই পূর্ণরূপ ধারণ করে।উদাহণস্বরূপ:
https://youtu.be/mWRsgZuwf_8
ফলাফল:
যেভাবে ছবি সারিবদ্ধ করবেন:
আপনি আপনার ছবি মাঝখানে, ডানে এবং বামে সারিবদ্ধ করতে পারবেন।
বামে সারিবদ্ধ করার ক্ষেত্রে:
<center>https://cdn.steemitimages.com/DQmSU1KbMcp2fMF1Ketsnut9fue1kTPWbRd7ernbEoQgJGr/White%20Blue%20Modern%20Your%20University%20Logo.png</center>
আপনি যদি বাম দিকে চিত্রটি প্রদর্শন করেন তবে টেক্সটটি ডানদিকে যাবে।
এটি চিত্রের মাত্রা ১/২ দ্বারা হ্রাস করবে
আরও টেক্সট এখানে যেতে পারেন
এবং আরও
এবং আরও...
চিত্র ডানে সারিবদ্ধ করার ক্ষেত্রে:
<center>https://cdn.steemitimages.com/DQmSU1KbMcp2fMF1Ketsnut9fue1kTPWbRd7ernbEoQgJGr/White%20Blue%20Modern%20Your%20University%20Logo.png</center>
text below
আপনি যদি ডানদিকে চিত্রটি প্রদর্শন করেন তবে টেক্সটটি বামদিকে যাবে
এটি চিত্রের মাত্রা ১/২ দ্বারা হ্রাস করবে
আরও টেক্সট এখানে যেতে পারেন
এবং আরও
এবং আরও... ----
চিত্র মাঝখানে সারিবদ্ধ করার ক্ষেত্রে:
<center>https://cdn.steemitimages.com/DQmSU1KbMcp2fMF1Ketsnut9fue1kTPWbRd7ernbEoQgJGr/White%20Blue%20Modern%20Your%20University%20Logo.png</center>
সর্বশেষ টিপস
মাঝে মাঝে আমরা কোনও পোস্টে কিছু মার্কডাউন দেখতে পাই এবং আমাদের মনে প্রশ্ন জাগতে পারে .. তিনি কীভাবে এটা করলেন!
প্রতিটি স্টিমিট পোস্টে কোড দেখা সম্ভব, আমাদের যা করতে হবে তা হল পোস্ট লিংক থেকে steemit এর জায়গায় (it) এর পরিবর্তে (d) বসিয়ে লিংক প্রবেশ করতে হবে।.
অনেক সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট । এখানে অনেক বিষয়ে শিখিয়ে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব ঠিক এভাবেই কাজ করতে।
ধন্যবাদ
আমি মাকডউন সম্পর্কে জানতাম না। পোষ্টটি পড়ে উপকৃত হলাম ।
আমার মার্ক ডাউন সম্পর্কে অনেক কিছু জানার ছিল। আপনার পোষ্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাই
আসলে আমরা কেউ মার্কডাউন ব্যবহার করি না,,আসলে আমিও মার্কডাউন ব্যবহার করি না,সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে সিয়ার করছেন, ধন্যবাদ আপনাকে
Good