প্রাচীণ কালের প্রচলিত গ্রামীণ খেলা সম্বন্ধে লিখুন

in Steem For Tradition2 years ago (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Picsart_23-05-17_23-09-31-318.jpg

আমাদের সকলেরই ছোট বেলার কিছু মজার সৃতি রয়েছে। যা হয়তো আমরা কখনও ভুলতে পারবো না৷ এই সৃতি গুলো সারাজীবন আমাদের মনে থাকবে৷ ঠিক এমই একটি মজার সৃতির গল্প আমাদের মাঝে তুলে ধরুন।

প্রতিযোগিতার রুসলঃ
  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট গ্রহণযোগ্য হবে না।

  • নিজের তোলা ছবি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে৷ ইন্টারনেট থেকে ছবি নেওয়া যাবে না।

  • শুধু মাত্র বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন এবং রিস্টিম করুন।

  • আপনার পোস্ট এর লিংক এই পোস্টের নিচে শেয়ার করতে হবে৷

  • অন্তত দুইজন জন সদস্যকে ইনভাইট করুন। নিজেদের কমিউনিটি সদস্যকে ইনভাইট করা যাবে না৷ বাইরের কমিউনিটির সদস্যকে ইনভাইট করুন। উদাহরণ, @toufiq777, @sohanurrahman

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার৪ স্টীম
২য় পুরষ্কার৩ স্টীম
৩য় পুরষ্কার২ স্টীম
৪র্থ পুরষ্কার০.৭ স্টীম
৫ম পুরষ্কার০.৩ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

১৭-০৫-২০২৩ থেকে ৩১-০৫-২০২৩ তারিখ বিকাল ৬ টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ৩১ তারিখ রাত ৯ টায় হ্যাংআউটে ঘোষণা করা হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।

Cc-
@disconnect


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

vote for @bangla.witness witnesses on steemit wallet- https://steemitwallet.com/~witnesses


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। খুব শীঘ্রই আমি আমার প্রতিযোগিতার অংশগ্রহণ এখানে উপস্থাপন করব। ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর একটা প্রতিযোগীতার আয়োজন করছেন, এই প্রতিযোগীতায় অংশগ্রহন করার চেষ্টা করবো, এতো সুন্দর কনটেস্ট আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আমি খুব তাড়াতাড়ি এতে অংশ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগীতার আয়োজন করার জন্য।

 2 years ago 

বেশ চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।

 2 years ago 

অনেক মজার একটি প্রতিযোগিতা আমি অবশ্যই অংশগ্রহণ করব।আর ধন্যবাদ এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102419.62
ETH 3707.14
USDT 1.00
SBD 3.24