গ্রামের ঐতিহ্যবাহি মাটির রাস্তা
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি । স্টিম ফর ট্রাডিশন আমাদের গ্রামের সেই ঐতিহ্যবাহী মাটির রাস্তা। আমার সেই শৈশব কাল থেকে আমি এই মাটির রাস্তা দেখতেছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ১৯৭৬ সালে এই মাটির রাস্তা।
প্রত্যেকটা গ্রাম অঞ্চল এইরকম মাটির রাস্তা মানুষের কাছে ঐতিহ্যবাহী হিসেবে এখনো স্মৃতি রয়েছে। আমাদের গ্রামে এই মাটির রাস্তা অনেক বছর ধরে এখনও অনেক সুন্দর রয়েছে। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের সেই আগেকার বাড়িতে যাওয়া আসা করা। মাটির রাস্তা দিয়ে হাঁটাচলা করতে অনেক ভালো লাগে অনেক সুন্দর যেমন পাকা রাস্তা করলে যেমন দেখতে সুন্দর লাগে সেই রকমই রাস্তা ।
রাস্তার দিয়ে রয়েছে সবুজ গাছপালা এইজন্য এই রাস্তাটি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এই রাস্তাটা এত সুন্দর দেখানোর জন্যই বেশী করে রাস্তার পাশ দিয়ে শুধু গাছ লাগানো হয়েছে। যেন সেই শৈশব কালের কথা এখনো মনে করে দেয় এবং সেগুলো কখনোই হারিয়ে না যায়। এইজন্য এতো সুন্দর ভাবে এ রাস্তাটি এখনও রয়ে গিয়েছে।
কিছুদিন আগে ঢাকা থেকে আমি আমার গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সেই সময় আমার এই শৈশবকালের মনে করিয়ে দেওয়ার মাটির রাস্তার ছবি উঠেছিলাম এছাড়াও আরো কিছু ছবি তুলেছিলাম যেন ছবি দেখলে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। এই রাস্তা দিয়ে অনেক চলাফেরা করেছি, এছাড়াও আরো একটি রাস্তা রয়েছে সে রাস্তার পাশ দিয়ে চারপাশ দিয়ে তাল গাছ রয়েছে। পরবর্তীতে অবশ্যই সেই রাস্তা সম্পর্কে আমি বলব।
গ্রামে যে মানুষগুলো থাকে সেই মানুষের কাছে গ্রামের অনেক কিছুই শৈশবের কথা মনে থাকে। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিস এবং পণ্য গুলো রয়েছে সেগুলো হারিয়ে গেছে। সেগুলো হয়তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। কিন্তু রাস্তা কখনো হারিয়ে যাবে না। যদি গ্রামের মানুষ পছন্দ করে মাটির মাটির রাস্তা আপনাদের মাটির রাস্তা এই সম্পর্কে পোস্টটি ভালো লাগবে। আমি আপনাদের সাপোর্টের আশায় এখানে উপস্থিত হয়ে পোষ্ট করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।
গ্রামের রাস্তা নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পুরনো দিনের গ্রামের রাস্তায় এখন খুবই কমই দেখা যায় তবে আমাদের এলাকায় এখন প্রায় সব রাস্তায় মাটির । আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইল।
মাটির রাস্তা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই মাটির রাস্তায় বর্ষাকালে পানি হওয়ার কারণে কাদা হয়। এতে রাস্তা দিয়ে মানুষ কাদার জন্য চলাফেরা করতে পারে না।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই আপনাকে কাদা হলে প্রথম মাটির রাস্তায় যাতায়াতের একমাত্র ব্যাবস্থা ছিল।
মাটির রাস্তা কাদামাটির গন্ধ আহ্ এ যেনো এক মাটির সম্পর্ক।একটা কথা আছে মাটি হলো খাঁটি। মাটিতেই হবে শেষ ঠিকানা। মাটির রাস্তা গুলোর সৌন্দর্য অনেক সুন্দর। গ্রামের আকাঁ বাঁকা রাস্তা আমার মন ভুলায়রে একটা কথা আছে। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলিঃ-
ছোটবেলা থেকে গ্রামের বড় হয়েছি। তাই গ্রামের রাস্তা আমাদের কাছে খুব চেনা। মাটির রাস্তা এখন দেখতে পাওয়া যায় না। চারিদিকে শুধু রোড আর রোড। গ্রামের রাস্তা মানে ধুলাবালি রাস্তায় চলার পথে পা ভর্তি ধুলা মেখে চলতে হয় অনেকটা পথ। গ্রাম সকলে ভালোবাসে। তবে এই গ্রামের রাস্তায় ধুলাবালি সকলে পছন্দ করেনা আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।
গ্রাম থাকবে আর সেখানে মাটির রাস্তা থাকবে না এটা কল্পনাই করা যায় না।গ্রাম বাংলা মানেই হলো মাটির রাস্তা মাটির রাস্তা গুলো সাধারণত কাঁচা হয়ে থাকে।তবে বর্তমানে মাটির রাস্তা গুলো সরকার পাকা করে দিচ্ছে।সেজন্য সরকারকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই।
গ্রামের মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মনের ভিতরে। আপনি গ্রামের মাটির রাস্তা নিয়ে অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। অসাধারণ সুন্দর এবং চমৎকার ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য 🖤
গ্রামে থেকে বড় হয়ে ওঠা রাস্তা ঘাট আমাদের রক্তে মিশে আছে। গ্রামের প্রতিটি রাস্তা ঘাট ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। আমরা ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি বাহিরে থাকলেও রাস্তাঘাট দেখলেই মনে পড়ে সেই ছোটবেলার পথ চলা। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।