ইফতারের কিছু ফটোগ্রাফি

in Steem For Traditionlast year

স্টিম ফর ট্রেডিশনের সবাইকে আমার সালাম আসসালামু ওয়ালাইকুম। আমি @sadikhajannat আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছ। আজ আমি আপনাদের কাছে রমজান মাসের ইফতারে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তো চলুন বসে না থেকে শুরু করা যাক।

IMG_20230414_181933.jpg

প্রথমেই শুরু করি ছোলা বুট নিয়ে। আসলে রমজান মাসে ইফতারের সমস ছোলা বুট না থাকলে ইফতার হয় না। তাই আমাদের বাসার মতো সকলের বাসায় ছোলা বুট থাকে আর সেই সাথে যদি তার ভেতরে বোন্দিয়া দেওয়া থাকে তাহলে তো খাবারের স্বাদ টাই পাল্টে যাবে। অবশ্য আমি রান্না করি না মা আর ভাবি বাসার সব কিছু করে আমি শুধু দেখি আর ছবি তুলি।

IMG_20230414_181511.jpg

কিছু দিন থেকে প্রচুর গরম পড়ছে তাই সকলের উচিত ইফতারের সময় পানি জাতীয় খাবার খারার জন্য। যেমন : তরমুজ, ডাবের পানি, বিভিন্ন ফল ইত্যাদি। আমার তরমুজ অনেক পছন্দের একটি খাবার। ভালোই লাগে আমার।

IMG_20230414_181456.jpg

আজকে আমাদের ইফতারে প্রায় সব কিছু ফল ছিলো। তারমধ্যে আপেল আমার অনেক প্রিয়। সেটা কি জন্য জানি না তবে আপেল মিষ্টি গুলো ভালো লাগে।

IMG_20230414_181501.jpg

IMG_20230414_181503.jpg

আঙ্গুর ও কমলা লেবু ও ছিলো। ইফতারের আয়োজন আজকে একটু বেশি করা হয়েছিলো। আজকে ভাইয়া অনেক কিছু কিনে নিয়ে এসেছে তারজন্য এতো আয়োজন। আর রমজান মাসে খাবার একটু বেশি খাওয়া হয়ে থাকে।

তো এই ছিলো আজকে আমার ইফতার এর ফটোগ্রাফি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।

ধন্যবাদ।

Sort:  
 last year 

অনেক সুন্দর ইফতারির আয়োজন করেছিলেন। আপনার বাড়ির আশপাশে অবহেলিত মানবদেহের দিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের দায়িত্ব এবং কর্তব্য তাদের দিকে খেয়াল রাখা তারা কিভাবে ইফতারি করতেছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

বাহ্ অসাধারণ লাগলো আপনার ইফতারি আপু,আমরাও প্রতিদিন ছোলা বুট দিয়ে ইফতারি করি,আপনি দারুণ ফটোগ্রাফি করছেন, আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো আপু,আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ❤️❤️

 last year 

আমাদের ও একদিন দাওয়াত দেন ইফতারের জন্য। খুবই সুন্দর লিখেছেন আপনি। প্রতিটি ছবিই লোভনীয় ছিলো।

  • চেষ্টা করবেন আরো বেশি লেখার। কমপক্ষে ৩০০+ শব্দ দিয়ে লেখার চেষ্টা করবেন।
 last year 
DescriptionInformation
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 last year 

রমজান মাস রহমত বরকতের মাস, এ মাসে ইফতারিতে ছোলা বুট এবং বিভিন্ন রকম ফল থাকেই।তবে দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে ফলমূল কেনা কঠিন হয়ে পড়েছে, গতকাল তরমুজ কিনতে গিয়ে দেখি তরমুজের দাম ৬০ টাকা কেজি হয়ে গিয়েছে। আপনি অনেক সুন্দর লিখেছেন আপু অসংখ্য ধন্যবাদ

 last year 

ইফতারের ফট্রোগ্রাফি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন আপু। তবে এগুলোর মধ্যে আমার ছোলা বুট খেতে বেশি ভালো লাগে। আমরা বাসায় সবাই প্রতিদিন ছোলা বুট দিয়ে ইফতার করে থাকি। আপনাকে ধন্যবাদ আপু ইফতারের ফট্রোগ্রাফি নিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে মাসে রোজাদার লোকেরা সবাই ইফতার করে।ইফতারে অনেক রকম আইটিম থাকে।আপনি অনেক রকমের আইটিম এর ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর আলোচনা ও করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনি সুন্দর কিছু ইফতারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। তরমুজ আমার প্রিয় ফল।প্রায় প্রতিদিনের ইফতারে আমি তরমুজ খাই। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ইফতারি গুলো অনেক সুস্বাদু আর মজাদার দেখেই মনে হচ্ছে। ইফতারি করার সময় পরিবারের সকলেই মিলে খাওয়া। ইফতারি খাবারের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর।

 last year 

ইফতারের ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।এই রমজান মাস আমাদের রহমত ও বরকতের মাস। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করা জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66