ঐতিহ্যবাহী গ্রাম-অঞ্চলের হাট-বাজারের দৃশ্যপট।

in Steem For Tradition2 years ago (edited)

আমি @riyan1020
বাংলাদেশ থেকে।

১৪ ই জানুয়ারী ২০২৩ খ্রিষ্টাব্দ ।


আজ রোজ শনিবার

সসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।



GridArt_20230114_190048898.jpg

গ্রাম- অঞ্চলের হাট বাজার হলো প্রাচীনকালের ঐতিহ্য। গ্রাম- অঞ্চলের সব জায়গাতেই হাট রয়েছে। আর অর্থনৈতিক জীবনের প্রানকেন্দ্র হলো হাট বাজার। আমাদের গ্রাম অঞ্চলের ২-১ টি গ্রাম নিয়ে বাজার বসে। তবে কয়েকটি গ্রাম নিয়ে যেখানে গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা রয়েছে এমন ধরনের জায়গায় হাট বসে। গ্রামের হাটে আমরা দুই প্রকারের হাট দেখতে পাই। হাটের অধিকাংশ দোকান স্থায়ী হলে ও কিছু দোকান অস্থায়ী। স্থায়ী দোকানগুলো বাজার ও হাট সব দিনেই লক্ষ্য করা যায়। অস্থায়ী বাজারের বা হাটের দোকানগুলো আমরা শুধুমাত্র হাটের দিন দেখতে পাই। অস্থায়ী দোকান গুলো খোলা জায়গায় বসে।
গ্রাম- অঞ্চলের হাট বাজারে পান বিক্রেতার দৃশ্য :

IMG_20230103_164348__01.jpg

গ্রাম- অঞ্চলের হাটে খোলা জায়গায় বসে পান বিক্রি করা দোকান গুলো চোখে পড়ার মতো। তারা রাস্তার পাশে কিংবা হাটের কোন একটি ফাঁকা জায়গায় বসে পান ও সুপারি বিক্রি করে। তারা হাটে এভাবে পন্যদ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর খোলা জায়গায় বসে পন্য বিক্রি করা দোকান গুলো তারা হাটের ঐতিহ্য টিকে ধরে আছে।

গ্রাম- অঞ্চলের হাট বাজারে একজন শাক বিক্রেতার দৃশ্য :
IMG_20230103_172049__01.jpgIMG_20230103_164641__01.jpg

গ্রামের হাটে কিংবা বাজারে খোলা জায়গায় বসে শাক বিক্রেতারা বসে। তারা হাটের দিন বা বাজারের দিন শাক তাদের জমিতে উত্তোলন করে সেখানে ছোট ছোট বোঝা বানিয়ে তা পানি দিয়ে পরিষ্কার করে দুপুর ৩ টায় বাজারে বিক্রির জন্য আনে। তারা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শাক গুলো বিক্রি করে ফেলে। এমন দোকানের দৃশ্য গুলো আমরা গ্রামে হাটে বা বাজারে দেখতে পাব।

গ্রাম- অঞ্চলের হাট বাজারে একজন খুচরা কাঁচামাল বিক্রেতার দৃশ্য :
IMG_20230103_171936.jpgIMG_20230103_171921__01.jpg

শেষের ছবিতে আমরা যে দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি তা হলো একজন খুচরা কাঁচামাল বিক্রেতার দোকান। এই খুচরা বিক্রেতারা তারা হাটের দিন করে দুপুর থেকেই পন্য সামগ্রি বিক্রি করা আরাম্ভ করেন। আর বাজারের দিন করে তারা বিকেল বেলা করে খরচ বিক্রি করে থাকেন। হাটে বা বাজারের দোকান গুলো মুলত রাস্তার পাশে বসে বা খোলা জায়গায় বসে পন্য সামগ্রি বিক্রি করে।

আমাদের দেশের গ্রাম- অঞ্চলের হাট অথবা বাজার গুলো তারা এখনো আগের ঐতিহ্য টিকে রাখছে। গ্রামের হাট-বাজার গুলো দেখতে অনেক সুন্দর ও চমৎকার পরিবেশের মধ্যে সবকিছু কেনা-বেচা হয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

ধন্যবাদান্তে,
@riyan1020

Sort:  
 2 years ago 

হাট বাজারের এসব দৃশ্য দেখলে আসলে খুব ভালো লাগে ।গ্রামীণ এক অন্যরকম ঐতিহ্য হলো এই হাট বাজার। খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাট বাজারের ছবি গুলা ওনেক সুন্দর হয়েছে, আপনার পোস্ট পরে আমি ওনেক কিছু যানতে পারলাম হাট বাজারের, ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি বাজারের দোকান এর এত সুন্দর ভাবে ছবি তুলে পোস্ট করছেন এজন্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

শুধু কি ছবি তোলেন? না কি বাজার ও করেন আপনি। সুন্দর হয়েছে ভাই লেখা গুলো। ধন্যবাদ

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

হাট-বাজার হলো গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রাম বাংলার হাট-বাজারের দৃশ্য আমাকে ভাল লাগে। বিশেষ করে হাট-বাজারের মনোরম পরিবেশে। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 2 years ago 

চমৎকারভাবে মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গ্রাম বাংলার হাট বাজার গুলো আসলেই অনেক সুন্দর সেখানে খুব তাজা তাজা শাকসবজি থেকে শুরু করে সকল প্রকার খাদ্যদ্রব্য পাওয়া যায় যেমন কাঁচাবাজার মাছ মাংস ইত্যাদি।
গ্রাম বাংলার হাটবাজারে ঐতিহ্য নিয়ে অনেক কিছুই লিখেছেন এবং অসাধারণ সুন্দর হয়েছে‌ ছবি গুলো।

 2 years ago 

হাটবাজার নিয়ে অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

গ্রামের মানুষ কেনা বেচা করতেছে খুবই সুন্দর একটা পোস্ট । পোষ্টটি ভালো লাগলো।

 2 years ago 

যে শীত পরছে আমার হাটে যাওয়াই হচ্ছে না। দুইদিন ধরে আমি সকালে বাইরেই বের হই নাই৷ সারাদিন কম্বলের তলে বসে আছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 59220.04
ETH 2316.03
USDT 1.00
SBD 2.51