চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী ও রেলব্রীজ।

in Steem For Traditionlast year (edited)

সোমবার
তারিখঃ ২০ শে মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন?আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার নিয়ামতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন আজ আমি সবার মাঝে কাঁকড়া রেলব্রীজ ভ্রমন নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।

GridArt_20230320_221547209.jpg
এই ছবি গুলো "Gridart"অ্যাপ থেকে ইডিট করা
mine.PNGআমার বাসা থেকে কাঁকড়া নদী ও রেলব্রীজের দূরত্বঃmine.PNG

আমাদের বাসা থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী ও রেলব্রীজটি অবস্থিত। আমরা চাইলে মোটরসাইকেল, অটো,ভ্যান, রিকশাতে করে এই সুন্দর জায়গায় ভ্রমন করতে পারি।

IMG-20230320-WA0028.jpg
mine.PNGচিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজঃmine.PNG

কাঁকড়া রেলব্রীজটি চিরিরবন্দর উপজেলায় অবস্থিত। এই কাঁকড়া রেলব্রীজটি অনেক আগের পুরানো একটি ব্রীজ। কাঁকড়া নদীর উপর দিয়ে এই রেলব্রীজটি নির্মিত হয়। কিন্তু কয়েক বছর আগে পূরাতন রেলব্রীজটির সমস্যা দেখা দিলে পরর্বতীতে আবারও নতুন করে রেলব্রীজটি সংস্করণ করা হয়। আর আগের পুরানো রেলব্রীজটি সংস্করণ না করে অকেজো অবস্থায় ফেলে রাখা হয়।

IMG-20230320-WA0019__01.jpgIMG-20230320-WA0031__01.jpg

পুরাতন ও নতুন রেলব্রীজ

mine.PNGকাঁকড়া রেলব্রীজটি ভ্রমনের জন্য কেমনঃmine.PNG

কাঁকড়া রেলব্রীজটি ভ্রমনের জন্য সুন্দর একটি দর্শনীয় জায়গা। এই রেলব্রীজে দূর-দূরান্ত থেকে অনেক লোকে আসে ভ্রমন করতে। বিশেষ করে সরকারি ছুটির দিন করে। এই কাঁকড়া রেলব্রীজে দর্শনার্থীরা আসে নদীর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে। আবার অনেকে আসে নদীতে বরশি বা শিপ ফেলে মাছ ধরতে। এই সুন্দর নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে অনেক মুগ্ধ হয়ে যায়। কাঁকড়া রেলব্রীজে নদীর আশেপাশে ও রেলব্রীজের পাশে বসার মতো জায়গা করা আছে। অনেকে পরিবার পরিজন নিয়ে এখানে এসে বনভোজন করে থাকে। রেলব্রীজের পাশে খাওয়ার মতো একটি দোকান ও নামাজ আদায় করার জন্য একটি মসজিদ রয়েছে। তবে সরকারি ভাবে কিছু আগে এখানে পার্ক করার অনুমোদন হয়েছে।

IMG-20230320-WA0011__01.jpg
IMG-20230320-WA0058__01.jpg
IMG-20230320-WA0013__01.jpg

আমার তোলা কিছু কাঁকড়া রেলব্রীজের ফটোগ্রাফি

mine.PNGআমার কাছে কাঁকড়া নদী ও রেলব্রীজ ভ্রমনের অনুভূতিঃmine.PNG

আমার কাছে কাঁকড়া নদী ও রেলব্রীজ করতে অনেক ভালো লাগে। আমি অবসর সময়ে যখনি সময় পাই এই কাঁকড়া নদী ও রেলব্রীজ ভ্রমন করতে আসি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও কাঁকড়া নদীর অপরুপ দৃশ্য আমাকে মুগ্ধ করে। আমার কাছে বিশেষ করে ভালো লাগে যখন নদীর ধারে চার পাশে কাশফুল ফুল ফোটে তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কাঁকড়া নদীতে যখন মাঝিরা নৌকায় করে মাছ ধরে এই দৃশ্য গুলো আমার কাছে ভীষন ভালো লাগে। এখানে ভ্রমন করতে আসলে মন ফ্রেশ হয়ে যায়।

IMG-20230320-WA0015__01.jpg
IMG-20230320-WA0054__01.jpg

কাশফুল ও মাঝির মাছ ধরার দৃশ্য পট ক্যামেরাবন্দী করার চেষ্টা

কাঁকড়া রেলব্রীজের পাশে দাঁড়িয়ে অনেকে ট্রেন চলে যাওয়ার দৃশ্য গুলো উপভোগ করে ও ক্যামেরাবন্দী করার জন্য চেষ্টা করেন। কাঁকড়া রেলব্রীজের দৃশ্য গুলো সকল ধরনের মানুষের মধ্যে ভ্রমনে আসার অনুপ্রেরণা জোগায়।

IMG-20230320-WA0033__01.jpg
IMG-20230320-WA0032__01.jpg

ট্রেন চলে যাওয়ার দৃশ্য

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার করা কাঁকড়া নদী ও রেলব্রীজ ভ্রমনের পোস্ট দেখার জন্যও পড়ার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
ধরণকাঁকড়া রেলব্রীজ
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@riyan1020.

Sort:  
 last year 

আসলেই ভাই কাকড়া ব্রিজের সেই ব্রিজটি আমার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। আজকে আমি সেই সম্পর্কে বলবো আমাদের চিরিরবন্দর উপজেলা এক ঐতিহ্যবাহী ব্রিজ হল এই কাঁকড়া ব্রিজ। আমি যখন ক্লাস নাইনে চিরিরবন্দর পাইলট স্কুলে ভর্তি হই তখন থেকেই কাঁকড়া ব্রিজ যাওয়া শুরু করি অবসর সময় পেলে বন্ধুদের সঙ্গে নিয়ে চলে যায় সেই কাকড়া ব্রিজে আড্ডা দেওয়ার জন্য। আমি উপজেলাতে ছিলাম উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটার হাটতে হলো কাঁকড়া বিরিজ যেতে। প্রথমে আমার এক বন্ধুকে ডাক দিতাম সে সহ আমরা দুজন মিলে চলে যেতাম হাঁটতে হাঁটতে কাঁকড়া ব্রিজের উদ্দেশ্যে সেখানে গিয়ে আরো বন্ধুরা মিলিত হতাম বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আসলেই খুব সুন্দর ।সেই স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দিলেন কাঁকড়া ব্রিজের আশেপাশের অনেক জায়গা রয়েছে দেখার যেমন সেখানে একটি মিলের চাটাল রয়েছে।তারপর নদী ত রয়েছেই রেল ব্রিজ তো রয়েছে।এখানে একটি আগের বা পুরাতন রেল ব্রিজ রয়েছে ব্রিজের সঙ্গেই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে কাঁকড়া বৃষ্টি প্রায় সন্ধ্যার দিকে খুব সুন্দর দৃশ্য পরিবেশন করে মানুষের মাঝে দেখতে খুব ভালো লাগে যখন সূর্য ডুবে। এই সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ছবিগুলো আসলেই খুব অসাধারণ হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী ও রেল ব্রীজ এর সম্পর্কে ধারণা ছিল না আমার। এই চিরিরবন্দরের নাম অনেকবার শোনা হয়েছে। তবে কাকড়া নদী ও রেলব্রিজ কখনো দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি জায়গা সম্পর্কে ধারণা আসলে আমার। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে।আপনার পোষ্টের মাধ্যমে ব্রিজ সম্পর্কে ধারণা আসলো আমার। ধন্যবাদ আপনাকে এত সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসাধারণ চিরি বন্দর কাঁকড়া রেল ব্রীজ, আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই, প্রতিটি ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি দৃশ্য প্রাণ জুরানোর মতো, সময় করে যাবো একদিন এই কাঁকড়া রেল ব্রীজ দেখতে। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই, অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

জায়গাটিতে বেশ কয়েকবার গেছিলাম। বেশ দর্শনীয় জায়গা। অনেক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। আপনি অনেক করে পিক তুলেছেন। এমন একটি জায়গা নিয়ে উপস্থাপন করে আমাদের জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year (edited)

ভাই এখানে যাওয়ার সুযোগ হয়েছিল কয়েকবার। অনেক সুন্দর একটি জায়গা ভাই বর্ষাকালে আরো অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি এবং পোস্ট কোয়ালিটি অসাধারণ। খুব শীঘ্রই সেখানে ঘুরতে যাব আবার।শুভকামনা রইল ভাই আপনার জন্য

 last year 

ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Loading...
 last year 

চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী ও রেলব্রীজ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই ব্রিজ আমাদের বাসা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই।অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ ভাই।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

চিরিরবন্দর কাঁকরা নদী ও রেলওয়ে ব্রিজ নিয়ে অসাধারণ লেখছেন ভাই। আমার বাসা থেকে প্রায় ১৭ কিলোমিটার, আমি মাঝে মাঝে ঐ চিরিরবন্দর কাঁকড়া নদী ও রেলওয়ে ব্রিজ দেখতে যায়, জায়গাটি বেশ অনেক সুন্দর, আমার কাছে এই জায়গা খুব ভালো লাগে। তবে যখন পুরাতন একটা রেলওয়ে ব্রিজ ছিল তখন থেকে মানুষ এই কাঁকড়া নদীর উপর দিয়ে যাতায়াত করে।আপনি অনেক সুন্দর লেখছেন ভাই আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিটা ছবি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে শেয়ার করেছেন।এই চিরিরবন্দর কাঁকড়া নদী ও রেলওয়ে ব্রিজ হলো অনেক আগের একটা রেলওয়ে ব্রিজ,চিরিরবন্দর কাঁকড়া নদীর রেলওয়ে ব্রিজ একটা নতুন আর একটা পুরাতন আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম ভাই, আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ট্রেনের দৃশ্য গুলো দেখে আমার মন ভরে গেলো, তবে আপনার পোস্ট পরে আমাকে একটা কথা ভালো লাগলো, যে নদীর পাশে যখন কাশফুল হয় তখন নদীর দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে।তবে আমাকে এটা ভালো লাগে নদীর পাশে যদি কোন কাশফুল হয় তখন ঐ নদীর দৃশ্য ও চারদিকে দেখতে খুব ভালো লাগে মনে হয় যে আমি কোন এলাকায় আছি।খুব সুন্দর লেখছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

কাঁকড়া রেলব্রীজটি চিরিরবন্দর উপজেলায় অবস্থিত।সেখান থেকে অনেক ট্রেন চলে সেই দৃশ্যটি আমার ভালো লাগে। ছোটো বেলায় ট্রেনের শব্দ শুনে রেললাইনের ধারে ছুটে যেতাম। খুব অনন্দ লাগত। এটি রেলব্রিজ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29