প্রাচীনকালের ঐতিহ্যবাহী পিতলের তৈরি সুরমা দানি।

in Steem For Tradition2 years ago

রবিবার,
তারিখঃ ২৩ই এপ্রিল ২০২৩ ইং

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। "ঈদ মোবারক"। আপনারা কেমন আছেন? পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তায়ালার নিয়ামতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন আজ আমি সবার মাঝে পিতলের তৈরি সুরমাদানি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।

GridArt_20230423_164225484.jpg
ঐতিহ্যবাহী পিতলের তৈরি সুরমাদানি।
mine.PNGপিতল কি ও এর ব্যবহারঃmine.PNG

পিতল হচ্ছে এক ধরনের সংকর ধাতু। দস্তা ও তামার মিশ্রনে এটি তৈরা করা হয়। দস্তা ও তামার পিতলের পরিমাণে তারতাম্য ঘটে থাকে। এজন্য ভিন্ন বৈশিষ্ট্যের ভিন্ন পিতল তৈরি সম্ভব হয়। খ্রিষ্ঠপূর্ব ৫০০ বছর পূর্বে চীনে এই পিতলের দেখা পাওয়া যায়।

IMG-20230423-WA0020__01.jpg
  • পিতলের ব্যবহারঃ

প্রাগৈতিহাসিক যুগ এই পিতল ব্যবহৃত হয়ে আসতেছে বলে অনেক বিশেষজ্ঞরা ধারণা করে থাকে। যারা মূর্তিপূজা করে তারা পিতলের তৈরি মূর্তি বানিয়ে মন্দিরে ও ঘরে সুরক্ষিত করে রাখে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশির ভাগ মূর্তি হচ্ছে পিতলের তৈরি। অনেকে আবার সোনার রং এর মতো ঝল ঝল করে বলে তারা অলংকার হিসেবে ব্যবহার করে থাকে। তাছাড়া স্বর্ণ ঘর্ষণের কাজে ও এই পতিল অপরিহার্য ভুমিকা রাখে। আমরা বাসার মধ্যে তালা,দরজার হাতল,বেয়ারিং, বাদ্যযন্র প্রভূতির কাজে লাগে।

IMG-20230423-WA0019.jpg
mine.PNGসুরমাদানির ব্যবহারঃmine.PNG

সাধারণত বাজারে সুরমা ছোট ছোট পাথর খন্ডের মতো পাওয়া যায়। এই গুলো বাসায় এনে ভারি জিনিস দিয়ে গুড়ো করে সুরমা দানির মধ্যে রাখা হয়।এরপর সুরমা দানির উপরের অংশের সরু পিতলের অংশটি দিয়ে চোখে সুরমা দেওয়া হয়।অনেকে আবার পানের বোটার মধ্যে সামান্য সরিষার তেল লাগিয়ে চোখে সুরমা দিয়ে থাকে।এই পিতলের তৈরি সুরমা দানিটি আমি ছোট বেলা থেকে আমাদের বাসায় দেখে আসছি।

IMG-20230423-WA0022__01.jpgIMG-20230423-WA0023__01.jpg
mine.PNGমুসলিমদের জীবনে সুরমার গুরুত্বঃmine.PNG

রাসুল (সাঃ) এর সুন্নত গুলোর মধ্যে অন্যতম একটি সুন্নত হলো সুরমা ব্যবহার করা। আর এই সুন্নত পালনের সহায়ক হলো সুরমাদানি।মুসলমানরা বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুটি দিনে সবাই চোখে সুরমা দেয়।বছরের এই দুটি দিনে মুসলমানেরা সকাল বেলা গোসল করে চোখে সুরমা দিয়ে নামাজ পড়তে যায়।মুসলমানদের জীবনে সুরমার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শুধু ঈদের দিনেই নয় জুম্মার দিনেও সকল মসলিমরা সুরমা চোখে দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। আমিও প্রত্যেক ঈদে আম্মুর হাতে চোখে সুরমা দিয়ে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে যাই।তবে অন্যান্য দিনের থেকে ঈদের দিনে মুসলমানেরা সুরমা বেশি ব্যবহার করে থাকে।

IMG-20230423-WA0021.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পোস্ট দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
ধরণঐতিহ্যবাহী সুরমাদানি।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@riyan1020.

Sort:  
 2 years ago 
DescriptionInformation
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 2 years ago 

পিতলের তৈরি সুরমা এখন আর আগের মতো দেখা যায় না। বর্তমান সময়ে আমাদের মাঝে ঐতিহ্য এখন। দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। সুন্দর লিখেছেন। ধন্যবাদ

 2 years ago 

আমার বড় ফুপির এরকমই পিতলের একটি সুরমাদানী ছিল। তিনি সবসময় এই সুরমা দানী থেকে চোখের সময় ব্যবহার করতেন। বর্তমানে এই সকল সুরমা দানী চোখে পড়ে না বললেই চলে।অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বাসায় এরকম একটি সুরমা দানী রয়েছে। এক সময় এগুলোর ব্যবহার অনেক বেশি ছিল। বর্তমানে প্রায় নেই বললেই চলে। অনেক পুরাতন ঐতিহ্যবাহী জিনিস এটি।ভালো লিখেছেন শুভকামনা রইল

 2 years ago 

পিতলের তৈরি সুরমা দানী এখন দেখাই যায় না, আমাদের বাড়িতে একটা ছিলো, কিন্তুু এটার ব্যবহার এখন হয় না। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক বছর পর দেখতে পেলাম। অনেক সুন্দর লিখেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর উপস্থাপন করার জন্য।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 2 years ago 

পিতলের তৈরি সুরমা দানি এখন আর তেমন দেখা যায় না, আমি যখন ছোট ছিলাম তখন আমি এই ধরনের পিতলের তৈরি সুরমা দানি দেখছি।আপনি সুন্দর করে পোস্ট টি উপস্থাপন করেছেন ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ঐতিহ্যবাহী এই পিতলের সুরমাদানী গুলো যুগ যুগ ধরে ব্যবহার করে আসতেছে মানুষ।সুরমাদানীতে সাধারণত সুরমা রাখা হয়।এতে হয়তো সুরমা রাখলে সুরমা গুলো ভালো থাকে।সুরমাদানী ফটোগ্রাফি খুব সুন্দর করেছেন ভাই ।দেখে খুব ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

আমি আমার জাতিকে পিতলের তৈরি এই ফুলদানিতে করে সুরমা ব্যবহার করতে দেখেছি। সুরমা আমার জন্য ব্যবহার করা মুসলিমদের জন্য সুন্নত। মূলত সুরমা চোখে দিলে চোখের সব গুনাহ মাফ হয়ে যায়। আপনি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পিতলের তৈরি কাজলদানী তেমন আর দেখা যায় না। এই কাজলদানী সকলের সুপরিচিত এবং ঐতিহ্য বহন করে।তবে ঈদের সময় দেখা যায় কম বেশি সকলের বাড়িতে এই পিতলের কাজলদানী দেখা যায়।কাজলদানী নিয়ে বেশ,সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94693.28
ETH 3119.47
USDT 1.00
SBD 3.05