You are viewing a single comment's thread from:

RE: শৈশবে কড়ি/ মার্বেল একটি জনপ্রিয় খেলা যা আজ স্মৃতি হয়ে আছে।

in Steem For Tradition2 years ago

মার্বেল খেলা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে আমরা যখন ছোট থাকি তখন কোন না কোন খেলার সাথে সব সময় জড়িত থাকি এর মধ্যে মার্বেল খেলা একটি। এবং মার্বেল খেলা এতটাই জনপ্রিয় ছিল যে এলাকার মধ্যে আগে সবচেয়ে বেশি এই খেলাটা দেখা যেত। এবং আমাদের এলাকায় একজন মেয়ে ছিল সে ও মার্বেল খেলতো অনেক বড় হওয়ার পরেও সে কেন জানি এই মার্বেল খেলার প্রতি আসক্ত ছিল। আসলে কথায় আছে না যার যেটা ভালো লাগে সে সেটার অনুভূতি ফিল করে। এবং আমরা ছোট থাকতেই মার্বেল খেলায় অনেক বেশি পারদর্শী ছিলাম আমার কাছে এখনো প্রায় পাঁচশোটার মতো মার্বেল রয়েছে। আমার কাছে আরও বেশি ছিল প্রায় এক জারকিন এর মতো কিন্তু একবার আমার আব্বু রাগ হয়ে সব বাইরে ফেলে দিয়েছিল। তখন থেকে এই খেলাটি বন্ধ করে দিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে ছোটবেলার অনেক কাহিনী মনে পড়ে গেল।

Sort:  
 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.22
JST 0.030
BTC 81285.92
ETH 1919.42
USDT 1.00
SBD 0.80