গ্রামবাংলার বাঁশ শিল্প ও বেতশিল্প বিলুপ্ত প্রায়
প্রিয় পাঠকগন
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। বাঁশ ও বেত শিল্প এখন বিলুপ্ত হওয়ার পথে।বাঁশ ও বেত শিল্প নিয়ে আজকের পোস্ট।
গ্রামবাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প এখন বিলুপ্ত প্রায়। বাঁশ ও বেত শিল্পের সঙ্গে যেসব শ্রমিক জড়িত আছে তারা কঠোর পরিশ্রম করে।বাঁশ ও বেত শিল্পে অনেক শ্রমিক নিয়োজিত। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প বলতে গেলে আমরা দেখি যে হাটে বাজারে শিল্পগুলো যা প্রাচীন কাল থেকেই ঐতিহ্যবাহী শিল্পগুলো হল বাঁশ শিল্প। বাঁশশিল্প বলতে আমরা জানি বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয় ঝুড়ি, ডালা, কুলা,এবং মাছ ধরার মতো সামগ্রী এছাড়া হাঁস-মুরগি ঢাকার জন্য খচারী যা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। ধানতলা ধামা যা আমাদের কৃষি কাজে ব্যবহার করা হয়।
কুলা একটি ঐতিহ্যবাহী ব্যাবহৃত তৈজসপত্র। বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে আদিকাল থেকেই কুলা ব্যবহার চলে আসছে। কুলা দিয়ে মুলত চাল, ধান,গম,মড়া চাল ইত্যাদি ঝেরে পরিষ্কার করে ফেলে দেয়া হয়।এছাড়াও ছাই ফেলার জন্য কুলা কাজে লাগে।বিয়ে বাড়িতে কুলা সাজানো হয়। কুলা তৈরিতে বিশেষ উপকরণ হিসেবে বাঁশ ব্যবহার করা হয়।ঝুরি বা বড় ঝুরি পাতি তৈরি করা বাঁশ ব্যবহার করে। মাটি ও আবর্জনা ফেলে দেয়ার জন্য ঝুরি বানানো হয়।বাঁশ দিয়ে নিখুঁত ভাবে তৈরি করে বানিজ্যিক ভাবে লাভবান হওয়া যায়।
খচারী হচ্ছে বাঁশের তৈরি একটি তৈজসপত্র। খচারী সাধারণত হাঁস-মুরগি ঢাকার কাজে ব্যবহার করা হয়। খচারী খুবই নিখুঁত ও নৈপুণ্য ভাবে তৈরি করে বাজারে বিক্রি করে বানিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এতে করে বাঁশশিল্প বিকাশ ঘটেছে। বাঁশের তৈরি সব তৈজসপত্র ব্যবহার করা হচ্ছে পরিবারের কাজে।
গ্রামবাংলার ঐতিহ্য বাঁশ শিল্প ও বেত এখন বিলুপ্ত হচ্ছে। বাঁশ ও বেত শিল্প আমাদের সকলকে ঠিকে রাখতে হবে যাতে করে গ্রামবাংলার ঐতিহ্য ঠিকে থাকে।
📸ফটোর বর্ননা 📸 |
---|
ঐতিহ্যবাহী খাবারের | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো ওয়াই টুয়েন্টি |
অবস্থান | বাংলাদেশ🇧🇩 |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
ফটোগ্রাফার | @rahul989 |
লেখকের ছবি 🥰 | |
---- | ---- |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গ্রাম বাংলায় না শহরে ও সব সময় বাঁশ শিল্প ও বেতশিল্প ব্যবহার করা হয়। তাই আমাদের বাসায় অনেক কাজে বাঁশ শিল্প ও বেতশিল্প জিনিসপত্র ব্যবহার করা হয়। ধন্যবাদ সুন্দর একটি জিনিস নিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
গ্রামবাংলার বাঁশ শিল্প ও বেতশিল্প বিলুপ্তর পথে। আমাদের গ্রামে আর আগের মতো বাঁশ শিল্প আর বেত শিল্পের জিনিসপত্র বা আসবাবপত্র আর বেশি দেখতে পাওয়া যায় না। আমাদেরকে আগের ঐতিহ্যকে টিকে রাখতে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
গ্রামে এসব বাসের জিনিসপত্র খুবই ব্যবহার হয়। আমাদের বাড়িতেও বাঁশের বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তবে দৈনন্দিন কাজে গ্রামে এই বাঁশের জিনিসপত্রগুলো খুবই কাজে আসে। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা পোস্ট উপহার দিয়েছেন আমাদের সামনে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
কিছুদিন আগে আমার বাড়িতে দুটি বাঁশের ডালা নিয়ে এসেছিল। তবে দৈনন্দিন জীবনে এসব জিনিসপত্রের বিকল্প হিসেবে কিছুই দেখি না। প্রয়োজনীয় এগুলো জিনিস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
ডালি, কুলার এখনও ব্যবহার হয় গ্রামে৷ কিন্তু শহরে এই ডালি ও কুলা'র ব্যবহার হয়ই না বলতে গেলে৷ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাঁশের তৈরি এসব প্রয়োজনীয় জিনিস নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। আপনার পোষ্টের কোয়ালিটি দেখে আমি মুগ্ধ শুভকামনা রইল আপনার জন্য আরো সুন্দর সুন্দর ঐতিহ্য তুলে ধরবেন
গ্রাম বাংলার বাঁশ শিল্প এখন প্রায় বিলুপ্তর পথে।