|
কুরবানীর ঈদে প্রত্যেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে মাংস পাঠায়। তেমনি আমরাও বেরিয়ে পড়েছি আত্মীয়-স্বজনদের বাড়িতে মাংস পৌছে দেওয়ার জন্য। বাড়িতে ঘুরাঘুরি করার সময় অনেক মজা করেছি যা কখনো ভোলার মতো না। আজকে আমরা পলাশবাড়ী, দামদুলপুর, বুড়িপুকুর, বিত্তিপাড়ায় দুই বন্ধু মিলে অনেক ঘুরাঘুরি করেছি। ঘুরাঘুরি করার মাঝে মাঝে আমরা দুই বন্ধু মিলে ক্যামেরাবন্দি হয়ে যায়। আমরা ছয় থেকে সাত জন বন্ধু একসঙ্গে ঘুরাঘুরি করি কেউ কাউকে রেখে যাই না।
তবে এই কুরবানীর ঈদে আমরা সবাই দল ছাড়া হয়ে যাই। সবাই নিজের আত্মীয়-স্বজনদের বাড়িতে মাংস বিতরণের জন্য চলে যায়। তাই এই ঈদে রাত ছাড়া আমাদের মজা করার সৌভাগ্য তেমন হয় না। ঘুরাঘুরি করার পথে এলাকার ছোট ভাইদের ভ্যানে করে ঘুরাঘুরির দৃশ্যটা চোখে পড়লো। তাদের মধ্যে একটা ছোট ভাইয়ের কাছ থেকে আমরা ২০ টাকা ধান্দা করি। তারা প্রত্যেকজনেই অত্যন্ত ভালো বড় ভাইদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে থাকে। আমরা আনন্দের সহিত ঘুরাঘুরি করি এবং স্পেশাল খাওয়া দাওয়া করি। এই সময় আত্মীয়দের বাড়িতে গেলে শুধু মাংস আর মাংস। মাংস ছাড়া কোন কথা নেই যেখানে যাচ্ছি শুধু মাংসই খাচ্ছি। বড় খালামণির বাড়িতে গিয়ে মাংস আর পিঠা খেতে বললে আমরা মানা করি বলতেছি সারাদিন মাংসের উপরে আছি।
তারপর আমাদেরকে চানাচুর আর বিস্কুট দিলো। খালামণির দেওয়া বিস্কুটি খেতে খেতে আমার কেমন জানি চেনা চেনা লাগছিল তারপর মনে পড়ল এটা আমাদের কমিউনিটির লোগো মতো। আমরা যেসব আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলাম তারা আমাদের ২০০-৩০০ করে সালামি দিয়েছে যাতে আমরা অত্যন্ত খুশি।
রাতে একটা বন্ধুর বাড়িতে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বন্ধু আমাদের সেভেন আপ খাওয়াইলো। খাওয়া-দাওয়ার পর আমরা সবাই মিলে জমির হাটে চলে আসলাম। কুরবানীর ঈদে জমির হাটের হোটেলে দোকানে বড়াই এবং তেতুলের আচার বিক্রি হয়ে থাকে। আজ থেকে তিন চার দিন মাংস খাওয়ার নিয়ম রীতিনীতি চলতেই থাকবে। দুজনেরা খাওয়া-দাওয়া করার পর বাজারে যখন চা খেতে যায় তখন আচার খেয়ে থাকে। আচার হজম শক্তি বাড়ায় তাই প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে।
কেউবা খাওয়া দাওয়ার পর পলিথিনে করে বাড়ি নিয়ে যায় বউ বাচ্চাদের জন্য। আমরা সেখানে ২০ টাকার আচার কিনে নিলাম এবং আমাদের সিক্রেট পার্টি করতে চলে গেলাম। ঈদে আমরা রাত্রেবেলা প্রচুর পরিমাণে ইনজয় করে থাকি যা কখনো ভোলার মতো না। আমরা বন্ধুরা যেরকম মজা করে থাকি আমার মনে হয় অন্য কোন বন্ধুরা এভাবে মজা করতে পারবেনা। আমাদের বন্ধুদের মধ্যে বিনোদনের কোন কমতি কিংবা অভাব নেই। কারো যদি ডিপ্রেশন দূর করার দরকার হয় তাহলে শুধু দুইটা ঘন্টা আমাদের সাথে অতিবাহিত করবেন দেখবেন যে সব ডিপ্রেশন দূর করে দিবো।
না দেখলে মিস করবেন
https://youtube.com/shorts/pvQ3IouAkvM?feature=share
বন্ধুরা সবাই মিলে অনেক হাসি ঠাট্টা গল্প মজা মাস্তি করলাম। বন্ধুদের সাথে কাটানো সময় গুলো কখনো ভোলার মতো না। যেকোনো একজন বন্ধুকে উৎসাহ দিলে হাসির মঞ্চ গড়ে ওঠে আমাদের বন্ধুদের মাঝে। সোহান বন্ধু ছাগলের ডাকের অনুকরণ করে আমাদের মঞ্চটা কে আরো সুন্দর করে তোলে। কি আর বলবো ভাই হাসতে হাসতে আমরা একেবারেই শেষ। ঈদের দিনটি আমাদের অনেক সুন্দর কেটেছে যা কখনো ভোলার মতো না।
বন্ধুরা, এই ছিলো আমার আজকের ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ। |
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার ভিন্ন কমিউনিটির দুজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,
@may2015
@knopka145
আশা করি আপনারা দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ডিভাইস | রিয়ালমি ছি১৫ |
ফটোগ্রাফার | @mdparvaj |
বিষয় | ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত |
স্থান | পার্বতীপুর, জমির হাট |
আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম
@mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Vote for @bangla.witness
ইদ মোবারক। আপনার শেয়ার করা ছবি গুলো দেখেই যেকেউ বুঝতে পারবে আপনি দিনটি খুবই আনন্দের সাথে উৎযাপন করেছেন। এতগুলো ছবির পাশাপাশি আপনার শেয়ার করা ভিডিওটিও দেখেছি আমি। আপনার বন্ধু ছাগলের ডাক ডাকতে পারে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু
প্রথমে জানাই ঈদ মোবারক ভাই, বৃষ্টি থাকার কারণে আমরা ঈদের দিন ঘরের বাহিরে যেতে পারি নাই। মসজিদে নামাজ পড়তে হয়েছিল। ভিজে ভিজে গরু কাটছি। ছবি তোলার মত অবস্থা ছিল না। আপনি সুন্দর মুহূর্ত পার করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই
https://twitter.com/ParvejAkter1/status/1674478232870191105?t=Arpo2LicC7VYY2rzEjZIUQ&s=19
ঈদ মানে আনন্দ। আমরা ইদের মাধ্যমে আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত উপভোগ করি। আমরা সকলেই কুরবানি করার মধ্য দিয়ে সকল প্রকার হিংসা বিদ্ধেস ভুলে যাই। আশা করি আপনার দিনটি অনেক সুন্দর কেটেছে।
জী ভাই
বাহ! আপনার ঈদের দিন অনেক সুন্দর কাটিয়েছেন সেটা আপনার পোস্ট দেখলে বোঝা যাচ্ছে। সারা দিন কি করেছেন সেটাও বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ
ধন্যবাদ ভাই
দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি, ঈদের দিন খুব আনন্দের মাধ্যমে কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলোতে। খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
ঈদ প্রতিটি মুসলিমের জীবনে একটি আনন্দময় দিন।আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে ঈদের দিন অনেক আনন্দে কাটিয়েছেন।আপনার ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ আপু
প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মোবারক। আপনি ঈদের দিনের সুন্দর কিছু কিছু মুহুর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আসলে আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই