🐦🐦 বাংলাদেশের জাতীয় দোয়েল পাখির চিত্র অংকন 🐦🐦

in Steem For Traditionlast year

সবাইকে স্বাগতম

রোজ সোমবার

১৫-০৫-২০২৩ ইং

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সামনে একটা চিত্র অংকন উপস্থাপন করবো সেটি হলো আমাদের জাতীয় পাখি দোয়েল।

{{ কভার ফটো }}

IMG_20230515_115050.jpg

দোয়েল পাখি

গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্যে রুপরং এর সমারহে ভরপুর ছোট্ট দোয়েল পাখি। দোয়েলের কন্ঠ ভাব ভঙ্গিমা নিত্য প্রায় দেখা যায় গাছের ডালে ডালে। দোয়েল পাখি যখন গাছের এক ডাল থেকে অন্য ডালে যায় তখন তার নিত্য এবং মুহুমুহু কন্ঠের গান করে এবং শিস দেয় তখন বাঙালির বাংলার বৈচিত্র তখন আরো ফুটে ওঠে। তাই বাংলার অপরূপ সৌন্দর্যের সাথে দোয়েলের মিল রয়েছে বলে তাকে জাতীয় পাখি হিসেবে বিবেচনা করা হয়েছে।

তাহলে চলুন দেরি না করে চিত্রাংকনের ধাপগুলো দেখে নেয়া যাক:--------

.

চিত্র অংকনের ধাপ এবং উপকরণ:-----
উপকরণপরিমান
সাদা কাগজ১ টি
পেন্সিল১ টি
রাবার১ টি
কাটারটি
কলম১ টি

.

🐦🐦ধাপ:০১🐦🐦

IMG20230515101428.jpg

প্রথমত একটি সাদা কাগজে আমাদের অংকন করা দোয়েল পাখির মাথা সুন্দর ভাবে অংকন করে নিবো। মাথাটা এমনভাবে অংকন করবো যদি দোয়েল পাখির মাথা দেখতে ভিন্ন না লাগে। কারণ বিভিন্ন ধরনের পাখির মাথার সাইজ এবং ঠোটের সাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে। তাই আমাদের সুন্দরভাবে খুব মাথার সাথে সাথে দোয়েল পাখির ঠোঁট সোজা বরাবর অংকন করে নিতে হবে।

🐦🐦ধাপ:-০২🐦🐦

Screenshot_2023-04-18-20-32-13-36_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

মাথার এবং ঠোটের সাইজ বের করে নেওয়ার পর এবার আমাদের বডি এবং চোখ অংকন করার পালা। ঠোঁট এবং মাথার সাথে মিল রেখে আমাদের দোয়েল পাখির বডি অংকন করতে হবে। একটা দোয়েল পাখির বডি সাধারণত আড়াই থেকে তিন ইঞ্চি হয়ে থাকে। তারপর সুন্দরভাবে মাথার মাঝখানে হালকা উপরের দিকে চোখ অংকন করে দিতে হবে। চোখ ঠোট এবং বডিটি সম্পূর্ণভাবে অংকন করা হয়েছে।

🐦🐦ধাপ:০৩🐦🐦

IMG20230515102809.jpg

মাথা ঠোঁট এবং বডি অংকন করার পর দুইটি পা অংকন করার পালা। পা দুটি আমি এমন ভাবে অংকন করে নিবো যাতে করে মনে হয় একটি ডালের উপরে বসে রয়েছে। তাই আগে থেকে আমাদেরকে পায়ের আঙ্গুলগুলো হালকা ফাঁকা রাখতে হবে। তারপর আমরা ছবিটি অংকন করা শেষে ডাল এবং পাতা অঙ্কন করে নিব। তাই আগে থেকে আমাদের পরিকল্পনা করে পাখির পায়ের আঙ্গুল গুলো ফাঁকা করে রাখতে হবে।

🐦🐦ধাপ:-০৪🐦🐦

Screenshot_2023-04-18-20-32-13-36_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

এবার আমাদের সুন্দরভাবে দোয়েল পাখির লেজ অঙ্কন করতে হবে। আসল সৌন্দর্য তো দোয়েল পাখির লেজই থাকে। দোয়েল পাখি যখন এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ এক ডাল হতে অন্য ডালে উড়ে বেড়ায় তখন মুহু মুহু কণ্ঠের ডাকে এবং লেজ তুলে নাচে যা দেখতে অসাধারণ লাগে। তাই সর্বোপরি আমাদের দেশটি সুন্দরভাবে নিজ থেকে উপর বরাবর টানতে হবে এবং সম্পূর্ণ করতে হবে।

🐦🐦ধাপ:০৫🐦🐦

IMG20230515104759.jpg

আমরা সাধারণত জানি দোয়েল পাখির কালার দুইটি সাদা এবং কালো। এই দুইটি কালার মিলে একটি পাখি অর্থাৎ দোয়েল পাখি দেখতে অসাধারণ। আমরা জানি দোয়েল পাখির লেজের অংশ এবং পেটের অংশ সাদা হয়ে থাকে। তাই আমাকে পেটের অংশ এবং লেজের অংশ সাদা কালার দেওয়ার জন্য টানা এবং তলপেটে কালার দেওয়ার জন্য পশম আকারে লাইন টেনে নিবো। যাতে করে দোয়েল পাখিটি দেখতে অনেক সুন্দর দেখা যায়।

🐦🐦ধাপ:-০৬🐦🐦

Screenshot_2023-04-18-20-32-13-36_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

সম্পূর্ণ দোয়েল পাখিটিকে অংকন করার পর এখন আমার ডাল এবং পাতা লাগানোর পালা। আমিতো গাছের ডালটি সম্পূর্ণভাবে অংকন করেছি। তারপর আমি লক্ষ্য করলাম আমি যে বিছানায় বসে ছবিটি অংকন করেছি সেখানে কাগজে করে কতগুলো পেন্সিল কাটার দিয়ে পেন্সিল কাটার অংশগুলো পড়ে আছে। সেগুলো ভেঙ্গে ভেঙ্গে আমি পাতা হিসেবে ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমি যখন লক্ষ্য করি আমার চিত্রটি একেবারেই অসাধারণ হয়ে ওঠে।
🐦🐦ধাপ:০৭🐦🐦

IMG_20230515_164129.jpg

আমি যেহেতু রং পেন্সিল দিয়ে কোন পিকচার ফুটে তুলতে পারি না তাই আমি picsart ব্যবহার করি। এই পিক picsart অ্যাপে রয়েছে সুন্দর কালার কমিউনিকেশন। যা নিমিষ এর মধ্যেই একটি অংকন করা চিত্র কে অসাধারণ করে তুলতে পারে। তাই আমি সর্বোপরি এই অ্যাপস টি ব্যবহার করে থাকি।

🐦🐦ধাপ:০৮🐦🐦

সর্বশেষে আমি picsart অ্যাপে কালার কমিউনিকেশন যোগ করে আমার অংকন করা দোয়েল পাখির চিত্রটি ফুটিয়ে তুলেছি। এখন আমার অংকন করা চিত্রটি সম্পূর্ণভাবে একটি দোয়েল পাখির প্রতিছবিতে ফুটিয়ে তুলেছি।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের জাতীয় পাখি দোয়েল নিয়ে ছোট্ট একটি অঙ্কনের পোস্ট। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলেই ভালো থাকবেন।

🙋‍♂️আমার মতে🙋‍♂️

1684151494949.jpg

*

আমার মতে চেষ্টা করলে কোন কিছু অসম্ভব না চেষ্টাই মূল চেষ্টাই সব। চেষ্টা করলে বিশ্বজয় করা যায় তবে আমরা কেন পারব না। আমরা যদি চেষ্টা করি তাহলে এর থেকে আরো ভালো কিছু করতে পারবো। আমরা পারি আমরা পারবো আমাদের দ্বারাই সম্ভব। আমাদের মাঝে এখন জাতীয় পাখি দোয়েল দেখা যায় না। জাতীয় পাখি দোয়েল দেখা যাবে কিভাবে আমাদের আশপাশ ব্যবহৃত যেগুলো প্রকারের ইলেকট্রনিক্স ডিভাইস কিংবা বড় বড় টাওয়ার এর রেডিয়েশনের মাধ্যমে পাখি বৃদ্ধির হ্রাস দিন দিন কমে যাচ্ছে।

IMG_20230515_115050.jpg

দিন দিন পাখির সংখ্যা একেবারেই কমে যাচ্ছে যাতে করে আমাদের আবাদি কৃষি জমির উপর মারাত্মক আঘাত হানতেছে। এইসব পাখির দ্বারা আমাদের জমিতে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস হয়ে যায়। আমাদের এগুলো রক্ষা করা দায়িত্ব।*

তো বন্ধুরা এই ছিল আমার আজকের আর্ট বিষয়ক পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।

ডিভাইসরিয়াল ছি১৫
অংকন কারীর নাম@mdparvaj
বিষয়আর্ট
চিত্রদোয়েল

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

বাহ্ অসাধারণ ভাবে আমাদের জাতীয় পাখি আর্ট করছেন,জাতীয় পাখি দোয়েল দেখে খুব ভালো লাগলো,আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আর্ট পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

খুব সৃজনশীল ভাবে আপনার চিত্রটি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি আপনার পেন্সিলের খোসা দিয়ে ডাল পালা বানানো পদ্ধতিটি বেশ পছন্দ করেছি। আপনার আকানোর দোয়েল পাখিটিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু 🥰🥰

 last year 

আপনার দোয়েল পাখির চিএ অংকনটি দারুণ হয়েছে ভাইয়া। অংকনটি দেখে মনে হচ্ছে আপনি বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

খুবই সুন্দর অংকন করেছেন। দক্ষতার সাথে অংকটি সম্পন্ন করেছেন। সব থেকে ভালো লেগেছে ডালের পাতাগুলো, এটি অসাধারণ ছিল। ধন্যবাদ, এরকম ক্রিয়েটিভ আর্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই 💓💓

 last year 

আমাদের জাতীয় পাখি সুন্দর ভাবে আর্ট করেছেন। দেখে সত্যিই দারুণ লাগছে। সুন্দর লিখেছেন ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু 🥰🥰🥰

 last year 

দোয়েল পাখির আর্টটি আমার কাছে অসাধারণ লেগেছে ভাই।আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন দেখে বোঝা যাচ্ছে। দোয়েল পাখির আর্টের ধাপ গুলো বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ আপু🥰🥰🥰

 last year 

আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল। দোয়েল পাখির চিত্র অংকন চমৎকার হয়েছে। আপনি রংতুলির মাধ্যমে দোয়েল পাখির চিত্রটি আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাই

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 last year 

ধন্যবাদ ভাই 💓💓💓

 last year 

দোয়েল পাখির আর্ট দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। আপনি বেশ সুন্দর আর্ট করতে পারেন।দোয়েল পাখির আর্টটি ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট উন্নতি হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ বড় ভাই 💓💓💓💓

 last year 

বাহ আপনি তো অনেক সুন্দর আর্ট করেন। আপনার আর্টের কোনো তুলনা হয় না। আপনার আর্ট করা চিত্র দেখে একদম রিয়েল মনে হইতেছে। আপনার আর্ট একদম বাস্তব চিত্রকে ফুটে তুলেছে। অনেক ধন্যবাদ এমন একটি আর্ট আমাদের শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই 💓💓

 last year 

জাতীয় পাখি দোয়েলের চিত্র অংকনটি অসাধারণ। চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রংপেন্সিল দিয়ে সুন্দর করে চিত্র অংকনটি ফুটিয়ে তুলেছেন।

 last year 

হুমম🥴🥴🥴

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54408.81
ETH 2291.50
USDT 1.00
SBD 2.35