You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যর এক অনন্য নিদর্শন রামসাগর দিঘী। 🌊🌊🌊

in Steem For Traditionlast year (edited)
রামসাগর দিঘী

আমি রামসাগর দিঘিতে ঘুরতে গিয়েছিলাম। বেশ অনেক কয়েক বারই গিয়েছি। আমার কাছে এর ইতিহাস এবং দিঘীটি খুব ভালো লেগেছে। যুগ যুগ ধরে টিকে থাকাই নিদর্শনগুলো আমাদেরকে ইতিহাসের শিক্ষা দেয়। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আমাদের পূর্ব পরিচিতি। তখনকার মানবজাতি তখনকার কর্মকাণ্ড সব জানো আমরা বুঝতে পারি চোখ বন্ধ করে। বন্ধুদের সাথে বাজি ধরে আমি দুবার রামসাগর দিঘীর এপাী থেকে ওপার পারাপার করি সাঁতরে। তবে প্রথমবার কেন জানি দিঘির মধ্যখানে খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল আর মনে হয় পারবো না। তবে আমার ইচ্ছা শক্তি বলছিল তুমি পারবে। যেই কথা সেই কাজ কোন কিছু না ভেবে আমি সাতরাতে শুরু করলাম এবং পৌঁছে গেলাম কিনারে। সকল বন্ধুরা আমাকে সাধুবাদ জানালো যে আমাদের মধ্যে তুই শুধু একাই এদিকে পারাপার করলি। মানুষের ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায়। ওই এলাকার মানুষের কাছ থেকে অনেক সময় শোনা যায় তৎকালীন রাজা এক রাতেই এই পুকুরটি খনন করেছিলেন। অর্থাৎ এটি তার ইচ্ছা শক্তি তিনি ইচ্ছা করেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। আপনি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যর এক অনন্য নিদর্শন রামসাগর দিঘী নিয়ৈ একটি সুন্দর পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আশা করি সামনে আরো ভালো করবেন।

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যর এক অনন্য নিদর্শন রামসাগর দিঘী নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57459.32
ETH 3055.56
USDT 1.00
SBD 2.30