গ্রাম বাংলায় ছোট বেলার ঐতিহ্যময় খেলা।

in Steem For Tradition2 years ago

প্রিয় ব্লগারবাসী,
আসসালামু আলাইকুম, স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে আমার ছালাম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী খেলার স্মৃতি তুলে ধরার চেষ্টা করছি।

ছোট বেলায় বসন্তকাল মানেই দুষ্টুমি ভরা।

(১)
IMG_20230225_213539.jpg

বসন্ত কালে গ্রামে এই সময়টা বৃষ্টি থাকেনা তাই কাঁচা রাস্তায় ধুলার পরিমানটা বেশী থাকে। বিকেলে গ্রামের ছোট ছেলে মেয়েরা রাস্তার ধুলা উড়িয়ে খুব মজা করে খেলাধুলা করে। অনেক এই অবস্থায় বাড়িতে গেলে মায়ের মিষ্টি আদর খেয়ে থাকে। আদরের তালিকা থেকে আমিও বাদ যাইনি। আপনারা কখনও ধুলা উড়িয়ে থাকলে অবশ্যই কম্যান্টে জানাবেন।

(২)
গ্রামের খেলা মানেই সাক্ষী পাততে হবে।
★সাক্ষী পাতানো★

IMG_20230225_212226.jpg
এভাবেই গ্রাম অঞ্চলে কে আগে বা পরে খেলবে তা নির্ধারণ করা হয়। তিনজন করে হাত গুলো একসাথে করে উল্টো দিক থেকে সোজা করা হয় যেই একজনের হাত অমিল পাওয়া যাবে তাকে জয়ী হিসেবে ধরা হয়ে থাকে। তবে আপত্তি বাধে শেষে দুজনকে নিয়ে। তখন পূর্বের জয়ী একজন বাকি দুজনের সাথে হাত দিয়ে বলে থাকেন আমার যে করবে সে জয়ী না হলে বিজয়ীIMG_20230225_212300.jpg
সাক্ষীর করা হয়ে গেলে শুরু হবে খেলা।

(৩)
গ্রাম বাংলার আরো একটি ঐতিহ্যের খেলা হলো:
★কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ.........★

IMG_20230225_213013.jpg

সাক্ষীতে যে হেরে যায় তার চোখ বেধে সবার মাঝখানে ছেড়ে দেওয়া হয়। তারপর সবাই একে একে চোখবাধা খেলোয়াড়ের পিঠে, কমোরে, বা স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতে থাকে এর মধ্যে সুযোগ পেলে চোখ বাধা খেলোয়াড় অন্য খেলোয়াড়কে ছুঁতে পারলে সে তার চোখ বাধা থেকে অব্যাহতি বা যাকে ছুঁয়েছে এখন তার চোখ বাধা হবে।

উদাহরণ স্বরূপ: উপরের চোখ বাধা খেলোয়াড় একজনকে ছুঁয়ে দিয়েছে তাই তার চোখের বাঁধন খুলে যাকে ছুঁয়েছে তার চোখ বাধা হয়।

IMG_20230225_212116.jpg

(৪)
গ্রাম বাংলার আর একটি ঐতিহ্যবাহি খেলা হলো:
★গোল্লাছুট খেলা★

গোল্লাছুট খেলায় সাধারণত দুইটি দল হয়ে থাকে। একটি দল গোল বৃত্তের মধ্যে একজন দাড়িয়ে থেকে অন্য জনেরা একে অপরের হাত ধরে গোল গোল ছুটতে থাকে এবং গোল গোল ঘোরার সময় যেন কোন খেলোয়াড় পালিয়ে যেতে না পারে তাই অন্য টিমের খেলোয়াড় সাইটে থেকে পাহারা দেয়।

IMG_20230225_212824.jpg

যদি কোন কারনে গোল বৃত্তে থাকা টিমের খেলা নষ্ট বা খেলা চলে যায় তাহলে অন্যটিমের খেলোয়াড় নতুন ভাবে খেলা শুরু করে। খেলাটি এখন গ্রামে দেখতে পাওয়া যায় না।

IMG_20230225_212929.jpg

(৫) গ্রাম বাংলার আর একটি ঐতিহ্যবাহি খেলা হলো:
★টায়ার খেলা★

গ্রামের ছোট ছেলেরা একটু বড় হলেই বাড়ির সাইকেল বা ভ্যানের পুরাতন টায়ার গুলো দিয়ে একটি ছোট কাঠির মাধ্যমে হালকা আঘাত দিয়ে অল্প স্পিড থেকে বেশী স্পীড তুলতে পারে।
IMG_20230225_211656.jpg

দুরন্ত ছেলে মেয়েরা টায়ার বেশি খেলে থাকে। এই খেলাটি তারা অনেক মজা করে খেলে। ছোট বেলায় সুযোগ পেলে অনেকে এই খেলাটি খেলে থাকে।

ছোট বেলার বন্ধুত্ব গুলো অনেক খুনসুটি হয়ে থাকে। বড় হয়ে যখন লেখাপাড়া বা কর্মের তাগিদে বাহিরে যেতে হয় তখন এই স্মৃতি গুলো অনেক কষ্টকর হয়ে থাকে।
IMG_20230225_213729.jpg

কোন খেলাটি আপনার সবথেকে ভালো লাগে অবশ্যই জানাবেন।

।অনেক কথা লিখেছি কোন প্রকার ভূল-ভ্রান্তি ইচ্ছাকৃত নয়।
।--।

Sort:  
 2 years ago (edited)

গ্রাম বাংলার অনেক পুরাতন খেলা সম্পর্কে আপনি লিখেছেন। স্কুলে পড়ার সময় কানামাছি খেলেছি অনেক। এই কানামাছি খেলা নিয়ে একবার শিক্ষকের হাতে মাইর খেয়েছিলাম। গ্রামের ছেলে ছোট ছোট ছেলে মেয়েরা এগুলো এখনো খেলে । শুভকামনা রইল ভাই আপনার জন্য

 2 years ago 

ভাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা প্রদানের জন্য আপনার ভালো মন্তব্য পেলে আরো ভালো পোস্ট লেখাতি উৎসাহিত হবো।

 2 years ago 

আপনি সুন্দর একটি পোস্ট করেছেন। কানামাছি ভোঁ ভোঁ খেলা আমরা এখনো খেলি ভাই ছোটদের সাথে। আপনি ঐতিহ্য নিয়ে সুন্দর পোস্ট করেছেন। ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ

আপনার এই পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো কতোই না সুন্দর ছিলো দিনগুলো। মাগরিবের আজান দিলেও বাসায় যাওয়ার কথা মনে হয় না। কত কিছুই না করতাম খুম মিস করি দিন গুলো। খুব সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

ধন্যবাদ

 2 years ago 

এই খেলা গুলো গ্রামবাংলার ঐতিহ্য ধরে রেখেছে। এরকম অনে খেলা আছে যা আমরা ছোটো বেলায় খেলেছিলাম৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন। সুন্দর লিখেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 

গ্রাম বাংলার অনেক পুরাতন খেলা সম্পর্কে আপনি লিখেছেন। ছোটবেলায় আমি গোল্লাছুট খেলেছি। আপনি যথার্থ বলেছেন, বসন্ত কাল মানেই হলো ধুলা-বালিপূর্ণ রাস্তা। টায়ার খেলাটি আমি কোনদিন খেলি নি তবে টায়ার ব্যালেন্স করা মনে হয় খুব সহজ কাজ নয়। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। টায়ার খেলা প্রথম দেখেছেন আমাকে অনেক ভালো লাগলো। steemit মাধ্যমে হলেও একটি খেলা দেখলেন ছোট বেলার।

 2 years ago 

আপনার পোস্টটি ছোট বেলার কথা মনে করিয়ে দেয়। যখন ছোট ছিলাম গোল্লাছুট ও কানামাছি খেলা অনেক খেলছি। ছোট বড় সবাই মিলে এই খেলায় অংশগ্রহণ করে।সুন্দর একটি পোস্ট।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 

আমি অনেক করতাম এমন কাজ। মাঝে মাঝে হাত দিয়ে উঠাই ছিটে দিতাম। কিন্তু এখন আর কাউকে ধুলা নিয়ে খেলতে তেমন দেখা যায় না। এইটি একটি সৃতিচারণ মাত্র। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।

 2 years ago 

মনের কথা বলছেন আপনার মত আমিও করতাম কিন্তু পোস্টে বলতে পারি নাই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 

ছোট বেলা মানেই দুরন্তপনা, শৈশব কতোই না মধুর ছিলো আপনার পোস্টের ফুটে উঠেছে। গুল্লাছোট ছোলোবেলায় খেলতাম, সাক্ষী পাতানো খেলাটা আমাদের আঞ্চলিক ভাষায় তিল্ল খেলা, সুন্দর লিখছেন ভাই। অনেক ধন্যবাদ শুভ কামনা রইলো

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই ছোটবেলা স্মৃতিগুলোকে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য।ছোটবেলায় অনেক খেলেছি এইভাবে এইসব খেলা গুলোকে আসলে অনেক মিস করি।ভাই ছোটবেলার স্মৃতি বিজড়িত খেলা গুলোকে নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে আবারও।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপনাদের মন্তব্যের জন্য আরো ভালো পোস্ট লেখার উৎসাহিত হবো।

 2 years ago 

গ্রাম বাংলায় ছোট বেলার ঐতিহ্যময় খেলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।ছোট বেলায় আমরা রাস্তা দিয়ে হাটার সময় আমরা প্রায় এই খেলাটি খেলতাম। এখনও আমরা মাাঝে মাঝে খেলি।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপনাদের মন্তব্যের জন্য আরো ভালো পোস্ট লেখার উৎসাহিত হবো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63820.95
ETH 2497.43
USDT 1.00
SBD 2.69