শীতের সকাল

in Steem For Tradition2 years ago

STEEM FOR TRADITION
traditional blog



আসসালামু আলাইকুম, স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক শীতের মধ্যে কোনমতে ভালো আছি। গ্রাম বাংলার শীতের সকাল গ্রামগুলির প্রচন্ড ঠান্ডা ও শীত দিয়ে ভরপুর।

IMG_20230109_112004.jpg

গ্রামগঞ্জে আগের তুলনায় এবারের শীতটা অনেকটাই বেশি লাগতেছে। সকাল একটু দেরিতে ঘুম থেকে উঠেছি উঠে দেখি প্রচন্ড শীত। শীতের সকাল তাই প্রচুর ঠান্ডা তারমধ্যে সকালে একটু বাইরে গেলাম। বাইরে প্রচুর বাতাস তাই ঠান্ডাটা অনেকটাই বেশি। শীতের সকাল অন্য প্রকৃতির থেকে অনেকটাই ভিন্ন ধরনের। শীতের সকালের রোদ খুব মিষ্টি হয়। তবে আজকে অন্যদিনের থেকে কুয়াশাটা সকালবেলা একটু কম দেখলাম। হয়তোবা আমি একটু দেরিতে উঠেছি তাই কুয়াশা দেখতে পাইনি।

IMG_20230106_104339.jpg

তবে তখন প্রচুর বাতাস ছিল এবং ঠান্ডাও।শিশিরভেজা জমি-বাড়ি চারদিকে প্রচণ্ড ঠাণ্ডা। শীতের দিন ঠান্ডার দিন তাই মানুষ একটু দেরিতে ঘুম থেকে উঠে। যে যার কাজ কর্ম করে। আজকের দিনের সকল গুলো বেশ ভালই লাগে চারদিকটা কুয়াশায় ভরা শীতের সকালে পচন্ড ঠান্ডা এবং তার সাথে হালকা বাতাস। শীতের সকাল একটু কষ্ট কর হলেও বেশ মজার হয়ে থাকে।

IMG_20230106_103907.jpg

IMG_20230106_104013.jpg

তবে শহর ও গ্রামের শীতের সকালের নানা ধরনের রূপ দেখা যায়। তবে গ্রামের শীতের সকালে শহরের শীতের সকালের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। তবে শহরের থেকে গ্রামের শীতের সকালগুলো বেশ ভালই লাগে। গ্রামের শীতের সকালে কুয়াশায় সবকিছু ঢাকা থাকে।

IMG_20230106_103532.jpg

IMG_20230106_103159.jpg

গ্রামের শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। তবে গ্রামের শীতের সকালে মানুষেরা আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম ধরায়। শীতের সকালে আগুন জ্বালিয়ে শরীর গরম করার মজাটাই অন্যরকম। শীতের সকালে গ্রামবাংলায় প্রতিটি বাড়িতে প্রতিদিনই প্রায় ভাপা পীঠের আয়োজন করা হয়। শীতের সকালে ভাপা পিঠা খেতে বেশ দারুন লাগে।

IMG_20230106_102318.jpg

IMG_20230109_113240.jpg

IMG_20230106_103738.jpg

গ্রাম গঞ্জের তুলনায় শহরের ঠান্ডাটা তুলনামূলক অনেকটাই কম দেখা যায়। শীতের সকালে লোকজন ঠান্ডার মধ্যে উঠিয়ে যে তার কাজকর্ম করতে থাকে গ্রামগঞ্জে। কিন্তু শহরে অনেকেই তাদের অফিস আদালতে যাওয়ার প্রস্তুতি নেয়। শীতের দিনে অনেক ঠাণ্ডা হলেও মজার বিষয় হচ্ছে শীতের সময় গ্রামগঞ্জে অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়। শীতের দিনে উঠিয়ে অনেক ধরনের পাখি পশু পাখি দেখা যায়, অন্য কিছুর উপরে চুপ করে বসে থাকা। ধন্যবাদ সবাইকে আমার শীতের সকালের এই পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 2 years ago 

গ্রামের অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন৷ প্রত্যেকটি ছবিই চমৎকার হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

শীতের সকাল নিয়ে সুন্দর একটি উপস্থাপনা।অনেক সুন্দর করে পোস্টটি সাজিয়ে লিখেছেন। সকালের ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দুর ছবিটি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

আপনি সুন্দর একটা পোস্ট করেছেন,,ছবি গুলো ওনেক সুন্দর হয়েছে,, তবে এবারের শীত ওনেক বেশি,,

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

শিত কালিন সকাল নিয়ে অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

অসাধারণ গ্রামের ফটোগ্রাফি, শুভ কামনা রইলো ভাই

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

শীতের সকাল অনেক কষ্ট কর হয়। তবুও অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই আপনি। ছবিগুলো দারুণ তুলেছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

শীতে সকালে কুয়াশায়,ঢাকা থাকে পুরো গ্রাম বা শহরবন্দর। তবে শীতকালে ভাপা খেতে বেশ ভাল লাগে।আপনার তোলা ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। আপনি শীতকালীন উৎসব নিয়ে কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62170.06
ETH 2415.65
USDT 1.00
SBD 2.65