গ্রাম বাংলার হাট বাজারের তেলে ভাজা খাবার

in Steem For Tradition2 years ago

STEEM FOR TRADITION
traditional blog



আসসালামু আলাইকুম
আসা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।প্রাচীন কাল থেকেই গ্রাম বাংলার হাট বাজার চলে। গ্রামের লোকেরা সন্ধ্যায় হাট বাজারে গিয়ে আড্ডা দেয়। এবং হাটবাজারে প্রাচীনকাল থেকেই বিভিন্ন রকম দোকানদারি করে থাকেন বিভিন্ন ধরনের মানুষ। প্রাচীনকালের থেকে বর্তমান সময়ের হাট-বাজার এখন অনেক আধুনিক হয়েছে। তাই এখনও প্রাচীনকালের মত হাট বাজারের দৃশ্য দেখা যায়।

InCollage_20221231_143100792.jpg

সন্ধ্যার পর হাটবাজারে বিভিন্ন রকম মানুষ যায়। এবং হাট বাজারের বিভিন্ন রকম ভাজাপোড়ার দোকান দেখা যায়। এবং তাদের বাজারে প্রচুর পরিমাণে বেচা-বিক্রিও হয়ে থাকে। খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে তবে আমাদের শরীরের পক্ষে ততটা ভালো না।তার পরও অনেকএগুলো খাবার পছন্দ করে এবং প্রতিনিয়ত বাজারে গিয়ে সব খাবার খায়। তাদের শরীরের পক্ষে খাবারগুলো ততটা উপকারী নয় তবুও তারা ভাজা পোড়া তেল জিনিস খেয়ে থাকে।বিশেষ করে তাদের তেলগুলো আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে । তারা ভাজাপোড়া ক্ষেত্রে ভালো তেল ব্যবহার করে না।

IMG_20221227_193637.jpg

IMG_20221227_193645.jpg

তবে হাট বাজারের দোকান গুলো স্থায়ী নয়। গ্রাম বাংলার হাট বাজারের ভাজাপোড়া দোকানগুলো খুব একটা বড় আকারের না। দোকান গুলো অল্প জায়গাতেই বসা দেখা যায়। তাই তারা প্রতিদিন তাদের দোকানগুলো নিয়ে বসতে পারে যেখানে সেখানে।ছোট একটা যায়গা হলে তাদের বসার ব্যবস্থা হয়ে যায়।

IMG_20221227_193937.jpg

IMG_20221227_193502.jpg

তবে হাট-বাজারের ভাজাপোড়া গুলো খেতে অনেক সুস্বাদু হলেও আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। তাই এসব ভাজাপোড়া তেলের জিনিস বেশি খাওয়া উচিত না। তাতে আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় বা আবার বড় বড় রোগ সৃষ্টি হতে পারে। সব কারনে বড় বড় রোগ সৃষ্টি হয় আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের এসব খাওয়া থেকে দূরে থাকাই ভালো। তাই আমাদের এসব খাবার থেকে যথাসম্ভব দূরে থাকাই অনেক ভালো। তাতে আমাদের শরীর ভালো থাকবে কোন প্রকার রোগে আক্রান্ত হব না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

Regard's @mahim22

Sort:  
 2 years ago (edited)
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

চমৎকার লাগল। ভাজাপোড়া খেতে ভালই লাগে। ধন্যবাদ ভাই

 2 years ago 

পাপড় ভাজা আমার পছন্দের একটি খাবার। আমি হাট বাজারে গেলেই পাপড় খাই। গ্রাম বাংলার হাট বাজার এইসব দোকানের এসব খাবার পাওয়া যায়।আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

এসব ভাজা খেতে খুবই মজাদার আপনি অনেক সুন্দর লিখছেন ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আমার পছন্দের খাবার এটি। আমিও প্রচুর ভাজা পোড়া খেতে পছন্দ করি। সুন্দর লিখেছেন ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

পাপড় আমার প্রিয় খাবার ছিল। একবার পাপড় বানানোর পরিবেশ এবং পাপড় রোদে শুকানোর জায়গা দেখার পর পাপড় খেতে ইচ্ছে করে না এখন। ঘরে পাপড় বানানো হলে সেটা খাই এখন।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

ডালের পাপড় আমার খুব পছন্দের একটি খাবার।বাজারে গেলে প্রায়ই আমি ডালের পাপড় খেয়ে থাকি। তবে এখন এসিডিটি জনিত কারণে অসুস্থতা থাকার কারণে তেমন আর ডালের পাপড় খাওয়া হয় না।আসলে এইগুলা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।এসব খাবার পাম তেল দিয়ে দেখি প্রায়ই ভাজা হয় এবং বদহজম সৃষ্টি করে।এসব খাবার তাই কম খাওয়াই ভালো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ভাজা পোড়া খাবার গুলো মুখরোচক হয়ে থাকে তাই সবাই খায়।আমি এগুলো খেতে পছন্দ করি।তবে বেশী খাওয়া উচিত নয়।কোন হাট এটি ভাই জানাবেন।

 2 years ago (edited)

কুতুবডাঙ্গা

 2 years ago 

তেলেভাজা খাবার গুলো মুখরোচক হয়ে থাকে৷ তবে অস্বাস্থ্যকর। তবুও খেতে ভালোই লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

গ্রামের হাটের দৃশ্য গুলো ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। বাবার কাছ থেকে টাকা নিয়ে গ্রামের বন্ধুরা মিলে হাটে যেতাম ভাজা পোড়া খাইতে। সুন্দর একটি পোস্ট লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62195.97
ETH 2415.56
USDT 1.00
SBD 2.64