বাংলার ঐতিহ্যবাহী উৎসব নববর্ষ By @labibasultana

in Steem For Tradition2 years ago

Mangal_Shobhajatra_in_Dhaka.jpg
Source

আমি @labibasultana আমি আছি বাংলাদেশ থেকে। আজ আলোচনা করবো বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসব
নববর্ষ নিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসব এর কথা আসলেই প্রথমে যেটা মাথায় আসবে পহেলা বৈশাখ বা নববর্ষ।বাংলার মানুষ ধর্ম,জাত নির্বিশেষে এই উৎসবে যোগ দেয়। নববর্ষ মানেই হচ্ছে বাংলার সকল ঘরে ঘরে খুশির আমেজ।

ইতিহাস -

ইংরেজি সালের ১৪ই এপ্রিল বাংলা সালের বছরের প্রথম দিন পালন করা হয় পহেলা বৈশাখ বা নববর্ষ।সৌর পঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস পালন করা হয় অনেক আগের থেকে। বাংলা প্রথম মাস শুরু হয় ইংরেজি বছরের এপ্রিল মাসের মধ্য দিক দিয়ে। বর্ষ বরণ পালিত হয় বাংলাদেশ, ভারতে। এই দিনটি বাংলার মানুষ পান্তাভাত, মেলা, শুভযাত্রা,হালখাতা দিয়ে উদযাপন করে থাকে বাংলার মানুষরা।

Panta_Ilish_-_a_traditional_platter_in_Pohela_Boishakh_2016_(02).jpg
Source

পান্তাভাত -

পান্তাভাত হলো বাংলার এক ঐতিহ্যবাহী খাবার। পানি ভাতের সাথে ইলিশ মাছ আর ভর্তা। একসময় কৃষকরা পান্তাভাত খেতো অভাবের কারনে এখন মানুষ বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য নববর্ষ এর দিন পান্তাভাত খায়। শহরে প্রায় অনেক জায়গায় ভান্তা উৎসব করে থাকে।

মেলা -

শহরে আর গ্রামে সব জায়াগায় মেলা বসে থাকে। মেলায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন ফুচকা চটপটি,মিষ্টি, নিমকি ইত্যাদি। অনেকেই মেলায় গিয়ে হাতে গালে আর্ট করায় নববর্ষ লিখে। ছোট,বড় প্রায় সকলেই মেলায় আসে ঘুরে বেড়ায়। সবার মধ্যে এক অন্যরকম খুশি কাজ করতে থাকে।

শুভযাত্রা -

Boishakhi_Mela_in_Chittagong,_Pohela_Boishakh_(2013)_-_19180629690.jpg
Source

বাংলার ঐতিহ্য অনুসারে শুভযাত্রা করা হয় মনে করা হয় এটা মানুষের কল্যাণ বয়ে আনে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বের হয়ে বিভিন্ন শহর ঘুরে তারপর আবার চারুকলা ইন্সটিটিউটে ফিরত আসে। এটা নববর্ষ এর একটি অংশ।

হালখাতা -

সাধারণত ব্যবসায়ীরা হালখাতা করে থাকে। সারাবছরের হিসাব বাকি থাকে সেই হিসাব ওই দিন সকল পাওনা টাকা হালখাতার দিন পরিশোধ করে।

Pohela_boishakh.jpg
Source

বাংলার জাতিগত উৎসব হচ্ছে নববর্ষ এখানে বর্ণ, ধর্ম বিভেদে এই উৎসব পালন করে। গ্রামে নববর্ষ মানে কৃষকরা নতুন ধান ঘরে তুলবে।নতুন চালের পিঠা বানাবে। কৃষকরা অনেক খুশি থাকে।

Sort:  
 2 years ago 

বাংলাদেশের ঐতিহ্য হলো বাংলা নববর্ষ। সুন্দর লিখেছেন।

10% beneficiary hive-131369 করবেন।

ধন্যবাদ আপু 💞

 2 years ago 

পরেরবার খেয়াল রাখবো।

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

নবান্ন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

নববর্ষ বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব। আট বাঙালি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়ে থাকে এই বাংলা নববর্ষের দিনে। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য ❤️

 2 years ago 

নববর্ষ উৎসব নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন পোস্ট পড়ে অনেক ভালোই লাগলো এই রকম পোস্ট করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ❤️

 2 years ago 

বাংলার ঐতিহ্যবাহী উৎসব গুলোর ভেতর নববর্ষ হল অন্যতম কারণ এ সময় বাংলাদেশের আনাচে-কানাচে মানুষ উৎসব মকর পরিবেশে থাকে সবসময় এ সময় অনেক রকম উৎসব আমাদের আয়োজন করা হয় খুব সুন্দর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যি বলতে নববর্ষ সবার উৎসব। ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য

 2 years ago 

নববষ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। তথ্য গুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।ছবি গুলো নিজের হলে পোষ্টটি আরো সুখ হতো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য ❤️

 2 years ago (edited)

বাংলা নববর্ষ আমাদের কাছে অনেক ঐতিহ্যবাহী একটি উৎসব। করনা মহামারীর কারণে গত কয়েক বছর এ উৎসব থেকে বাঙ্গালী জাতি বঞ্চিত হয়েছে। অনেক ভালো লিখেছেন আপু শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61949.37
ETH 2415.67
USDT 1.00
SBD 2.65