ঐতিহ্যবাহী উৎসব পহেলা ফাল্গুন/ বসন্তোৎসব

in Steem For Tradition2 years ago (edited)

বসন্ত উৎসব

IMG-20230214-WA0027.jpg

বসন্তের আমেজ

আজ ফাল্গুনের ৭ম দিন কিছুদিন আগে ছিল ফাল্গুনের প্রথম দিন কিংবা বসন্ত উৎসব। বসন্তোৎসব মানেই বাংলার মানুষের কাছে এক ঐতিহ্যবাহী উৎসব মুখো এক আনন্দের দিন। প্রতি বাঙ্গালীর কাছে এ জন্য এক খুশির আমেজ বয়ে আনে। বুঝতেই পারছে কি নিয়ে কথা বলতে যাচ্ছি কথা বলবো আমাদের ঐতিহ্যবাহী ফাল্গুন উৎসব নিয়ে। আমি লাবিবা(@labibasultana) পুরো পোষ্ট জুড়ে কথা বলবো ফাল্গুন উৎসব নিয়ে।


এই পোষ্টে আপনি যা জানতে পারেন -

১. বসন্ত উৎসব নিয়ে কিছু তথ্য।
২. বসন্ত উৎসব কেন পালন করা হয়?
৩. বাংলার মানুষ কীভাবে ফাল্গুন/ বসন্ত উৎসব পালন করে থাকে?

ফাল্গুন/ বসন্ত উৎসব নিয়ে কিছু তথ্য -


IMG-20230214-WA0052.jpg

বসন্তোৎসবের মেলা

ফাল্গুনে প্রকৃতি এক নতুন সাজে সেজে উঠে। প্রকৃতি ভরে উঠে ফুলে ফুলে গাছে নতুন পাতা গজানো শুরু হয় নতুন ফলের দেখা পাওয়া যায়। এ জন্য প্রকৃতির উৎসব। প্রতি ঋতু বদলালে প্রকৃতি নিজের মতো বদলায়। ফাল্গুন ও চৈত্র মাস মিলিয়ে বসন্ত হয়ে থাকে। এই সময় না থাকে ঠান্ডা না থাকে গরম একটা মাঝামাঝি অবস্থায় থাকে মানে নাতিশীতোষ্ণ থাকে। বাংলাদেশ ও ভারতের কিছু জায়গায় এই বসন্ত উৎসব পালন করা হয়।

বসন্ত উৎসব কেন পালন করা হয়?


IMG-20230214-WA0020.jpg

আমাদের বসন্ত

পৃথিবীর অন্যান্য দেশে ঋতু ৪ টা হলেও আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ বা পাশের দেশ ভারতে ৬ টা ঋতু। তার মধ্যে বসন্ত সবচেয়ে সুন্দরতম ঋতু। দীর্ঘ কয়েক দিন শীতের পর বসন্তের দেখা মিলে। পহেলা ফাল্গুন শীত ঋতুর শেষ এবং বসন্তের শুরুকে চিহ্নিত করে। এটি আনন্দ এবং উদযাপনের একটি দিন, এবং লোকেরা প্রায়ই ঋতুকে স্বাগত জানাতে উজ্জ্বল, রঙিন পোশাক এবং ফুল পরিধান করে। এদিনে দেশের বিভিন্ন স্থানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে, পহেলা ফাল্গুন উদযাপন প্রায়শই ঐতিহ্যবাহী পোশাক, বিশেষ করে লাল, হলুদ এবং কমলা কাপড় দিয়ে তৈরি শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে চিহ্নিত করা হয়। ফুলের আদান-প্রদানের মাধ্যমেও দিবসটি পালন করা হয়, বিশেষ করে পলাশ ফুল, যা ভালোবাসা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়।পহেলা ফাল্গুন একটি প্রাণবন্ত এবং রঙিন উপলক্ষ যা বসন্তের আগমন এবং এটি নিয়ে আসা আশা ও আনন্দ উদযাপন করে।

বাংলার মানুষ কীভাবে ফাল্গুন/ বসন্ত উৎসব পালন করে থাকে?

IMG_20230220_204839.jpg

বায়স্কোপ

পহেলা ফাল্গুন উদযাপন শুধু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যান্য অংশে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের দ্বারাও উদযাপন করা হয়। কীভাবে পালন করা হয় -

১. উৎসব উপভোগ করার জন্য উদ্যান, সাংস্কৃতিক কেন্দ্র এবং অন্যান্য পাবলিক স্থানে মানুষ জড়ো হওয়ার সাথে দিনটি অত্যন্ত উৎসাহ ও শক্তির সাথে পালিত হয়। তরুণরা প্রায়ই র‌্যালি ও মিছিলে অংশগ্রহণ করে, প্রেম, শান্তি এবং বন্ধুত্বের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করে।

২. পহেলা ফাল্গুনও ভালবাসার দিন, এবং অনেক দম্পতি উপহার, কার্ড এবং ফুল বিনিময় করে একে অপরের প্রতি তাদের স্নেহ প্রকাশ করে। এটি বিবাহ এবং ব্যস্ততার জন্যও একটি জনপ্রিয় দিন।

IMG_20230220_204032.jpg

বসন্তের সাংস্কৃতিক অনুষ্ঠান

৩. খাবার উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই অনুষ্ঠানের জন্য বিশেষ সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। ফুচকা, ঝালমুড়ি এবং ঘুগনির মতো স্ন্যাকসের সাথে পিঠা, সন্দেশ এবং রসগোল্লার মতো ঐতিহ্যবাহী খাবারগুলি জনপ্রিয়।

৪. পহেলা ফাল্গুন উদযাপনও সাংস্কৃতিক প্রতিফলনের একটি সময়, অনেক লোক এই উপলক্ষটি ব্যবহার করে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। শিল্পী, কবি এবং লেখকরা প্রায়শই তাদের কাজ প্রদর্শন করেন এবং বাঙালি সংস্কৃতি ও সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে বিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হয়।

IMG-20230214-WA0147.jpg

বসন্তের উপহার


ধন্যবাদ সবাইকে,

আশা করি আপনার ভালো লাগবে আমার লেখাটি। আমার কোন ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।প্রতিটি ছবি আমার তোলা

"আসসালামু আলাইকুম"

contact Me -

twitter ,Linkedin,Gmail

Sort:  
 2 years ago 

এক সময় বসন্ত উৎসব নিয়মিত পালন করা হতো। গত কয়েক বছর যাবৎ সেভাবে আর কোথাও দেখা যায় না করোনাভাইরাসের কারণে। ভালো লিখেছেন শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ❤️

 2 years ago 

বাঙ্গালীদের জীবনে বসন্ত মানেই এক অন্যরকম অনুভূতি ।বসন্ত মানেই চারপাশে যেন বিভিন্ন রঙের ফুলের সৌরভ ও সৌন্দর্য। বসন্ত উৎসব নিয়ে অনেক সুন্দর একটি উপস্থাপন আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো । ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।বসন্ত উৎসব সম্বন্ধে অনেক সুন্দর লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

😇ধন্যবাদ আপু পোষ্টটি পড়ার জন্য

 2 years ago 

বসন্তের উপহার

আমরাই বসন্তের উপহার পাই না৷ এমনি কপাল নিয়ে পৃথিবীতে আসছি। ২৭ টা বসন্ত পার হলো ফুল কপালে জুটলো না৷

 2 years ago 

🤣🤣🤣🤣ব্যাপার না বউ বাড়িতে থাকলে পাওয়ার চান্স ছিলো

 2 years ago 

বসন্ত মানেই বাঙ্গালীর মহা উৎসব, ফাগুন মানেই নতুন দিগন্ত, প্রকৃতি সাজে তার নিজস্ব রুপে। ফাগুন এবং বসন্ত নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করছেন আপু, অনেক তো গুরাগুরি করলেন আপু তবে বায়স্কোপ টা আমার কাছে অসাধারণ লাগছে। শুভ কামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য 😇

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

ঐতিহ্যবাহী উৎসব পহেলা ফাল্গুন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।আপনার পোস্টি অসাধারণ হয়েছে। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য 😇

 2 years ago 

পহেলা ফাল্গুন নিয়ে অসাধারণ লেখছেন আপু, আমাদের এই দিকে এমন পহেলা ফাল্গুন হয় না, যার কারনে আমার দেখাও হয় না। আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো এমন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য

 2 years ago 

এই রকম ফাল্গুনের বসন্ত উৎসব। পালন করে না আমাদের এই দিকে ,আর আমি দেখিও নাই এই রকম ফাল্গুনের উৎসব পালন করতে যাই হউক অসাধারন হয়েছে পোস্ট এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ❤️

 2 years ago 

বসন্ত মানে অন্য রকম অনুভূতি সব বাঙ্গালিদের জীবনে। বসন্তের ছোয়া প্রতিটি মানুষের মন রাঙিয়ে দেয়। এর সাথে সাথে গাছে গাছে দেখা যায় বিভিন্ন রকমের ফুলের সমাহার। আপনার পোস্ট পড়ে ভাল লাগল।পোস্টে মার্কডাউন আরেকটু ব্যবহার করলে পোস্ট আরো কোয়ালিটি সম্পন্ন হবে।

 2 years ago 

I will try next time thank you very much for your advice
It help to me

 2 years ago 

আপনার কলেজের পাশেই থাকি একবার বলতেন আমি যাইতাম 😒😒। ছোট ভাইটারে একটু ডাকে ফুসকা খাওয়াবেন😁🤭 ছোট ভাইটা দোয়া করবে আপনার জন্য 🤲। তবে ভালোই অনুষ্ঠান হয় আপনার কলেজে। পরিক্ষা ছাড়া যাওয়ায় হয়না আপনার কলেজে।
ধন্যবাদ আপু খুব ভালো লাগল আপনার পোস্ট পড়ে।💝💞

 2 years ago 

🤣🤣ওকে ভাইয়া নেক্সট টাইম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61952.36
ETH 2417.96
USDT 1.00
SBD 2.64