ঐতিহ্যবাহী বাংলাদেশ সাময়িক যাদুঘর

in Steem For Tradition2 years ago

বাংলাদেশ সাময়িক যাদুঘর

IMG-20230207-WA0018.jpg

বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলাদেশ সাময়িক যাদুঘর এর নাম শুনলে আপনার মাথায় প্রথমে কি আসবে? অথবা মিলিটারি মিউজিয়াম এর নাম শুনলে? যেখানে মিলিটারি দের ব্যবহারের জিনিস পত্র বা তাদের যুদ্ধে ব্যবহার কৃত জিনিস। তবে আজ চলুন কথা বলবো বাংলাদেশের সাময়িক যাদুঘর নিয়ে।

আজকে এই পোষ্টের মাধ্যমে যা যা জানতে পারবেন তা নিচে উল্লেখ করা হলো -

১. বাংলাদেশ সাময়িক যাদুঘরের কিছু তথ্য।
২. কীভাবে যেতে হয় বাংলাদেশ সাময়িক যাদুঘরে?
৩. এটি ঘুরে দেখার জন্য কেমন?
৪. বাংলাদেশের ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে এটি কি ধারনা দেয়?

IMG-20230207-WA0025.jpg

নামবাংলাদেশ সাময়িক যাদুঘর
স্থানবিজয়সরণী,ঢাকা
টিকিট১০০ টাকা (1$)

বাংলাদেশের সাময়িক যাদুঘর নিয়ে কিছু তথ্য -

এই যাদুঘর এর টিকেট কাটতে হয় অনলাইনে। ফরেনারদের জন্য ৫০০ টাকা আর বাংলাদেশের নাগরিকের জন্য ১০০ টাকা। যাদুঘরটা অনেক বড় সাথেই কফিশপ আছে। সিনেপ্লেক্স ও আছে। সব কিছুর জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে। এই যাদুঘর সম্পূর্ণটাই আর্মি দিয়ে পরিচালিত তাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন। এটা মূলত আন্ডারগ্রাউন্ড সহ বলতে গেলে ৫ তালা। আসে পাশে সবুজে ঘেরা। আর্মিদের যুদ্ধে ব্যবহার কৃত সকল ধরনের বন্দুক, গ্রেনেড, আর্মি দের ব্যাচ, আর্মি দের সকল কাজের মডেল ইত্যাদি।

কীভাবে যাবেন সাময়িক যাদুঘরে?

মেনরোডে এর সাথে সাময়িক যাদুঘর। বিজয়সরণী থেকে ডানে মোর নিলেই ৫ মিনিট হাটলেই পেয়ে যাবেন। যদি ফার্মগেট হয়ে আসেন তবে হাতের বামে পড়বে। সংসদ ভবনের কাছেই। টিকেট অনলাইনে কাটতে হয় সেটার জন্য তাদের ওয়েবপেইজে একাউন্ট রেজিস্টার্ড করতে হয় ভোটার আইডি কার্ড দিয়ে।

এটি ঘুরে দেখার জন্য কেমন?

এটি পর্যাটকদের জন্য আমি বলবো অসাধারন একটি জায়গা। আমি যখন ওখানে যাই সেখানে কিছু ফরেনার দেখতে পাই। টিকিট এর প্রাইজ ফরেনার দের জন্য বেশি আন্তর্জাতিক ভাবে দেখা যায় ৫ ডলার পরে যা ফরেনার দের জন্য সামান্য।বাংলাদেশের নাগরিক হিসাবে একবার হলেও ঘুরে দেখা উচিত বলে মনে করে।

বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এটি কি ধারনা দেয়?

বেগম রোকেয়া এর পদক ছিলো সেখানে পাশেই একটা স্টল ছিলো বাংলাদেশের ইতিহাসের বইয়ের দোকান বাংলাদেশের ঐতিহাসিক ছনের ঘর থেকে শুরু কর হারিকেন, বাংলাদেশের রাষ্ট্রপতির এক জায়গায় একটা বড় করে ছবি দেওয়া ছিলো। তার কিছু তথ্য দেওয়া ছিলো। বাংলাদেশের ইতিহাস কে অসাধারন ভাবে তুলে ধরছে এই ইতিহাস। যা বাংলাদেশ কে অন্যদেশের মানুষ বা নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। ৩ডি এনিমেশন ও দেখা গেছে সেখানে। বাংলাদেশের মানুষের জন্য সত্যি অসাধারণ এক জায়গা বলা চলে।



ধন্যবাদ সবাইকে,

আশা করি আপনার ভালো লাগবে আমার লেখাটি। আমার কোন ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।প্রতিটি ছবি আমার তোলা

"আসসালামু আলাইকুম"

contact Me -

twitter ,Linkedin,Gmail

Sort:  
 2 years ago 

সামরিক জাদুঘরের দারুণ কিছু ছবি শেয়ার করেছেন আপনি। সাধারণ জনগনের জন্য টিকিট এবং ফরেইন পর্যটকদের টিকিট মূল্য আন্তর্জাতিক মানে মনে হয় একই। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু❤️

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট করার জন্য। বাংলাদেশ সাময়িক যাদুঘর আমি নিজের চোখে দেখিনি। সুন্দর ভাবে উপস্থাপন করেছে।

 2 years ago 

ধন্যবাদ ❤️

 2 years ago 

ধন্যবাদ আপু আপনি খুব চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। সামরিক জাদুঘর কখনো দেখা হয়নি আশা করি আমিও এখনে যাবো ঘুরতে।অনেক ধরনের যুদ্ধ সরঞ্জাম দেখতে পেলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️

 2 years ago 

বাংলাদেশের সাময়িক যাদুঘর এর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সুন্দর পোস্ট করেছেন আপি। অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি। ধন্যবাদ আপি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️

 2 years ago 

সাময়িক যাদুঘর এ কখনো যাওয়া হয় নাই। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম এবং জানতে পারলাম অনেক ধন্যবাদ আপু

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

ছোটবেলায় যখন জাদুঘরের নাম শুনতাম তখন ভাবতাম সেখানে মনে হয় জাদু দেখানো হয়। বড় হয়ে যখন জাদুঘর প্রথম দেখলাম তখন ধারণাটা পাল্টে গেল। অনেক ভালো লিখেছেন আপু শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ 😁❤️

 2 years ago 

আপনার সামরিক যাদুঘরের শেয়ার কৃত ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আমি কখনো যাইনি তবে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো, ঐতিহ্য বাহী এই সামরিক জিনিস গুলো দেখার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

আমি কোনদিন যাদু ঘরে যায় না,তবে যাওয়ার জন্য আমার ইচ্ছে আছে, আপনার পোস্টের ছবি গুলো দেখে মনে আমি এখনেই যাদু ঘর দেখে আসলাম,খুব সুন্দর লেখছেন আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ কমেন্ট করার জন্য ❤️

 2 years ago 

আমি এই জাদুঘরে গিয়েছিলাম। আমার অনেক ভালো লাগে এগুলো দেখতে। আমিও ভবিষ্যতে ডিফেন্সে চাকরি করতে চাই। তাই আমার অনেক ভালো লাগে এখানে যেতে এবং আমি এখানে গেলে অনেক আনন্দ পায় এবং উৎসাহ পাই। নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই আমি এখানে অনেকবার গিয়েছি। ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য

 2 years ago 

welcome apu

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61949.37
ETH 2415.67
USDT 1.00
SBD 2.65