ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্করণ "টেস্ট ক্রিকেট"

in Steem For Tradition2 years ago

এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। যদিও ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে, তারপরও এই খেলাটি ভারতীয় উপমহাদেশে সব থেকে জনপ্রিয়। আর শত শত বছরের পুরনো এই খেলাটির ঐতিহ্যবাহী সংস্করণ হলো টেস্ট ক্রিকেট। ক্রিকেটের এই সংস্করণে একজন ক্রিকেটারের ধৈর্য্য, মনোযোগ এবং ক্রিকেটীয় দক্ষতার পরিচয় পাওয়া যায়।

cricket-166904_1280.jpg
Source

টেস্ট ক্রিকেট খেলার কিছু নিয়ম- ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা আর টেস্ট ক্রিকেট হলো ধৈর্য্যের খেলা। ধৈর্য্যের খেলা বলার অন্যতম কারণ হলো, এই খেলাটি ৫ দিন ধরে খেলা হয় এবং ব্যাটসম্যানরা যত বেশি ক্রিজে আটকে থাকতে পারবেন এবং লাল বলটাকে ব্যাট দিয়ে ঠেকিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যাবেন দলের জন্য সেটা সুফল বয়ে আনবে। টেস্ট ক্রিকেটে দু'দলে ১১ জন করে খেলোয়াড় থাকে এবং উভয় দলের জন্য ২ টি করে মোট ৪ টি ইনিংস বরাদ্দ থাকে। প্রতিটি দল খেলার পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ দু'বার বোলিং এবং দু'বার ব্যাটিং করার সুযোগ পাবেন। যদি কোন দল অল আউট না হয় কিংবা কোন দল নির্ধারিত টার্গেটে ব্যাট করতে গিয়ে যদি পঞ্চম দিন অতিবাহিত হয় তাহলে ওই টেস্ট ম্যাচটি "ড্র" ঘোষণা করা হয়।

CricketSCG1.jpg
Source

টেস্ট ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাস- ক্রিকেটের সব থেকে পুরনো সংস্করণ হলো টেস্ট খেলা। আঠারো শতকে অনেকগুলো টেস্ট ম্যাচ হলেও সেগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় নি বা আন্তর্জাতিক মর্যাদা লাভ করে নি। ১৮৭৭ সালের ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচ ছিল। সে ম্যাচটিতে অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়লাভ করেছিলো। টেস্ট ক্রিকেট জনপ্রিয় হওয়ায় সাথে সাথে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত দলগুলো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়।

cricket-2629178_1280.jpg
Source

বর্তমানে টেস্ট ক্রিকেট- সর্বপ্রথম টেস্ট খেলা শুরু হলেও বর্তমানে এই খেলাটি কিছুটা জনপ্রিয়তা হারিয়েছে। যদিও "আ্যশেজ টেস্ট" এর জনপ্রিয়তা হারায়নি কিন্তু ওডিআই এবং টিটোয়েন্টি খেলার প্রচলন হওয়ায় অনেক ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলতে তেমন আগ্রহী নন। তাছাড়া ওডিআই এবং টি২০ ফরমেট আরো উত্তেজনাপূর্ণ এবং কম সময়সাপেক্ষ হওয়ায় দর্শকরাও এই সংক্ষিপ্ত সংস্করণ দুটিকে সাদরে গ্রহণ করেছেন। সংক্ষিপ্ত সংস্করণ দুটি যত জনপ্রিয়ই হোক না কেন একজন আদর্শ ক্রিকেটর গড়ার কারিগর হল টেস্ট ক্রিকেট।

cricket-724616_1280.jpg
Source

শেষকথা- টেস্ট ক্রিকেট সময়সাপেক্ষ হওয়ায় আইসিসি কর্তৃক টেস্ট বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশপ অনুষ্ঠিত হওয়ার বিষয়টা আমার কাছে কার্যকরী পদক্ষেপ বলে মনে হয়েছে। জনপ্রিয়তার বিষয়টিকে এড়ানো সম্ভব না, কিন্তু টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে দ্রুতই আরো কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা উচিত।

রেফারেন্স

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

ভালোই লিখেছেন ভাইয়া

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94693.28
ETH 3119.47
USDT 1.00
SBD 3.05