গ্রাম অঞ্চলে ব্যবহৃত বিভিন্ন রকমের ডার্কি

in Steem For Tradition10 months ago
হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন কিন্তু আজ আমি তেমন একটা ভালো নেই। সমস্ত শরীর প্রচন্ড জ্বরে পড়ে যাচ্ছে। তবুও আজকে উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে গ্রাম অঞ্চলের অতি পরিচিত একটি জিনিস ডার্কি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

গ্রাম অঞ্চলে ব্যবহৃত বিভিন্ন রকমের ডার্কি
IMG_20230912_184853.jpg

গ্রাম অঞ্চলে বসবাস করলে ডার্কি নামক বস্তুটা চেনেনা এমন মানুষ খুব কমই দেখা যাবে। গ্রামের ছেলে মেয়েদের সাথে এই ডার্কির পরিচিতি ঘনিষ্ঠতা পর্যায়ে ‌। গ্রামের ছেলেমেয়ের এই ডার্কির সাহায্যে মাছ ধরে থাকে। আমিও যে কত মাস ধরেছি তা বলার বাইরে। গ্রামের ছেলে মেয়েরা মাছ ধরায় বেশি পারদর্শী। বিশেষ করে যখন নদীর পানি কিছুটা কমে যায় তখন যুবক থেকে বৃদ্ধ সবাই মাছ ধরার জন্য আগ্রহী হয়ে ওঠে। আর মাছ ধরার জন্য সকল রকম প্রচেষ্টা করতে থাকে।


IMG_20230912_184939.jpg

গ্রামের ছেলেমেয়েরা মাছ ধরার জন্য তার আগের দিন রাতে মাছ ধরার জায়গাটা ভালো করে দেখে আসে। মাঝে মাঝে যে জায়গায় মাছ ধরবে সেই জায়গায় কিছু খাবার দিয়ে আসে যেগুলোর লোভে মাছেরা সেই জায়গায় একত্রিত হয় আর গ্রামের লোকেরা সেই জায়গাটা চারপাশ দিয়ে বন্ধ করে দেয় যাতে করে ভেতরের মাছ বাইরে যেতে না পারে। আর সকাল বেলা কাঁধে কোথায় মাছ ধরতে আসে।


IMG_20230912_184959.jpg

আমাদের গ্রামের পাশ দিয়ে পড়ে গেছে করতোয়া নদী কিছুদিন ধরে দেখতেছি নদীতে পানের পরিমাণ কিছুটা কম। সবাই যে যার মত করে মাছ ধরতে ব্যস্ত। তাই আমি দুদিন আগে ডাকে কেনার জন্য বাজারে গিয়েছি। আমাদের গ্রামের পাশের গ্রামে কিছু লোক এই ডার্কি বিক্রি পেশায় জড়িত। তাদের সাথে কথা বললে তারা বলে এই সময়ের মধ্যে আর তারা এই ডার্কি দিতে পারবে না তাই আমি চলে যাই পার্বতীপুর পুরাতন বাজারে ডার্কি কেনার জন্য। সেখানে গিয়ে দেখি অনেক রকমের ডার্কি ধরে বসে আছে কিছু লোক। সেখানে আড়াইশ টাকায় একটা ডার্কি বাড়িতে চলে আসি।

IMG_20230912_184913.jpg

বাড়িতে এসে শুরু হয় প্রচন্ড জ্বর। সবাই দোয়া করবেন সুস্থ হলেই আমি চলে যাব ডার্কি দিয়ে মাছ ধরার জন্য। আসলে মাছ ধরার নেশা আমার ছোটবেলা থেকে। একটু হলে মাছ ধরতে চলে যেতাম নদীতে।


ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করবেন যেন সুস্থ হতে পারি। আর অসুস্থ থাকার কারণে তেমন একটা পোস্ট লিখতে পারিনি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। শুভকামনা রইল আপনাদের প্রতি❣️

Sort:  
 10 months ago 

বাঁশ এর তৈরি এসব জিনিস হাটে বেশি দেখা যায়। বাঁশের তৈরি অনেক ধরনের মাছ ধরার উপকরন পাওয়া যায়। বাঁশ দিয়ে এমন অনেক কিছু তৈরি করা হয়।মাছ ধরার জন্য সবাই ডারকি নিয়ে জমিতে যাচ্ছে। এগুলোতে বেশ ভালো পরিমানে মাছ ধরা পাওয়া যায়। আমার বাড়িতে এমন একটি ডারকি ছিল।আমি কিছু দিন আগে একটা ভোরং কিনেছিলাম পুকুরে মাছ ধরার জন্য। কিছু দিন পর এটি নষ্ট হয়ে যায়। আমি প্রতি বছর এমন কিছু বাঁশের তৈরি পারা কিনে পুকুরের পাইপে লাগিয়ে দেই।ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।

 10 months ago 

ধন্যবাদ ভাই

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago 

মাছ ধরার জন্য ব্যবহৃত ডার্কি ও পলাই নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। একটা সময় গ্রামে ডার্কি ও পলাই দিয়ে মাছ ধরার প্রচলন অনেক বেশী ছিলো। ছোট একটা জমির একটা অংশ চারিদিক দিয়ে কাদা দিয়ে বেধে দিয়ে একপাশে ছোট একটা খাল করে খালের সামনে ডার্কি বসিয়ে খাল থেকে পানি ছেকলে ডার্কিতে ছোট মাছ আটকে। আর পলাই দিয়ে গভীর পানির মধ্যেও মাছ ধরা যায়।

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago 

গ্রাম অঞ্চলে মাছ ধরার জন্য ব্যবহৃত ডার্কি নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে দারকি বলে। বাঁশের তৈরি মাছ ধরার জন্য খুবই সুন্দর একটি মাধ্যম। এই দারকির সাহায্যে তাজা মাছ ধরা যায়। অল্প পানিতে মাছ ধরা যায়। ধান ক্ষেতের আইল এ এই দারকি পেতে রাখা হয়। আমি এই দারকি দিয়ে মাছ ধরেছি অনেক। নদীতে পানি কমে গেলে এই দারকি দিয়ে মাছ ধরা যায়। বিলে মাছ ধরতেও ব্যবহার করা হয়। সন্ধ্যাবেলা এই দারকি পেতে রেখে আসলে সকালে তাজা মাছ পাওয়া যায়। আমি আমার কমেন্ট এ আমার আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি ভাই। আপনি ডার্কি নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ

গ্রাম অঞ্চলে ব্যবহৃত বিভিন্ন রকমের ডার্কি নিয়ে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এই ডার্কি গুলো মূলত গ্রাম অঞ্চলে বিলে, মাঠে, খালে, নদীতে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, পোস্টটি খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে

 10 months ago 

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রামে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয়। শুধু জেলেরাই নয় বরং বিভিন্ন ধরনের জিনিস গুলো ব্যবহার করে সাধারণ মানুষেরাও বিভিন্ন জলাশয়ে মাছ ধরেন। ডার্কিতে সবচেয়ে বেশি ছোট মাছ গুলো ধরা পড়ে। বর্ষার সময় ডার্কি দিয়ে মাছ ধরার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। মাছ ধরার এই জিনিসটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ

ভাই আপনি টুইটার লিংক শেয়ার করেন নি। ভাই দ্রুত পোস্টটা টুইটারে শেয়ার করে,লিংক কমেন্ট করেন।

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago 

বাঁশ দিয়ে বানানো এই ডার্কি গুলো ব্যবহার করে সহজেই মাছ ধরা যায়। গ্রাম অঞ্চলে সবথেকে বেশি এই ডার্কি ব্যবহার করতে দেখতে পাওয়া যায়। পুরাতন বাজারে সবথেকে বেশি মাছ ধরার সরঞ্জাম গুলো পাওয়া যায়। বেশ কয়েক বছর আগে আমি ডার্কি দিয়ে মাছ ধরেছিলাম। অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই।

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago (edited)

আমাদের দেশে সেই প্রাচীনকাল থেকেই এসব ডার্কির প্রচলন রয়েছে। এগুলো বাঁশ দিয়ে তৈরি করা হয়। মাছ ধরার জন্য সহজ একটি পদ্ধতি হল ডার্কি বসানো।সাধারণত পুকুরে বা জমিতে এসব ডার্কি বসানো হয় মাছ ধরার জন্য।আমাদের দেশে অনেক জেলে রয়েছে যারা ডার্কি ব্যবসা সঙ্গে জড়িত অর্থাৎ তারা বাঁশ দিয়ে এসব ডার্কি তৈরি করেন এবং বাজারে বিক্রি করে থাকেন। দারুন ফটোগ্রাফি করেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63026.81
ETH 3462.43
USDT 1.00
SBD 2.51