|| শেয়ার করুন যেকোনো শুটকি মাছের রেসিপি ||

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Polish_20230905_183532375.jpg

ছবি সোর্স

আমরা যারা এই কমিউনিটিতে কাজ করি সকলের বাড়ি বাংলাদেশে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ শুটকি মাছের রেসিপি ভীষণ পছন্দ করে। সামুদ্রিক শুটকি মাছের চাহিদা সবথেকে বেশি। বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম শুটকি মাছের রেসিপি তৈরি করা হয়। আমাদের সাথে শেয়ার করুন আপনাদের এলাকায় কিভাবে শুটকি মাছের রেসিপি তৈরি করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • যেকোনো শুটকি মাছের রেসিপি শেয়ার করতে পারবেন।

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্টে #steemexclusive, #sft-dfish ট্যাগ ব্যবহার করতে হবে।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit #steem #sft @steemit

  • 3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার১২ স্টীম
২য় পুরষ্কার৮ স্টীম
৩য় পুরষ্কার৫ স্টীম
৪র্থ পুরষ্কার৩ স্টীম
৫ম পুরষ্কার২ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

০৬-০৯-২০২৩ থেকে ১৩-০৯-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ১৩ সেপ্টেম্বর রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Sort:  
 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আমি অবশ্যই অংশগ্রহণ করবো। সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আপনাকে আবারো অশেষ ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাহ!!দারুণ একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।প্রথমেই টিমকে ধন্যবাদ জানাচ্ছি। শুটকি মাছ আমার প্রিয় একটি খাবার। প্রায় সবারই এটি অনেক প্রিয় একটি খাবার। আমিও ইনশাআল্লাহ এতে অংশগ্রহণ করব। আশা করি প্রতিযোগীতায় সবাই অংশগ্রহণ করবে।ধন্যবাদ সবাইকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

শুটকি আমার অনেক পছন্দের একটি তরকারি।অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে।সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ জন্য টিমকে ধন্যবাদ জানাচ্ছি।ইনশাআল্লাহ আমিও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।এবং আশা করি সকলেই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।ধন্যবাদ

 last year 

ধন্যবাদ আপু

 last year 

ধন্যবাদ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির মডারেটরদেরকে আবারও এত সুন্দর ও সহজ একটি প্রতিযোগিতার বিষয় বাছাই করার জন্য। এবার প্রতিযোগিতার বিষয়টি অনেক সহজ ।তাই আশা করি আমরা সকলেই অংশগ্রহণ করতে পারব। খুব শীঘ্রই শুটকির একটি মজাদার রেসিপি নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করব ইনশাল্লাহ।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

শুটকি মাছ হল আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী খাবার।শুটকি মাছ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা হয় আমাদের দেশে এবং সেগুলো খেতে অনেক দারুন হয়।খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন অবশ্যই অংশগ্রহন করার চেষ্টা করব শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এই প্রতিযোগিতায় এবার মেয়েদের অংশগ্রহণ বেশি দেখতে পাওয়া যাবে। আমাদের তো রান্না করা হয় না ভাই। সেলিম ভাই এবার আপুদের পক্ষ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। পরেরবার এমন প্রতিযোগিতার আয়োজন করবেন যেন মেয়েরা অংশ গ্রহন করতে না পারে 😃।

 last year 

ভাই বিয়ে করেন তাহলে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন।

 last year 

😁😁😁 ব্যবস্থা করেন।

 last year 

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-131369/@aslamarfin/3rmdce

 last year 

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-131369/@rumana12/2t4am8-or-or

 last year 

আমার অংশ গ্রহণের লিং......

https://steemit.com/hive-131369/@rimon03/3zfze3-or-or-or-or-by-rimon03-or-or

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.040
BTC 94625.44
ETH 3266.14
SBD 6.90