এই সপ্তাহে “ স্টিম ফর ট্রাডিশন”কমিউনিটির নির্বাচিত সেরা ব্লগার ও সুপার এক্টিভ মেম্বার।

in Steem For Tradition2 years ago (edited)

শুক্রবার
তারিখ - ২৪ মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল মেম্বারগণ আপনারা কেমন আছেন? আশা করি পরম-করুণাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন। আজ আমরা স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির উন্নতি সাধনে সুপার এক্টিভ লিস্ট ও সেরা ব্লগারের একটি রিপোর্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সম্মানিত মডারেটর গুলো বেশ কিছু দিন ধরে ভালো মান সম্পন্ন ইউজাদের নিয়ে ভালো একটা কিছু করার চিন্তা করেছিল। কিন্তু আজ সব কিছুর অবসান ঘটিয়ে তা বাস্তবায়ন হলো। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি এই সপ্তাহে ২ জন সেরা ব্লগার নির্বাচিত হয়েছে ও সুপার এক্টিভ লিস্ট ৯ মেম্বার নিবার্চন করা হয়েছে ৷ আমাদের এই উদ্যোগটি আশা করি সকল মেম্বারদের মধ্যে প্রতিযোগিতা গড়ে তুলতে সাহায্য করবে।

IMG-20230323-WA0012.jpg

ছবিটি ক্যানভা থেকে নেওয়া

সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন উদ্যোগের ফলে আজ আমরা কমিউনিটির সেরা ব্লগারদেরকে সম্মানিত ও বাকি মেম্বারদের মাঝে উৎসাহ জোগাতে পারি। তবে স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির নতুন ও পূরাতন মেম্বার মিলে এমন অনেক মেম্বার আছেন যারা সবসময় টপ লেভেল থাকার চেষ্টা করছেন,আবার তারা প্রতিনিয়ত ভালো মান সম্পন্ন ব্লগ তৈরি করছেন। এছাড়াও ভালো ভালো পোস্ট রিলেটেড কমেন্টের মাধ্যমে অন্যদের উৎসাহিত করে যাচ্ছেন। তাদের এমন এনগেজমেন্ট আসলেই চোখে পড়ার মতো। তাদের এমন অসাধারণ ব্লগ আমাদের স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিকে সমৃদ্ধ করতে সাহায্য করছে।

আমরা এমন সব ব্লগাদের এই সপ্তাহে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। আমরা তাদের এই সপ্তাহে সেরা ব্লগার হিসেবে নির্বাচন করে তাদের সম্মানিত করতে যাচ্ছি। আর যারা এই সপ্তাহে সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হয় নি তাদের হতাশ হবার কোন কারন নেই। তারা পরের সপ্তাহে কেউ না কেউ সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হবেন।

  • আমি @riyan1020 স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির মডারেটরদের কাছে প্রাপ্ত উপাত্তার ভিত্তিতে নিচে রিপোর্ট উপস্থাপন করছিঃ
"সাপ্তাহিক সুপার এক্টিভ লিস্টের নমিনেশন বাঁচাই মডারেটর কতৃপক্ষ দ্বারাঃ:

আমাদের স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির মডারেটর প্যানেলের সম্মানিত মডারেটর @shamimhossain @rahul989 @shihab24 @riyan1020 পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারের পোস্ট সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে।

এই সপ্তাহে সুপার এক্টিভ লিস্টে থাকা মোট ৯ জন মেম্বারের ইউজার লিংকঃ
ক্রমিক সংখ্যাইউজার নামইউজার প্রোফাইল লিঙ্ক
০১@aslamarfinhttps://steemit.com/@aslamarfin
০২@rumana12https://steemit.com/@rumana12
০৩@ahanaf057https://steemit.com/@ahanaf057
০৪@biplobsarkerhttps://steemit.com/@biplobsarker
০৫@mainunahttps://steemit.com/@mainuna
০৬@rahulkazihttps://steemit.com/@rahulkazi
০৭@pea07https://steemit.com/@pea07
০৮@as-arafat435https://steemit.com/@as-arafat435
০৯@sizahttps://steemit.com/@siza
ইউজারদের পোস্ট ও কমেন্ট সংখ্যাঃ
ক্রমিক সংখ্যাইউজার নামপোস্ট সংখ্যাকমেন্ট
০১@polash123৪ টা৬৫ কমেন্ট
০২@as-arafat435৪ টা৫১ কমেন্ট
০৩@siza৪ টা৫৭ কমেন্ট
০৪@biplobsarker৪ টা৪৬ কমেন্ট
০৫@aslamarfin৪ টা৬৮ কমেন্ট
০৬@ahanaf057৪ টা৬৬ কমেন্ট
০৭@rumana12৩ টা৩৪ কমেন্ট
০৮@pea07৪ টা৪৪ কমেন্ট
০৯@rahulkazi৪ টা৬৪ কমেন্ট
১০@tamannafariha৩টা৬৫ কমেন্ট
১১@mainuna৪ টা৭৫ কমেন্ট
ইউজারদের পোস্টের ধরণঃ
ক্রমিক সংখ্যাইউজার নামপোস্টের ধরননেগেটিভ ইমপ্যাক্ট
০১@polash123ঐতিহ্য =২, সাধারণ=২নাই
০২@as-arafat435ঐতিহ্য =২, সাধারণ=২নাই
০৩@sizaঐতিহ্য =২, সাধারণ=২নাই
০৪@biplobsarkerঐতিহ্য =২, সাধারণ=২নাই
০৫@aslamarfinঐতিহ্য =২, সাধারণ=২নাই
০৬@ahanaf057ঐতিহ্য =২, সাধারণ=২নাই
০৭@rumana12ঐতিহ্য =১, সাধারণ=২নাই
০৮@pea07ঐতিহ্য =১, সাধারণ=৩আছে
০৯@rahulkaziঐতিহ্য =২, সাধারণ=২নাই
১০@tamannafarihaঐতিহ্য =৩, সাধারণ=০নাই
১১@mainunaঐতিহ্য =১, সাধারণ=৩আছে
এই সপ্তাহের সেরা ব্লগারের নামঃ

@polash123
@tamannafariha

Sort:  
 2 years ago 

সবাইকে অনেক অনেক অভিনন্দন🌺এবং শুভ কামনা রইলো ❤️

 2 years ago 

সেরা ব্লগার লিস্টে আমার নামটি দেখে খুব ভালো লাগলো। বাকি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এভাবে সেরা ব্লগার নির্বাচন করলে আমরা অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।

 2 years ago (edited)

অ্যাক্টিভ এবং সুপার এক্টিভ মেম্বারের লিস্ট বানানোর আইডিয়া এটা আমার কাছে বেশ দারুন লেগেছে। এতে করে প্রতিটি মেম্বার নিজেকে একটিভ এবং সুপার অ্যাকটিভ লিস্টে রাখার জন্য কাজ চালিয়ে কাজ করবে। এই লিস্টে আমি আমার নিজের নাম দেখে অত্যন্ত খুশি হয়েছি এবং নিজেকে এই লিস্টে ভবিষ্যতেও থাকার জন্য চেষ্টা করবো।

 2 years ago (edited)

খুব সুন্দর একটি উদ্যোগ দেখে বেশ ভালো লাগলো। সবাইকে শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95840.97
ETH 2689.81
SBD 0.68