প্রতিযোগিতার ৮ম সপ্তাহ - ক্রিয়েটিভ রাইটিং
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে রেসিপি,ঐতিহ্যবাহী স্থান ভ্রমন, গান, কবিতা, গল্প ইত্যাদি এই বিষয় গুলো অন্তর্ভুক্ত। আপনারা ঐতিহ্যবাহী খাবার, রেসিপি, ফুড রিভিউ, ফুড ফটোগ্রাফি,ঐতিহ্যবাহী স্থান,ঐতিহ্যবাহী ভ্রমন,নিজের এলাকার ঐতিহ্যবাহী স্থান, জারি গান,সারি গান, ভাটিয়ালি গান, ভাওয়াল, কবির গান নিয়ে উপস্থাপন করতে পারবেন। তবে আজকের প্রতিযোগিতায় আমরা ৩ টি বিষয় নিয়ে আয়োজন করেছি। আপনারা যে কোন একটি বিষয় নিয়ে উপস্থাপন করতে পারেন। আপনারা নিজেদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের ভালোটা উপহার দেওয়ার চেষ্টা করুন।
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সদস্য ছাড়াও যে কেউ পোস্ট করতে পারবে। তবে এচিভমেন্ট-১ ভেরিফাইড হতে হবে।
কমপক্ষে ২৮০- ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।
কোন প্রকার চুরি বা কপিরাইট গ্রহণযোগ্য হবে না।
সমস্ত ভাষা অনুমোদিত।
প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।
পোস্টের শিরোনাম: প্রতিযোগিতার সপ্তাহ-০৮(আজকের প্রতিযোগিতার মূল বিষয়ঃ ক্রিয়েটিভ রাইটিং(ঐতিহ্যবাহী খাবার , ঐতিহ্যবাহী স্থান ভ্রমন ও ঐতিহ্যবাহী গান)
প্রথম ৫টি ট্যাগে #sft-recipe #sft-music #steemexclusive #sft-travel #yourcountry (উদাহরণ: বাংলাদেশ) এই ট্যাগ গুলো ব্যবহার করুন।
সহজে সনাক্তকরণের জন্য, পোস্টের মন্তব্য অধিবেশনে আপনার পোস্টের এন্ট্রি লিঙ্কটি রাখুন।
পোস্ট এর লিংক শেয়ার করতে হবে৷
মোট সংখ্যা | স্টিম পরিমান |
---|---|
১ম পুরষ্কার | ৫ স্টিম |
২য় পুরষ্কার | ৪ স্টিম |
৩য় পুরষ্কার | ৩ স্টিম |
৪র্থ পুরষ্কার | ২ স্টিম |
৫ম পুরষ্কার | ১ স্টিম |
২৬-০২-২০২৩ থেকে ০১-০৩-২০২৩ তারিখ সকাল ১০ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।
- বিজয়ীদের পুরষ্কার ০১ তারিখ রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
ক্রমিক সংখ্যা | নাম | পোস্ট লিংক | স্টিম |
---|---|---|---|
০১ | @archerr | পোস্ট লিংক | ০৫ |
০২ | @shamimhossain | পোস্ট লিংক | ০৪ |
০৩ | @aslamarfin | পোস্ট লিংক | ০৩ |
০৪ | @siza | পোস্ট লিংক | ০২ |
০৫ | @sadikhajannat | পোস্ট লিংক | ০১ |
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল মেম্বারকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। যারা বিজয়ী ঘোষিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই।
Support us by delegating STEEM POWER.
20 sp | 50 sp | 100 sp | 250 sp | 500 sp |
---|
https://steemit.com/hive-131369/@ahanaf057/4akh4q
পোস্ট নাম্বারঃ ০৪
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এবার অনেকগুলো বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করে অনেক ভালো হয়েছে। আশা করি সকলেই প্রতিযোগিতা নিয়ম গুলো মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারীদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল। এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর কিছু বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সবাই অংশগ্রহণ করতে পারবে।ধন্যবাদ এত চমৎকার একটি কনটেস্ট আয়োজন করার জন্য।
https://steemit.com/hive-131369/@biplobsarker/3je55g
পোস্ট নাম্বারঃ ০১
দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।তিনটি বিষয়ের উপর একটি প্রতিযোগিতার আয়োজন করার কারণে আশা করি অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। আমি খুব দ্রুতই অংশগ্রহণ করব এই প্রতিযোগিতায় ধন্যবাদ।
https://steemit.com/hive-131369/@siza/5kgpa6
পোস্ট নাম্বারঃ ০২
সুন্দর একটা প্রতিযোগীতার আয়োজন করছেন,আপনাদের এই প্রতিযোগীতায় আমি অবশ্য অংশগ্রহন করবো।
https://steemit.com/hive-131369/@shamimhossain/52hzrk
পোস্ট নাম্বারঃ ০৩
অনেক সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন। কনটেস্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন বিষয়ের উপর অনেক গুলো অপশন দেওয়া আছে, সবাই তাদের পছন্দ মত বিষয় নিয়ে তাদের পোস্ট উপাস্থাপন করতে পারবে।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কনটেস্ট আয়োজন করার জন্য।
প্রতি সপ্তাহে একটি করে সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমিও প্রতিবারে প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকি।এবারো প্রতিযোগিতায় অংশগ্রহন করব। সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।ধন্যবাদ।