আপনার এলাকার একটি ফল নিয়ে লিখুন, যে ফল আপনার এলাকাকে বিখ্যাত করে তুলেছে

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Polish_20230808_155214253~2.jpg

ছবি সোর্স

আমরা যারা এই কমিউনিটিতে কাজ করি সকলের বাড়ি বাংলাদেশে৷ তবে সকলের বাড় এক জেলায় নয়৷ আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়৷ প্রত্যেক জেলায় কম বেশি সব ধরনের ফল পাওয়া যায়৷ কিন্তু কিছু কিছু ফল কিছু কিছু জেলাকে বিখ্যাত করে তুলেছে৷ যেমন দিনাজপুর জেলাকে লিচুর শহর বলা হয়৷ হাড়িভাঙ্গা আমের জন্য প্রসিদ্ধ রংপুর৷ ল্যাংড়া, ফজলি ও হিমসাগর আমের জন্য বিখ্যাত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ। আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুর। এছাড়াও আরও অনেক জেলা আছে, যে গুলো অন্যান্য ফলের জন্য বিখ্যাত৷ আজকের কন্টেস্টটি মূলত ফল কেন্দ্রীক ৷ আজকে আপনাদের এলাকার একটি প্রসিদ্ধ ফল নিয়ে লিখতে হবে। যা আপনার এলাকাকে দেশের কাছে বিখ্যাত করে তুলেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • আপনার এলাকার একটি প্রসিদ্ধ ফল নিয়ে লিখুন যেটি আপনার এলাকালে বাংলাদেশের বুকে প্রসিদ্ধ করে তুলেছে

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্টে #steemexclusive, #sft-fr ট্যাগ ব্যবহার করতে হবে।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit #steem #sft @steemit

  • 3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার১২ স্টীম
২য় পুরষ্কার৮ স্টীম
৩য় পুরষ্কার৫ স্টীম
৪র্থ পুরষ্কার৩ স্টীম
৫ম পুরষ্কার২ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

০৮-০৮-২০২৩ থেকে ১৬-০৮-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ১৬ আগষ্ট রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Sort:  
 last year 

এটি আমাদের জন্য সুন্দর একটি প্রতিযোগিতা, ইনশাআল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহন করবো।

 last year 

প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব খুব সুন্দর একটি প্রতিযোগিতা।

 last year 

অতিসম্প্রতি আসতেছি আমার এলাকার সেই ঐতিহ্যবাহী ফল নিয়ে লিখতে। কিন্তু এখন ফলের নামটা প্রকাশ করলাম না☹️। একটি ব্যতিক্রম ধর্মী ফল ভাই। আশা করি পোস্ট করার পর আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

 last year 

বরাবরের মতো এবারও একটি সুন্দর বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতার বিষয়টি অনেক সুন্দর কিন্তু এই সময় তো কোন গাছে কোন ফল নাই। অংশগ্রহণের চেষ্টা করব অবশ্যই। ধন্যবাদ স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি কে।

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 09th August 2023 - Win 700+ STEEM

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

 last year 

দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আশা করি অনেকেই এই কনটেস্টে অংশগ্রহন করবেন।আমি নিজেও অংশগ্রহন করব এই কনটেস্টে। ধন্যবাদ আপনাকে এই কনটেস্টটির আয়োজন করার জন্য।

Nice to see this beautiful contest. Will shows us some traditional fruits of different areas. I am looking forward to register my entry soon here.

 last year 

দারুন একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব এবং সেটা খুব তাড়াতাড়ি। শুভকামনা রইল আপনাদের প্রতি

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23