বাংলার ঐতিহ্য বাংলার নদ-নদী

in Steem For Tradition8 months ago (edited)

শুরুতেই "Steem For Tradition" কমিউনিটির সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা।সেই সাথে "Steem For Tradition" কমিউনিটিতে দায়িত্বরত সম্মানিত জনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা করবো "Steem For Tradition" কমিউনিটি হতে উষ্ণ অভ্যর্থনা ও তাদের সাথে দীর্ঘ পথচলার সুযোগ পাবো। সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি।আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন।

fh.jpeg

বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা সকলেই জানি। নদীর পানির উপরে নির্ভর করে আমাদের কৃষি খাত। নদীর পানির স্তর কমে গেলে কিংবা চর জাগা, অতিবৃষ্টি বা অন্য কোনো কারণে পানির স্তর বাড়লে ভাঙন শুরু হয়। কৃষিকাজ, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এবং বাংলাদেশের নদীমাতৃক অঞ্চলের প্রায় সবই মূলত নদীর ওপর নির্ভরশীল।

বাংলাদেশ তার নদীবিহীন অচল, যার অর্থ বাংলাদেশের জনজীবন বিঘ্নিত হবে নদী শুকিয়ে গেলে।যদিও বর্তমান সময়ে বাংলাদেশ সে পথে এগিয়ে যাচ্ছে অনাবৃষ্টি কিংবা অন্যান্য দেশের তৈরি করা বড়ো বড়ো ড্যামগুলোর কারণে। ইতোমধ্যে অনেক নদী ও ছোট বড়ো শাখা-উপশাখা বিলুপ্ত হয়ে গেছে। ভাঙছে অসংখ্য নদীসংলগ্ন জনপদ ও কৃষিজমি। নদীগুলোকে পুণরায় বাচিয়ে তুলতে হলে করতে হবে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

এই উদ্যোগগুলির জন্য গ্রহণ করা উদ্যোগগুলো সরকারী এবং বেসরকারী প্রকল্পগুলিতে দ্রুত অগ্রগতির সাথে হাত মিলিয়ে বাস্তবায়ন করতে হবে। কলকারখানার বজ্য ও নদী দুষণ হয় এমন সব কিছু কঠোর হস্তে রোধ করতে হবে যারা নদী দূষণ করে তাদের এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর নিয়ম প্রয়োগ করা গুরুত্বপূর্ণ।

yt.jpeg

অসংখ্য নদ-নদীর থাকার কারণে ইতিহাস বাংলাদেশকে একটি জলসীমার শহর হিসেবে পরিচিত করেছে।দেশের প্রধান চারটি নদীর মধ্যে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, এবং তিস্তা নদী সেইসাথে অন্যান্য বহু ছোট এবং বড় নদী রয়েছে। এইসব নদ-নদীর ভবিষ্যত দেশের নাগরিকদের উদ্বিগ্ন করে। এই জাতি নদীর জল প্রবাহ দ্বারা করা হয়। এসব নদী বিপন্ন হলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে, যা উপলব্ধি করা খুব সহজ।

বাংলাদেশে বর্তমানে 300 টিরও বেশি ছোট-বড় নদী রয়েছে। বড় এবং ছোট, যা এই হুমকির উৎস পানিপ্রবাহ সমস্যার পাশাপাশি আমাদের অদক্ষ কর্মকাণ্ড ও নদী মৃত্যুর অন্যতম কারণ। মানুষের দখলদারিত্বের কারণে প্রায় সব নদীই দিন দিন দুর্বল হয়ে পড়ছে জেগে ওঠছে চর। নদী বাঁচাতে হলে দেশের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। এই সীমাহীন নৈরাজ্যের বিরুদ্ধে হতে হবে সোচ্চার আমাদের এগিয়ে আসতে হবে দৃঢ়ভাবে।

hf.jpeg

প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রধান প্রধান বড়ো নদীগুলোর অস্তিত্ব রক্ষা করতে হলে নদীর নাব্যতা রক্ষার বিকল্প নেই। দেশের টেকসই উন্নয়নের জন্য নদীগুলির সুরক্ষা এবং জল খাতের বিশুদ্ধতা প্রয়োজন। নদীই বাংলাদেশের প্রাণ তাই দেশের প্রাণশক্তিকে রক্ষা করতে হলে নদী দখল বন্ধ ও নদী দূষণ রোধ করা অনেক বেশি প্রয়োজন।

yf.jpeg
cy.jpeg

দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য দায়ী বেশ কয়েকটি সংস্থা ছাড়াও নদীগুলিতে দূষণের অসংখ্য উৎস রয়েছে যা চিহ্নিত করতে হবে দ্রুত। "নদী সুরক্ষা কমিশন" কে 2019 সালে হাইকোর্ট দ্বারা সমস্ত নদী এবং খালের দেশের আইনী অভিভাবক হিসাবে নামকরণ করা হয়েছিল, যা নদীকে জীবন্তসত্তা হিসাবে স্বীকৃতি দিয়েছে। উক্ত রায়ে আরও বলা হয়েছে, দেশের সব নদী, খাল, জলাধার এবং সৈকতকে "জাতীয় নদী সুরক্ষা কমিশনের" মাধ্যমে বিভিন্ন উপায়ে রক্ষা ও উন্নয়ন করতে হবে।

Achievement:1 link

Achievement: 2 link

Achievement: 3 link

Achievement:4 link

camera📸smartphone
Original image click by @farhanaaysha

PostDescription
Categoryphotography
Camera 📷smartphone
Devicevivo v25 pro
Photographer@farhanaaysha
LocationBangladesh

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62954.14
ETH 3466.39
USDT 1.00
SBD 2.51