RE: শৈশবে কড়ি/ মার্বেল একটি জনপ্রিয় খেলা যা আজ স্মৃতি হয়ে আছে।
মার্বেল খেলা আগে গ্রামবাংলা এটি বেশ জনপ্রিয় খেলা ছিল। আগে আমরা ছোটবেলায় সবাই মিলে এই মার্বেল খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। আমরা শুধু বাড়িতে গোসল করতাম আর খেতাম তারপর আমরা মার্বেল নিয়ে বাইরে খেলতে যেতাম। মার্বেল বেশ মজাদার একটি খেলা। মার্বেল নিয়ে বেশ রকমের খেলা খেলা যেত। আমরা বেশিরভাগ খেলতাম চোর যে খেলায় হত। কেউ যদি একবার চোর হতো সবাই এক এক করে খেলতো এবং এখানে একটি মজার বিষয় ছিল এখানে যদি কেউ একবারে একটি চোরের মার্বেল কে লাগাতে পারে তাহলে একবার করে কান ধরে নাঁচতে হবে। এভাবে একদিন আমরা একজনকে নাঁচাতে নাঁচাতে কাঁদিয়ে ফেলেছিলাম। যা আমার এখনো মনে আছে তবে আমাদের সে সময় বাড়ির চাচারা বাবারা এই খেলা খেলতে নিষেধ করত। তারা কেন এটি খেলতে নিষেধ করত তা আমরা বুঝতে পারতাম না। তারা আমাদের এই মার্বেলের খেলা দেখলে মার্বেলগুলো কেরে নিয়ে পুকুরে ফেলে দিত। আমার মনে আছে আমার অনেকগুলো কালো মার্বেল ছিল সেগুলো আমার চাচা পুকুরে ফেলে দিয়েছিল। আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম এবং আমার অনেক রাগ হয়েছিল। এখন আর এই মার্বেল খেলা দেখাই যান এখন বাচ্চারা মোবাইল হাতে নিয়ে বিভিন্ন রকম খেলা খেলতে থাকে। এই মার্বেল খেলা কি তারা এখন বোঝেনা এই মার্বেল খেলা আমাদের সেই সময়কার একটি ঐতিহ্যবাহী খেলা। আমরা আগে বাজার থেকে মার্বেল কিনে নিয়ে এসে খেলতাম এবং মার্বেল খেলতে খেলতে সেগুলো হেরে গেলে আবার কিনে নিয়ে আসতাম। এভাবে আমাদের খেলা চলতে থাকতো। আমরা প্রায় দিনই এভাবে মার্বেল খেলতাম।
ধন্যবাদ ভাই।