You are viewing a single comment's thread from:
RE: গ্রামাঞ্চলে তালগাছে বাবুই পাখির বাসা
বাবুই পাখি খুব চালাক এবং পরিশ্রমী একটি পাখি। আগের দিনের সব জায়গায় বাবুই পাখি দেখা যেত। তাল গাছের আম নিপুণ শিল্পে গড়ে তুলে তাদের বাসা। এখন আর তাল গাছে বাবুই পাখির বাসা দেখা যায় না। আপনার পোষ্টের মাধ্যমে অনেক দিন পর তাল গাছে বাবুই পাখির বাসা দেখতে পেলাম। ছোটবেলায় কবিতা পড়তাম বাবুই পাখিকে ডাকিয়া বলি আছে চড়াই, কুরে ঘরে থাকো কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে। তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই পাখি বলে কষ্ট পাই তবু থাকি নিজেরই ঘরে। সুন্দর লিখছেন ভাই ফটোগ্রাফি দারুন হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে।