বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা বিশেষ ধরনের ডেগ বা বড় পাতিল

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম।
এবং আদাব।

আজ সোমবার ৮ মে ২০২৩

প্রিয় স্টিম বাসি সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য বিশেষ ঐতিহ্য তুলে ধরতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যা যুগ যুগ ধরে আমাদের মাঝে ব্যবহার হয়ে আসছে। হয়তোবা আমরা খেয়াল করিনি। এটাই আমাদের বিশেষ একটি ঐতিহ্য। তো চলেন শুরু করি।

Picsart_23-05-05_11-04-04-713.jpg
কভার ফটো
ঐতিহ্যবাহী ডেগ

মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী সকল মানুষের বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকে। এই অনুষ্ঠানে বিশেষ ধরনের ডেগ ব্যবহার করা হয়, যেখানে রান্না করলে ৩০০ থেকে ৫০০ মানুষকে একসাথে খাওয়ানো যায়। আগের যুগে এলাকায় বেপার দেওয়া হতো, এই বেপার এর অনুষ্ঠানে পিতলের তৈরি বিশেষ ধরনের বড় ডেগ ব্যবহার করা হতো। তবে এখন পিতলের তৈরি দেখ দেখা না গেলেও যুগ যুগ ধরে এই সসপ্যান গুলো ব্যবহার হয়ে আসছে।

IMG_20230505_090637_503.jpg

অনুষ্ঠানের জন্য বেশি ব্যবহার করা হয় এসব ডেগ,আমি যখন একেবারেই ছোট ছিলাম, তখন দেখেছিলাম আমার দাদির মৃত্যুর পর কয়েক হাজার মানুষকে দাওয়াত করে খিলানো হয়েছিল। এ অনুষ্ঠানে পিতলের তৈরি বড় ডেগ এ রান্না করা হয়েছিল। স্টিলের তৈরির ডেগ ও ব্যবহার করা হয়েছিল। প্রতিটি অনুষ্ঠানে এসব পাতিল বিশেষ ভূমিকা পালন করে। মুসলমানদের জন্য, বিয়ে -মুসলমানি ,আকিকা, এবং কি ঈদের সময় এসব বড় পাতিলে রান্না করা হয়। বিয়ে বাড়ি রান্না অসম্পূর্ণ এসব পাতিল ছাড়া।

IMG_20230505_090623_391.jpg

এসব ডেগ বা পাতিল ভাড়া করে আনতে হয় ডেকারেশন এর দোকান থেকে। এগুলোর অনেক দাম হওয়ার সুবাদে, এবং কি ব্যক্তিগত কাজে তেমন একটা ব্যবহার হয় না বলে।শুধু অনুষ্ঠানে ব্যবহার করা হয় সেই জন্য ডেকোরেশন দোকান থেকে ভাড়া আনতে হয়। এসব পাতিল ভাড়া দিয়ে ডেকারেশনের দোকানদার অনেক টাকা ইনকাম করে। এসব পাতিলে রান্না করলে রান্না অনেক সুস্বাদু হয।

বড় পাতিল
IMG_20230505_090629_701.jpg
IMG_20230505_090653_506.jpg
IMG_20230505_090632_594.jpg
IMG_20230505_090615_336.jpg
IMG_20230505_090612_598.jpg
IMG_20230505_090627_602.jpg

অনায়াসে এ পাতিলে রান্না করা যায়, একসাথে বহু লোকের রান্না হয়। এবং কি রান্না অনেক সুস্বাদু হয়। অল্প সময় রান্না করা যায়। যেকোনো ধরনের জাতি এসব পাতিল ব্যবহার করে তাদের বিশেষ অনুষ্ঠানে তাদের বিয়েতে এবং তাদের বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানে। বড় ধরনের অনুষ্ঠানে একসাথে হাজার হাজার লোকের রান্নাও করে কয়েক এসব কয়েকটা বাতিল দিয়ে। এই পাতিল অনেক আগে থেকেই মানুষ ব্যবহার করত। হাজার বছরের ঐতিহ্য বলা চলে। বাবুর্চিরা এসব পাতিলে রান্না করে স্বাচ্ছন্দ্যবোধ করে। এবং কি এসব পাতিল ছাড়া তো রান্নায় অসম্ভব প্রায় এত লোকের।

IMG_20230505_090629_701.jpg

মোটামুটি আমরা সব ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি, এবং কি আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়ে থাকে, তাই এসব পাতিল সকলের কাছে অপরিচিত নয় বলে আমার ধারণা। সবাই এই পাতিলের সাথে কোন না কোন কারণে দেখা হয়ে গিয়েছিল কোন এক অনুষ্ঠানে, হয়তোবা নিজেদের বাড়িতে কোন বিয়েতে, হয়তোবা মুসলমানিতে হয়তোবা মাহফিলে, পা কেউ মারা গেলে তার মৃত্যু পরিবর্তন অনুষ্ঠানে। এসব পাতিল ভাড়া করে আনা হয় রান্নার জন্য। এসব পাতিল আমরা সবাই চিনে থাকি। এসব পাতিলের রান্না অনেক সুস্বাদু। আমি একবার আমাদের বাড়িতে অনুষ্ঠানে এসব পাতিল ভাড়া করে নিয়ে এসেছিলাম আমি নিজ দায়িত্বে, কার কার এইসব পাতিল ভাড়া করে আনার অভিজ্ঞতা আছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কে কে এই বড় ধরনের পাতিলের রান্না খেয়ে মজা পেয়েছেন সেটাও জানাবেন। এবং কি আমার এই ডেগ বা পাতিল নিয়ে লেখাটা কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনা করি। আবারও লিখবো আপনাদের মাঝে অন্য কোন বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
ফোনের বিবরণঃ
ক্যামেরাTECNO CAMON 16 PRO
ধরণঐতিহ্যবাহী ডেগ
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

অনেক বেশি লোকজনকে খাওয়ানোর জন্য যখন বড় ধরনের আয়োজন করা হয় তখন এই ধরনের হাড়ি পাতিল গুলো ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে বিয়ে এবং জন্মদিনের অনুষ্ঠানগুলোতে এই হাড়ি পাতিল গুলো ব্যবহার খুব বেশি দেখা যায়। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু 🥰

 last year 

বাংলাদেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই সকল ডেক ব্যবহার করে রান্না করা হয়। প্রায় সত্তর দশক থেকেই সকল ডেক ব্যবহার করা হয় আমাদের দেশে রান্না করার জন্য। আপনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন এমন একটি ঐতিহ্য আমাদের কাছে প্রায় লুকিয়ে ছিল। অসংখ্য ধন্যবাদ এমন একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোষ্ট করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই 🥰

TEAM 3

Congratulations! This post has been upvoted through steemcurator05. We support quality posts, good comments anywhere and any tags.

1.png

Curated by : @vivigibelis

Loading...
 last year 

বাহ মিয়া ভাই সেই ফটোগ্রাফি করছেন তো। বিভিন্ন বিয়ে বা অনুষ্ঠানে এই ধরনের বড় হাড়ি বা ডেগ ব্যবহার করা হয়। সুন্দর লিখেছেন আপনি।

 last year 

ধন্যবাদ ভাই 🥰

 last year 

সাধারণত বিয়ে বাড়ি অনুষ্ঠান ও বড় কোন অনুষ্ঠানে এসব ডেকগুলো ব্যবহার করা হয় রান্না করার কাজে। এসব ডেকগুলো সাধারণত ভাড়া করে আনতে হয় দোকান থেকে। খুব সুন্দর লিখেছেন আপনি ভাই ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই🥰

 last year 

বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ডেগ বা পাতিল ব্যবহার নিয়ে সুন্দর লেখছেন ভাই, আমাদের মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই কোনো না কোনো অনুষ্ঠানে এই ধরনের বড় বড় ডেগ ব্যবহার করে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই🥰

 last year 

ডেগ বা বড় পাতিল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই ডেগ বা বড় পাতিল আমরা সাধারনত বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করে থাকি।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে লিখেছেন। ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই 🥰

 last year 

আপনার তোলা ছবি গুলোয় ডেগ বা বড় পাতিলে আমরা গ্রামের ভাষায় বলে থাকি হান্ড্রি। এগুলো দেখে বেশ ভালই লাগলো মনে হয় একটা অনুষ্ঠান খাওয়া দরকার। শামীম ভাইয়ের বিয়েটা লাগাইবেন না। তাড়াতাড়ি লাগাই দেন ভাই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই🥰

 last year 

বিভিন্ন অনুষ্ঠানে এই রকম ডেগ বা পাতিল ব্যবহার করা হয়।যেমন, বিয়ার অনুষ্ঠানে,আকিকার অনুষ্ঠানে , পিকনিকের অনুষ্ঠানে ইত্যাদি এই রকম বড় অনুষ্ঠানে এই ডেগ বেশি ব্যবহার হয়।এই ডেগ গুলাতে একসঙ্গে অনেক জনের ভাত বার তরকারি রান্না করা হয়।আপনি ডেগ বা পাতিল নিয়ে খুব ধারুন লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই 🥰

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54295.07
ETH 2287.14
USDT 1.00
SBD 2.31