অচল অবস্থায় পড়ে থাকা একটি স'মিল

আসসালামু আলাইকুম আমি, @abdullah-44

আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।( আলহামদুলিল্লাহ)



অচল অবস্থায় পড়ে থাকা একটি স'মিল।


IMG-20230807-WA0004.jpg

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos1woZ8Voyf4x2rdrLLwe3d7fqLKt9UiqzwSGkbun5ySbiReLNRbW6xF94cKUizfJXfNsHRisHHo958yyvwqAaSZ7h458MHH9n1Efe1TCtV98BwJbwaQ6FbAKk8AE1KfrtBajA51b8JaiRjsuXkEEH1W5LBHCWc1LQUpXtb5AFF5ZmauU.jpeg

IMG-20230807-WA0005.jpg

স'মিল মূলত ব্যবহার করা হয় কাঠ কাটার জন্য। দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই স'মিল এর ব্যবহার সর্বাধিক। আমরা বিভিন্ন ধরনের কাজে কাঠ ব্যবহার করি যেমন দরজা, জানালা, ঘরের আসবাবপত্র তৈরি সহ আরো বিভিন্ন ধরনের কাজে আমরা কাঠের ব্যবহার করে থাকি। গাছ কাটার পর গাছের গুড়ি গুলোকে, সমিলে নিয়ে গিয়ে নির্দিষ্ট কোন মাপে কাটা হয় ঘরের আসবাবপত্র তৈরি সহ আর বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করার জন্য। এই স'মিল মানুষ যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। এই স'মিলের মাধ্যমে কাঠের গুড়ি গুলোকে বিভিন্ন মাপে খুব সহজেই কম সময়ের মধ্যে কাটা যায়।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

IMG-20230807-WA0003.jpg

IMG-20230807-WA0038.jpg

IMG-20230807-WA0039.jpg

IMG-20230807-WA0040.jpg

আমাদের বাংলাদেশে দুই ধরনের স'মিল ব্যবহার করতে সবচেয়ে বেশি দেখা যায়। একটি হলো ডিজেল চালিত, অপরটি বিদ্যুৎ চালিত। ডিজেল চালিত স'মিল গুলোর খরচ তুলনামূলক একটু বেশি হয়। ডিজেল চালিত স'মিল এর সারা মাসের জ্বালানি খরচ হিসাব করলে দেখা যাবে, বিদ্যুৎ চালিত স'মিল থেকে অনেক বেশি খরচ হয়। আমার শেয়ার করা ছবিতে যে স'মিল টি দেখতে পাচ্ছেন এটি হলো ডিজেল চালিত। স'মিলের নিচে একটি বড় ফাঁকা জায়গা থাকে, কাঠ কাটার সময় কাঠের গুড়া গুলো ওই জায়গায় গিয়ে জমা হয়।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

IMG-20230807-WA0043.jpg

IMG-20230807-WA0044.jpg

অনেকেই আছে স'মিল থেকে কাঠের গুড়া গুলো কিনে নিয়ে এসে তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। আর আমার শেয়ার করা যে স'মিলটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ইটের ভাটার কাঠ কাটার জন্য ব্যবহৃত স'মিল। পাশে ইটের ভাটাটি পরিত্যক্ত হওয়ার সাথে সাথে এই স'মিল ও অচল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকার কারণে উপরে টানানো চাদোয়া ছিরে একদম নষ্ট হয়ে গেছে।যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই স'মিলটি যদি এখান থেকে নিয়ে গিয়ে মেরামত না করা হয় বা এই স'মিলটি পুনরায় চালু না করা হয়, তাহলে এই স'মিলটি ধীরে ধীরে ব্যবহারের অনুপ্রযুগী হয়ে যাবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG-20230807-WA0041.jpg

IMG-20230807-WA0045.jpg

IMG-20230807-WA0046.jpg

IMG-20230807-WA0002.jpg

যখন এই স'মিল চালু ছিল তখন একবার এখানে আসছিলাম এবং স'মিলের কাঠ কাটা দেখতে ছিলাম। তখন আমি লক্ষ্য করে দেখলাম, এই স'মিলে কাঠ কাটা অনেক বিপদজনক। এই স'মিলে যারা কাঠ কাটার কাজ করতে ছিল তাদের আমি দেখলাম তারা কাঠ কাটতে কাটতে কাঠের সাথে প্রায় ব্লেড পর্যন্ত হাত চলে যাচ্ছিল। আমার নিজেরই দেখে ভয় লাগছিল যদি একবার ব্লেডের সাথে হাত লাগে তাহলে হাত একদম শেষ। এখন বাজারে যে আধুনিক স'মিল পাওয়া যায় ওইগুলো ব্যবহার করা উচিত। আধুনিক স'মিল গুলোতে সেফটির সাথে কাজ করা যায়, হাত কাটার কোন ভয় থাকে না।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzw3nqBFcbV2rkkbgRUhb3PMHJNHgbsQ5qUWmScc684CKjSggSGYS26MN3rnCgoayDzBGuhfuG2g2pAFAn.png

আমার পোস্টটি পড়ার  জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 

আমার পরিচয়


FB_IMG_1686764702485.jpg

slLXtTGa_2x.jpg

আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

Sort:  
 10 months ago (edited)

এসব সমিলে গাছ এনে কাঠ করা হয়।কাঠ কাটা এরকম একটি সমিল আমাদের এলাকাতেও রয়েছে। আমাদের কুতুবডাঙ্গা বাজারে সেটি অচল অবস্থায় পড়ে রয়েছে।আর সেটি হল মেশিন চালিত একটি সমিল।সমিলে খুব সহজে কাঠ কাটা যায়।সমিল সম্পর্কে দারুন লিখেছেন আপনি সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য ভাই।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

কাঠ কাটার জন্য ব্যবহার করা স্ল'মিল নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। বাংলাদেশের যে দুই ধরনের স্ল'মিল দিয়ে কাঠ কাটার কাজ করা হয় আমি তা জানতাম না। তবে এই মেশিন গুলো দিয়ে অনেক সহজেই কাঠের বিভিন্ন আকার ও কাঠকে সুন্দর ভাবে কাটা যায়।আপনি এই মেশিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 10 months ago 

স'মিলে কাঠ কাটতে দেখতে আমার খুব ভয় লাগে।বড় বড় কাছের টুকরো মুহূর্তেই অনেক ভাগ করে দেওয়া যায় এই ধারালো মেশিনের মাধ্যমে। আমার মনে হয় ভুলবশত যদি কেউ সেখানে কাঠের বদলে নিজের হাত দিয়ে দেয় তবে সেটি সাথে সাথেই আলাদা হয়ে যাবে। তাই আমি স'মিলে কাঠ কাটা দেখি না। অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

 10 months ago 

সমিল নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। স'মিলে সাধারণত কাঠ কাটার কাজে ব্যবহার করা হয়। স'মিলের কাঠ কাটার জন্য যে মেশিন ব্যবহার করা হয় তা ডিজেল চালিত।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

স'মিলে কাঠ কাটার মধ্যে দিয়েই আমাদের বাসায় সোভা পায় বিভিন্নরকম আসবাবপত্র। আমাদের বাজারেও আছে দুইটি স'মিল। এইখানে এনারা ডিজেল তেল ব্যবহার করে থাকে। তবে ডিজেল তেলের এবং বিদ্যুৎ এর দাম অনেক বেড়েছে সেই হিসেবে বিদ্যুৎ দিয়ে কাঠ কাটা বেশি অপচয় বলে মনে হয়।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

ঘর বা আসবাবপত্র তৈরীতে কাঠের বিকল্প নেই। গাছ সমিল থেকে ভাংঙ্গানোর পর কাঠে পরিণত হয়। বিভিন্ন সাইজে কাটা হয় এই সমিল এর সাহায্যে। আপনি অচল অবস্থায় পড়ে থাকা সমিল নিয়ে অনেক দারুণ উপস্থাপন করছেন ভাই। সাজিয়ে গুছিয়ে লিখছেন ভাই। ফটোগ্রাফি অসাধারণ করছেন। অনেক ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই।

 10 months ago 

অচল অবস্থায় পড়ে থাকা স'মিল নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আমাদের এদিকেও দুই-তিনটা স'মিল পড়ে রয়েছে। তবে আমি জানি না এর কারণটা কি। আপনি ঠিকই বলেছেন এই স'মিল গুলা ডিজেল দিয়ে চলে। স'মিক গুলো মূলত কাঠ কাটার জন্য ব্যবহার করা হয়। আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56456.73
ETH 2990.61
USDT 1.00
SBD 2.13