মাটি কাটার ভেকু বা এক্সকাভেটর।

আসসালামু আলাইকুম আমি, @abdullah-44

আশা করি সবাই ভালো আছেন,আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। (আলহামদুলিল্লাহ )



মাটি কাটার ভেকু বা এক্সকাভেটর।



IMG_20230822_101825.jpg

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos1woZ8Voyf4x2rdrLLwe3d7fqLKt9UiqzwSGkbun5ySbiReLNRbW6xF94cKUizfJXfNsHRisHHo958yyvwqAaSZ7h458MHH9n1Efe1TCtV98BwJbwaQ6FbAKk8AE1KfrtBajA51b8JaiRjsuXkEEH1W5LBHCWc1LQUpXtb5AFF5ZmauU.jpeg

IMG_20230822_101819.jpg

সাধারণত ভেকু তিন প্রকার যেমন, ছোট, মাঝারি ও স্ট্যান্ডার্ড বা বৃহৎ আকারের হয়ে থাকে। ছোট ভেকু গুলো শূন্য থেকে ছয় মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন। আর মাঝারি ভেকু গুলো ছয় থেকে দশ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন, আর স্ট্যান্ডার্ড বা বৃহৎ আকৃতির ভেকু গুলো অধিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এইসব ভেকু কে বড় বড় মেগা প্রজেক্ট ব্যবহার করা হয়।

IMG_20230822_101839.jpg

এ ধরনের ভেকু ১০ থেকে ৯০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। কাজের উপর নির্ভর করে ভেকু নির্বাচন করা হয়। যেমন ছোটখাটো কোন কাজ হলে ছোট ভেকু ব্যবহার করা হয়।আবার বড় বা ভারী কোন কাজের ক্ষেত্রে মাঝারি বা স্ট্যান্ডার্ড ভেকু নির্বাচন করতে হবে। ভেকু দিয়ে এখন বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে যেমন নদী থেকে বালি কেটে ট্রাক ভরার ক্ষেত্রে ভেকু ব্যবহার করা হয়।

IMG_20230822_101845.jpg

আবার বড় বড় বিল্ডিং গুলো ভাঙ্গার ক্ষেত্রে ভেকু ব্যবহার করা হচ্ছে, মাটি কাটার ক্ষেত্রে বা পুকুর কাটার ক্ষেত্রেও ভেকু ব্যবহার করা হচ্ছে। ভেকু দিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ মানুষের প্রয়োজন অনুযায়ী করা যায়। ভেকু ব্যবহারের ফলে মানুষের শ্রম অনেক অংশেই কমে গেছে। শুধু শ্রমই নয়, সময়ও কম লাগছে। যে কাজ করতে মানুষের অনেক দিন সময় লাগতো, সেই একই কাজ ভেকু খুব দ্রুত তার সাথে করে দিতে পারে।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

IMG_20230822_101856.jpg

IMG_20230822_101914.jpg

IMG_20230822_101926.jpg

IMG_20230822_101943.jpg

এতে করে মানুষের সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ী হচ্ছে। আগে দেখেছি বড় বড় পুকুর কাটতে অনেক মানুষের অনেক দিন সময় কেটে যেত । সেখানে ভেকু একটি বড় পুকুর কাটতে এক থেকে দুই দিনের মতো সময় লাগে। আর যারা ভেকু দিয়ে ব্যবসা করে তারা অনেক লাভবান হয়। কারণ তারা ভেকু দিয়ে কাজ করার সময় প্রতি ঘন্টায় দুই হাজার টাকা করে নিয়ে থাকেন। ভেকুতে প্রচুর জ্বালানি খরচ হয়,তারপরও সবকিছু বাদ দিয়ে তাদের ভালই লাভ হয়।যেসব ভেকু গুলোতে জ্বালানি কম খরচ হয়, সেইসব ভেকু গুলোর দাম একটু বেশি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

IMG_20230822_101955.jpg

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos12wgWo96x6NbLU6h52hrgVn5kA8Ud19YMd2fDD6qBcYJbzGzDbHFLZs4jZZim7qarDueSBrRMfZ58KuCersKCKjJnCt8ghN6eZKeZ7dku5jettyfDJ3HuQjAk5pijDTNrZHeaCcKqeUH83DxLFNixr4eVvyAtz6ETb9QE2cUEJ6RKie.jpeg

IMG_20230822_102035.jpg

দাম বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় অনেকেই ভেকু কিনতে যেয়ে, বেশি জ্বালানি খরচের ভেকু গুলো কিনে নিয়ে আসেন। পরবর্তীতে তারা হাড়ে হাড়ে বুঝতে পারে যে একটু টাকা বাঁচানোর জন্য, এখন সারা জীবন অতিরিক্ত জ্বালানি কিনতে হচ্ছে। ভেকু কেনার সময় একটু বেশি দাম দিয়ে তেল সাশ্রয়ী ভেকু গুলো কিনলে বেশি লাভবান হওয়া যায়। আর যারা ভেকু কেনার সময় কিছু টাকা বাঁচানোর জন্য সাধারণ ভেকু কিনে নিয়ে আসে, তারা পরবর্তীতে বেশি লাভবান হতে পারে না তখন তারা বুঝতে পারে কত বড় একটা ভুল করেছে তারা। এইজন্য ভেকু কেনার সময় টাকা একটু বেশি খরচ হলেও জ্বালানি সাশ্রয়ী ভেকু কেনা উচিত।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzw3nqBFcbV2rkkbgRUhb3PMHJNHgbsQ5qUWmScc684CKjSggSGYS26MN3rnCgoayDzBGuhfuG2g2pAFAn.png

আমার পোস্টটি পড়ার  জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 

আমার পরিচয়


FB_IMG_1686764702485.jpg

slLXtTGa_2x.jpg

আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

Sort:  
 10 months ago 

মাটি কাটার এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ভেকু দিয়ে মাটি কাটা হয় সেটা জানতাম কিন্তু এত বিস্তারিত তথ্য জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। তবে এটা ঠিক বলেছেন এই মেশিনটি আবিষ্কারের ফলে মানুষের মাটি কাটার যে পরিশ্রম করতে হতো সেটা অনেক অংশে কমে গেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু।

 10 months ago 

ভেকু আসার পর থেকে আমাদের অনেক কাজ সহজ হয়ে গিয়েছে। এগুলো দিয়ে পুরনো ঘরবাড়ি ও ভাঙা যায়। তাছাড়া কনস্ট্রাকশন এর বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়। এটি গ্রামে পুকুর খনন করার কাজ অনেক সহজ করে দিয়েছে। আগে কোদাল দিয়ে পুকুর খনন করতে অনেকদিন সময় লাগতো। কিন্তু এগুলো দিয়ে পুকুর খনন করলে দুই তিন দিনের মধ্যে কাজ শেষ হয়ে যায়। এতে অনেক সময় ও শ্রম বাঁচে। আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

 10 months ago 

আগের দিনে মানুষ কোদাল এর মাধ্যমে মাটি কাটতো। বর্তমানে এখন কোদাল এর ব্যবহার হয় না বলেই চলে। আধুনিক প্রযুক্তির কারণে কোদাল দিয়ে মাটিকাটা প্রায় বিলুপ্ত। আধুনিক যন্ত্র ভেকু দিয়ে স্বল্প সময়ে অধিক মাটি কাটা যায়। আপনি অনেক সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন ভাই।অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

আপনি ঠিকই বলেছেন, আগের দিনে একটি পুকুর খনন করার জন্য অনেকগুলো মানুষের যেমন প্রয়োজন পড়তো ঠিক তেমনিভাবে অনেক সময় ও লেগে যেত। কিন্তু বর্তমানে এই এক্সকাভেটরের ফলে মানুষের পরিশ্রম যেমন কমে গিয়েছে তেমনি ভাবে অল্প সময়ের মধ্যে মাটি খনন বা পুকুর খনন করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু।

 10 months ago 

Feedback / Observation

মাটি খনন করার ভেকু নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। ভেকু দিয়ে অল্প সময়ে একটি পুকুর খনন করা সম্ভব। আগেরকার যুগে একটি পুকুর খনন করতে অনেক লোকের প্রয়োজন পড়ে। আবার অনেক দিন ধরে সময় ও নষ্ট হয়। কিন্তু বর্তমানে ভেকু অতি সহজেই অল্প সময়ে তা খনন করতে সক্ষম হচ্ছে।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।