রক্তদান একটি মহৎ মানবিক কাজ।

আসসালামু আলাইকুম আমি,@abdullah-44

আশা করি সবাই ভালো আছেন,আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।(আলহামদুলিল্লাহ)



রক্তদান একটি মহৎ মানবিক কাজ।



IMG_20230820_150533.jpg

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVorzcJNpHqcJ3mJ4WYRkSKjrNUdkyrcPuizxsdBLKUn6Ew3pUo5dQtN6bWb9r7D5LnZTudSzVG8peRN17PMugRKDRMTAS3JaY15euLK1Zg9RKAe2FGDQChkfSCfMnvjLqkzqU4DKqgwr4AY9sZt9sbaB6fNWdtCBG7EY9SCvMZMH2Lb72v.jpeg

IMG_20230820_150714.jpg

রক্তদান একটি মহৎ মানবিক কাজ। বাংলাদেশে অনেক রক্তদানকারী সংগঠন বা রক্তদান সংস্থা রয়েছে। যারা প্রতিনিয়ত রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন ঝুঁকি থেকে রক্ষা করছে। রক্তদান সংগঠনের সাথে জড়িত কিছু ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি তাদের সাথে ঘুরে, ঘুরে দেখেছি তাদের সংগঠনে অসংখ্য কর্মী রয়েছে তারা প্রতিনিয়তই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ রয়েছে। সেইসব গ্রুপে যদি কেউ যথাযথ ইনফরমেশন দিয়ে এমারজেন্সি রক্তের জন্য পোস্ট করে, তখন রক্তদানকারী সংগঠনের মেম্বাররা যেভাবেই হোক না কেন রক্ত ম্যানেজ করে তাদের পাশে এসে দাঁড়ায়।



IMG_20230820_150614.jpg

শুধু রক্তদানকারী সংগঠনই নয়, এই সংগঠন গুলোর বাইরেও অনেকে প্রতিনিয়ত রক্তদানের মতো মহৎ কাজ করে যাচ্ছেন। রক্তদান নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে। যেমন অনেকে মনে করেন রক্ত দিলে নিজের শরীরের রক্তশূন্যতা দেখা দিতে পারে, ওজন কমে যেতে পারে এবং শরীরে ক্ষতি হতে পারে। আসলে এরকমটা কিছুই নয়, এটা মানুষের ভুল ধারণা।রক্তদানের মাধ্যমে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে চার থেকে ছয় লিটার পর্যন্ত রক্ত থাকে। আর প্রতিবার রক্ত দেয়ার সময় সর্বোচ্চ ৪৫০ ml রক্ত দিতে হয়। আর ৪৫০ml রক্ত দেয়ার পর মানুষের শরীরে কোন ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না।



IMG_20230820_150753.jpg

আর যদি ছোট বাচ্চাদের রক্তের প্রয়োজন হয় তাহলে 200 থেকে সর্বোচ্চ 250ml পর্যন্ত রক্তের প্রয়োজন হয়। একদিন আমার এক ফ্রেন্ড দুপুরে ফোন দিয়ে আমাকে বলে, তার এক নিকট আত্মীয় এর অপারেশনের জন্য এমার্জেন্সি এ পজেটিভ এক ব্যাগ ব্লাড লাগবে। আমি যেখানে থাকি ওইখানে চতুর্থ তলায, দ্বিতীয় ফ্ল্যাটে, এক ভাইয়ের এ পজিটিভ ব্লাড, আমি সেটা জানতাম। তো আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম টেনশন করার দরকার নেই আমি দেখতাছি। এরপর ওই ভাইয়ের ডেকে নিয়ে আমি চলে গেলাম কুষ্টিয়া নুর নাহার ক্লিনিকে।এরপর ক্লিনিক থেকে আমার ওই ফ্রেন্ডের সাথে করে নিয়ে, চলে আসলাম কুষ্টিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

IMG_20230820_151418.jpg

IMG_20230820_151301.jpg

IMG_20230820_151219.jpg

ব্লাড ব্যাংকে আসার পর সর্বপ্রথম, ব্লাড এ পজিটিভ কিনা সেটা পরীক্ষা করে নিলো।ব্লাড ব্যাংকে আসার পূর্বে, ব্লাডের যে ব্যাগ থাকে ওইটা আমরা কিনে নিয়ে আসছিলাম। পরবর্তীতে ওই ব্লাড ব্যাগে ব্লাড নেওয়া হলো।তো ব্লাড ব্যাংকে যে দাদু রক্ত নেওয়ার কাজ করেন ওই দাদুকে আমি জিজ্ঞেস করলাম আপনি কত বছর ধরে এখানে আছেন। তো উনি আমাকে উত্তরে বললেন ৩৫ বছর যাবত তিনি এখানে কাজ করছেন। আমি ওনাকে আরেকটা প্রশ্ন করলাম যে আপনি জীবনে কতবার রক্ত দিছেন। উনি আমাকে বললেন ১০২ বার তিনি ব্লাড দান করেছেন। আমি তো এই কথা শুনে পুরাই অবাক হয়ে গেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

IMG_20230820_151155.jpg

IMG_20230820_150852.jpg

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos1woZ8Voyf4x2rdrLLwe3d7fqLKt9UiqzwSGkbun5ySbiReLNRbW6xF94cKUizfJXfNsHRisHHo958yyvwqAaSZ7h458MHH9n1Efe1TCtV98BwJbwaQ6FbAKk8AE1KfrtBajA51b8JaiRjsuXkEEH1W5LBHCWc1LQUpXtb5AFF5ZmauU.jpeg

IMG_20230820_151052.jpg

তো উনি আমাকে আরো বললেন বাংলাদেশে তো বয়স সীমা নির্ধারণ করা যে ৫০ বছরের বেশি বয়সি কেউ ব্লাড দিতে পারবেনা,আর যদি পঞ্চাশ বছরে পর ও ব্লাড দেওয়া যেত তাহলে এতদিন 200 বার ব্লাড দেওয়া পার হয়ে যেত। পরবর্তীতে ব্লাড নেওয়া শেষ হয়ে গেলে, ব্লাডের ব্যাগ নিয়ে আমরা ক্লিনিকে চলে যাই।ক্লিনিকে আসার পর যখন রক্তের ব্যাগটা আমরা তাদের কাছে দিলাম, তখন যেন সবাই স্বস্তির একটা নিশ্বাস ফেলল এবং ডাক্তার অপারেশনে যাবতীয় কার্যক্রম শুরু করলো। পরবর্তীতে অপারেশনটি ভালোভাবেই সম্পন্ন হয় এবং রোগী এখন সুস্থ আছে। এরকম ভালো কাজ করার পর নিজের কাছেই অনেক ভালো লাগে এবং মনের মধ্যে আত্মপ্রশান্তির সৃষ্টি হয়।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzw3nqBFcbV2rkkbgRUhb3PMHJNHgbsQ5qUWmScc684CKjSggSGYS26MN3rnCgoayDzBGuhfuG2g2pAFAn.png

আমার পোস্টটি পড়ার  জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 

আমার পরিচয়


FB_IMG_1686764702485.jpg

slLXtTGa_2x.jpg

আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3fuFhVxaTfdCeTHAagbZLQvmcS1ebsePc1Kxi6FrCuk5QQyt1UUd6viVrFZ2...WxzJ8885usLEcDdap21pjQkA8akGg8zDhucgB8TE4B1zoMz11PBiYQ3pCNE1N77WKVBxrEGvKeo5ZCR8FuKiAxFXWWsrtVn7WV5Xq5FEQenN9rjqQnGRupoHcS.png

Sort:  
 last year 

রক্তের প্রয়োজন হলে রক্ত দান করে অনেক মানুষের উপকারে আসে।রক্তদান একটি মহৎ মানবিক কাজ।এতে অনেক মানুষের জীবনে বেঁচে থাকার আশা বেরে যায়।পুরা বিশ্বে সব দেশে রক্তদানকারী সেবার জন্য গ্রুপ আছে যারা রক্ত নিয়ে অসহায় মানুষকে সেবা করে।আপনার পোস্টের উপস্থাপন অনেক সুন্দর হয়েছে সাথে ছবি গুলো ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই।

 last year (edited)

সত্যিই রক্তদান একটি মহৎ মানবিক কাজ। আপনার মত আমিও একবার ডোনার ম্যানেজ করে দিয়েছিলাম।লোকগুলো ছিল খুবই গরিব।পরে তারা আমাদের নাসতা করার জন্য টাকা দিতে চায়।কিন্তু আমরা নেইনি। এটা আমাকে এত মানসিক শান্তি এনে দিয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারব না। সত্যিই মন হালকা লাগে।তবে আমি এখনো রক্তদান করিনি।ধন্যবাদ আপনার অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য ।

ধন্যবাদ

 last year 

রক্তদান অবশ্যই মহৎ মানবিক কাজ। আমি ১০ বার রক্তদান করেছি। মুমূর্ষ্য রোগীদের পাশে থাকতে পেরে অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করেছি । ভবিষ্যতে আরো পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার রক্ত দানে বেঁচে যেতে পারে আরেকটি প্রাণ। আপনার পোস্ট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

 last year 

রক্তদানের এর মাধ্যমে যে মানব সেবা করা যায় এর চেয়ে মহৎ আর কোন কাজ আমার চোখে নেই। একজন মানুষ যখন তার প্রিয় মানুষের জন্য রক্তের সন্ধানে বের হয় তখন তার চেয়ে অসহায় আর কেউ থাকে না কেননা টাকা দিয়ে রক্ত কিনতে পাওয়া গেলেও সেই রক্তের গুনগত মান নিয়ে থাকে অনেক সন্দেহ।সুতরাং এই চরম বিপদের সময় যারা রক্তদান করে পাশে থাকেন তারা নিঃসন্দেহে মহৎ কাজ করেন। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ

 last year 

Feedback / Observation

আমার খালাতো ভাই তাদের ও একটা রক্তদান করার গ্রুপ রয়েছে। তারা সব সময় রক্তদান করার জন্য প্রস্তুত থাকে। রক্ত দান একটি মহৎ কাজ। আমি ২ বার রক্ত দান করেছি। আপনি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

ধন্যবাদ ভাই।