এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৪৩ )

in আমার বাংলা ব্লগ5 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোকচিত্রে কি কি থাকছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম ইকো পার্ক থেকে। প্রথমে একটি সূর্যমুখী ফুলের আলোকচিত্র দেখতে পাচ্ছেন। এইটা আসলে কিছুদিন আগে আপনাদের সাথে কিছু এই নিয়ে ছবি শেয়ার করেছিলাম, কিন্তু কিছু বাদ থেকে গিয়েছিলো। এই হাইব্রিড জাতের সূর্যমুখী ফুলগুলো দেখতে আসলে অনেক সৌন্দর্যময় লাগে। আকর্ষণীয় একটা ব্যাপার আছে। এরপরে একটা কিছুটা মেঘে আচ্ছন্ন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। যখন মাস্ক গার্ডেনের ভিতর দিয়ে পরিদর্শন করছিলাম, তখন তাকাতে তাকাতে মেঘের এই দৃশ্যটা চোখে পড়লো। দেখতে অনেক ভালো লাগছিলো, ফলে এটি ক্যাপচার করে নিয়েছিলাম। এরপর একটি শিম্পাঞ্জির ছবি দেখতে পাচ্ছেন, এটি হাতে তৈরি করা একটা কারুকার্য। দৃশ্যটা দেখতে যেন একদমই জীবন্ত লাগছে, কারুকার্যের মাধ্যমে একটা জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরেছে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলিও তুলেছিলাম ইকো পার্কের ফুলের গার্ডেন থেকে। এখানে কিছু প্রস্ফুটিত গোলাপ ফুলের দৃশ্য দেখতে পাচ্ছেন। যদিও আমি যখন তুলেছিলাম, তখন প্রায় সব গোলাপ ফুলেই শুকিয়ে গিয়েছিলো, তবে এতগুলো গোলাপ ফুলের বাগানের মাঝে কিছু গোলাপ ফুল দেখতে পেয়ে বেশ ভালো লাগছিলো, আর গোলাপ ফুলের পাপড়িগুলো আসলে অনেক আকর্ষণীয় লাগে কালারের সাথে। এখানে বাগানে আরো অনেক জাতের ফুল আছে, তবে গোলাপ ফুলের বাগানটাই বেশি আর এখানে ভিন্ন ভিন্ন অনেক জাতের গোলাপ আছে। দেশি, হাইব্রিড সব মিলিয়ে অনেক, তবে গোলাপের বাগানে যখন ফুলগুলো একসাথে ভিন্ন ভিন্ন জাতের আর সেই সাথে ভিন্ন ভিন্ন কালারের দেখা যায়, তখন দেখতে আরো আকর্ষণীয় লাগে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪


এটি কোনো আলোকচিত্র না। এটা একটা ভিডিওগ্রাফি। আসলে অনেকদিন আগে গঙ্গার ঘাটে গিয়েছিলাম, তখন অনেকগুলো ছবি তুলেছিলাম আর কিছু ভিডিও করেছিলাম। তো ছবিগুলো শেয়ার করা হলেও ভিডিওগুলো শেয়ার করা হয়নি। আজকে ছবিগুলো গ্যালারিতে দেখতে দেখতে এই ভিডিওগুলো সামনে আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে গঙ্গা আরতি প্রতিদিনই হয়ে থাকে বাবুঘাটের ওখানে। আর এই গঙ্গা আরতি সন্ধ্যা থেকে প্রায় ১ ঘন্টার উপরে চলে। তবে এখানে ভিডিওতে ৭ মিনিটের দৃশ্য আছে, বাকিগুলো আসলে ঠিকভাবে ভিডিও করতে পারেনি। আসলে ওখানে মানুষের এতো ভিড় জমে এই গঙ্গা আরতি দেখার জন্য যে, আগে না জায়গা করে দাঁড়াতে পারলে পিছন দিক থেকে দেখা মুশকিল হয়ে যায়, দেখাই যায় না। গঙ্গা আরতি দেখতে অনেক ভালো লাগে, আপনাদেরও ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ০৮ জুন ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে আজকে আপনাদের সাথে আরো কিছু গোশালার ভিতরের ছবি দেখাবো, যেগুলো মায়াপুর থেকে ক্যাপচার করেছিলাম। এখানে অনেকগুলো গাভী দেখতে পাবেন, যাদের বয়স অনেকটা বেশি, কিন্তু এখনো তাদের দেখলে একদম সচল মনে হবে। এইগুলো আসলে উন্নত জাতের গরু সবটাই, আর এদের লালনপালনও অনেক যত্নের সাথে করে থাকে ওখানকার দেখাশুনা করা লোকজন। এদের আবার বাইরের থেকে আমাদের মতো লোকজন দেখতে গেলে দূর থেকে দেখা যাবে ঠিকই, কিন্তু তাদের কিছু খেতে দেওয়া যাবে না তাদের অনুমতি ছাড়া। অনেক রেস্ট্রিকশন আছে ভিতরে। এদের প্রতিদিন লালনপালণেও প্রচুর খরচ হয়। তবে বেশিরভাগই এদের দেখাশুনার দায়িত্বে থাকে বিদেশিরা।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মায়াপুর
তারিখ: ১৯ জুন ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি লেকের ওখান থেকে ক্যাপচার করা। আর এই লেকটা ঢাকুরিয়া লেক নামে পরিচিত, যেটা আপনাদের সাথে এর আগেও কিছু ছবি শেয়ার করেছিলাম। আসলে এখানে এই লেকের পাশে বিকেলের মুহূর্তে বা দুপুরের মুহূর্তে বসে বেশ ভালো একটা সময় অতিবাহিত করা যায়। আসলে এখানে দুপুরের সময়টাও যেন দুপুরের মতো লাগে না, কারণ এখানে এতো গাছ আছে যে, রৌদ্রের আভাস তেমন একটা পাওয়া যায় না। আর সব থেকে বড়ো বিষয় হলো যে, এখানে গরমের সময়েও আরাম পাওয়া যায়, কারণ জলের কাছে সবসময় একটা শীতলতা পাওয়া যায়। আর এখানে লেকে সব বিভিন্ন বোট নিয়ে ঘোরাঘুরি করে, দেখতেও বেশ ভালো লাগে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৩ জুলাই ২০২৪


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

দাদা আপনি সব সময়ের মতো আজকেও দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন, যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। আর ফটোগ্রাফি গুলোর পাশাপাশি একটা ভিডিওগ্রাফি শেয়ার করেছেন দেখে আরো ভালো লাগলো। অনেক ধন্যবাদ দাদা সব সময়ের মত এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

বেশ কিছু সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই আলোকচিত্র গুলো অনেক সুন্দর হয়েছে দাদা। এত চমৎকার আলোকচিত্র দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো আলোকচিত্র দেখার সুযোগ করে দিয়েছেন। আমি সব সময় দেখার জন্য চেষ্টা করি আপনার তোলা ফটোগ্রাফি গুলো। তেমনি আজকেও চেষ্টা করলাম। দারুন দারুন আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

দাদা বরাবরের মতো আজকেও দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। ইকো পার্ক থেকে তোলা হাইব্রিড জাতের সূর্যমুখী ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো এবং ভিডিওগ্রাফিটা জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94343.80
ETH 2658.47
USDT 1.00
SBD 0.67