দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ২২ )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে যে প্যান্ডেলগুলোর আলোকচিত্র শেয়ার করেছিলাম, তারপরে গিয়েছিলাম মিলন পল্লী নামের একটি জায়গায়। ওখানে একটি প্যান্ডেল দেখছিলাম, মোটামুটি বেশ ভালো করে সাজিয়েছে। প্যান্ডেলটি ঘন্টা এবং বিভিন্ন ধরণের মূর্তির আদলে ফুটিয়ে তুলেছিল। প্যান্ডেলটি দেখে মনে হবে একটি স্তর থেকে আরেকটি স্তর পরপর সাজানো হয়েছে। এছাড়া একদম উপরের দিকে একটি গোলাকার বস্তু দেখতে পাবেন, যেটা একপ্রকার লাইটিং এর মতো দেখতে তৈরি করেছিল। প্যান্ডেলটি বিভিন্ন ডিজাইনের মাধ্যমে যেন একদম অপূর্ব সাজে সেজে উঠেছিল। এছাড়া তার আশেপাশে আরো বেশ কিছু ডিজাইন দেখতে পাবেন, যেমন কিছু আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এছাড়া মুখোশ, পাদুকা ইত্যাদি বিভিন্ন ভাবে ডিজাইনগুলো করা হয়েছে। এছাড়াও আরো কিছু ভগবানের মূর্তির দৃশ্য দেখা যাবে, যেগুলো এই প্যান্ডেলের আদলে দেখতে বেশ ভালো লাগছে। তবে প্যান্ডেলের উপরে চারিপাশে যে, ঘন্টা লাগানো হয়েছিল, তা অনেকটাই বড়ো ছিল, এখানে ছবিতে যদিও ছোট লাগছে অনেকটা উপরে থাকার কারণে। যাইহোক, এর ভিতরে আর তেমন ঢুকিনি, বাইরের থেকে মোটামুটি যা দেখার দেখে নিয়েছিলাম। এরপরে বসুনগর বলে একটি স্থানে চলে গিয়েছিলাম। এখানে প্রতিবারই মোটামুটি বেশ ভালো পুজো করে থাকে। গতবার যদিও লাইটিং আরো ভালো করেছিল, যদিও আমার কাছে একটু কম কম মনে হয়েছে লাইটিং এর বিষয়টা।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
তবে গেটের কাছে দুটি মূর্তির মাধ্যমে যেভাবে দৃশ্যটা তুলে ধরেছিলো, তা অনেকটা আকর্ষণীয় একটা ব্যাপার ছিল। তবে এখানে একটা বিষয় আমার খুব ভালো লাগে, প্রতিবারই তারা লাইটিং এর মাধ্যমে গাছের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে বেশ। এখানে যে গাছের মতো বিষয়টা দেখা যাচ্ছে, তা পুরোটাই একটা লাইটিং এর মাধ্যমে তৈরি করা। এইরকম আরো বিভিন্ন কালারের লাইটিং এর মাধ্যমে গাছের দৃশ্যগুলো উপস্থাপন করা। এছাড়াও লাইটিং এর মাধ্যমে আরো বেশ কিছু আকর্ষণীয় বিষয়ও এখানে তুলে ধরা ছিল। সবগুলোই অনেক আকর্ষণীয় ছিল। এছাড়া হাতির বিষয়গুলোও অনেক আকর্ষণীয় ছিল। এখানে মোটামুটি কয়েকটি হাতি দিয়েও ডিজাইনগুলো ফুটিয়ে তোলা ছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
সবকিছুর মধ্যে প্যান্ডেলের আকর্ষণীয়তা অনেকটা সুন্দর এবং ইউনিক ছিল। এই প্যান্ডেলটি দেখে কিছুটা সাধারণ মনে হলেও অনেকটা রাজবাড়ীর মতো লাগছে বা একটি মন্দিরের মতো বিষয়টা মনে হচ্ছে। এখানে যদিও মণ্ডপের ভিতরে যাওয়ার অনুমতি ছিল না, তাই বাইরের থেকে মায়ের কিছু ছবি জুম করে তুলতে হয়েছিল। মায়ের মূর্তিগুলো অনেক সুন্দর ছিল। এই মূর্তি যেন প্যান্ডেলের সাথে একদম পারফেক্ট মানিয়েছিল। মন্ডপের সামনে আরো বেশ কিছু পরীর মতো দেখতে ডিজাইন তৈরি করা ছিল, ফলে আকর্ষণীয়তা আরো বেশি ছিল বা মনে হচ্ছিলো যেন। একটা দৃষ্টি আকর্ষণের ব্যাপার থাকে, যেগুলো এই ডিজাইনের মাধ্যমে এনে দিয়েছিলো। সবমিলিয়ে ডিজাইনগুলো অনেক ভালো ছিল এই পুজোগুলোতে।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | কলকাতা |
তারিখ | ১০ অক্টোবর ২০২৪ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার সঙ্গে সহমত পোষণ করছি ভাই, প্যান্ডেলটি দেখতে সত্যি একদম রাজবাড়ির মত লাগছে। যেমন আলোকসজ্জা তেমন কারুকাজ, এক কথায় অসাধারণ। দারুণ উপভোগ করলাম ছবিগুলো।
দাদা দেখতে দেখতে দূর্গা পূজার ২২ টা পর্ব শেষ হয়ে গেলো। আর আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটা পর্ব পড়তে। প্রতিটা পর্বের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলের আলোকচিত্র দেখেছি। যেগুলো অনেক বেশি সুন্দর লেগেছে। আজকেও দুর্গা পূজার কিছু আলোকচিত্র শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। সবকিছু অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখছি। লাইটিং থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর হয়েছে। আলোক চিত্র গুলো দেখে জাস্ট মুগ্ধ হলাম।
দাদা আমার কাছে দুর্গাপুজোর প্রতিটা পর্বের মতো ২২ তম পর্ব টাও খুব ভালো লেগেছে পড়তে। এই পর্বের মাধ্যমেও অনেক সুন্দর দেখতে বেশ কিছু আলোকচিত্র শেয়ার করেছেন। প্যান্ডেলের আকর্ষণীয়টা আসলেই ইউনিক ছিল আর দেখতেও খুব ভালো লেগেছে। সবকিছু অনেক সুন্দর ভাবে করা হয়েছে। মূর্তি গুলো প্যান্ডেলের সাথে সত্যি খুব সুন্দর ভাবে মানিয়েছে। আর এটা দেখতে ভালোই লাগছে। সবকিছুর ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন দাদা।
লাইটিং এর মাধ্যমে তৈরি করা গাছের আকৃতিটা দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। তাছাড়া হাতি সহ মূর্তি গুলোও দেখতে দারুণ লাগছে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।